...কর তুমি ক্ষমা মোরে,দাও করে মাফ তোমার দয়ার বসন্ত দিয়ে করে দাও যত পাপ সাফ।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৭ জুন, ২০১৪, ০৯:৫০:১২ রাত
তাঁহার তরে সিজদা করি, নত করি শির,
যিনি মালিক চিরসবুজ এই অপরুপ প্রকৃতির।
বসন্তের নবযৌবনা প্রকৃতির রঙ্গলীলা-
পত্র-পল্লবে মুখরিত গোধুলীবেলা,
আমার মনে করেনা কভু আনন্দের ছলাকলা।
কোকিলের কুহুতান মনে পরেনা কোন পিছুটান
কিছু বেদনা ছুঠে আসে হতে সেই সুদুর পরিস্হান।
নিষ্ঠুর নিয়তির নির্মম শাসন,
কোলাহল করতে সদা করছে যে বারণ!
আমি বসন্ত চাই প্রভু অন্ধকার কবরে
আযাব সহিবার ক্ষমতা এই অধমের নাহিরে!
কর তুমি ক্ষমা মোরে,দাও করে মাফ
তোমার দয়ার বসন্ত দিয়ে করে দাও যত পাপ সাফ।
বিষয়: বিবিধ
১৬২৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা এখন ভুলে গেছি আমাদের প্রকৃত প্রভুর কথা।
গরীবের গরিবানা আর কি! <:-P <:-P
চম.........।অ-সা-ধা-র-ণ ।ধন্যবাদ ।
আমি বসন্ত চাই প্রভু অন্ধকার কবরে
আযাব সহিবার ক্ষমতা এই অধমের নাহিরে!
কর তুমি ক্ষমা মোরে,দাও করে মাফ
তোমার দয়ার বসন্ত দিয়ে করে দাও যত পাপ সাফ।
শুভেচ্ছা নিবেন -
মন্তব্য করতে লগইন করুন