...যারা আস্তিক, বাধ্য গোলাম প্রভুহে তোমার, আমাকেও দিও তাদের কাতারে স্হান।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২৯ মে, ২০১৪, ০২:৫৭:২৪ দুপুর
আল্লাহু আকবর।আল্লাহু আকবর।
তেজোদ্দীপ্ত ঈমানের বলিষ্ট কন্ঠস্বর,
বাতিলের মুখে মারি হাজার থাপ্পড়।
বজ্র কঠিন মায়াবী আলোড়ন
ধ্বনিত অনুরণিত একত্ববাদের শ্লোগান
প্রভু দাও তুমি সরল পথের সন্ধান।
যারা নাস্তিক-বেদ্বীন-বেঈমান,
দাও তুমি তাদেরে জাহান্নামে স্হান।
কঠিন হাসরে শেষ বিচারের আসরে
কর তুমি তাদেরে চরমতম অপমান।
যারা আস্তিক, বাধ্য গোলাম প্রভুহে তোমার,
আমাকেও দিও তাদের কাতারে স্হান।
জানি তব দয়ার নেই শেষ ওগো রহিম-রহমান।
জান্নাত দিও মোদেরে,দিও আরশের নিচে ঠাঁই
দয়াময় আল্লাহ, ওহে পরোয়ার,ওগো রব আমার,
তোমার কাছে মোদের চাওয়ার কভু শেষ নাই।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দয়াময় আল্লাহ, ওহে পরোয়ার,ওগো রব আমার,
তোমার কাছে মোদের চাওয়ার কভু শেষ নাই
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিবেন । ভাল লাগ্ল ।
আপনাকে
আপনার ভাল লাগা আমাকে আনন্দিত করবে।
ধন্যবাদ ভাইয়া।
ভাল লিখেছেন।লেখা চালিয়ে যান। ধন্যবাদ
ধ্বনিত অনুরণিত একত্ববাদের শ্লোগান
প্রভু দাও তুমি সরল পথের সন্ধান।
মন্তব্য করতে লগইন করুন