...মা! যদি পার ক্ষমা করে দিও তোমার এই অবাধ্য, অথর্ব, কুলাঙ্গার, অধম সন্তানকে!
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২৮ মে, ২০১৪, ০৫:০৪:২৫ বিকাল
মা! তোমার ফেরার অপেক্ষায় আর কত নির্ঘুম রাত কাটাব?
মা! তুমি আসবে বলে আর কতকাল রোদেলা দুপুরে সূর্যস্নান করব?
মা! তোমার হাতের রান্না খাব বলে আর কত দিন না খেয়ে থাকব?
মা! তুমিনা বলেছিলে আমাকে একা ছেড়ে কোথাও যাবেনা;
কিন্তু আজ! কেন তুমি কথা রাখনি "মা"?
মা! আমাকে কেউ আঘাত করলে তুমিনা অশ্রুবাণে প্লাবিত হতে?
মা! রাত করে বাড়ী ফিরে যখন চুপি চুপি তোমায় ডাকতাম, তুমি কি খুব বিরক্ত হতে?
মা! তুমি না আমার অসুখ হলে রাত জেগে আল্লাহর কাছে আরোগ্যপ্রাপ্তির দোয়া করতে?
মা! কত বেলা অনাহারে কাটিয়েও তুমি আত্মতৃপ্তির মিথ্যাভিনয় করতে?
মা! মনে কি পড়ে তোমার, কত ঈদে তুমি ছেঁড়া কাপড় পরে লজ্জিত আর অপমানিত হয়েছিলে?
মা! জানি, আমার পরীক্ষা ফি যোগাড় করতে তুমিনা কতবার জানি রক্ত বিক্রি করেছিলে?
মা! ভুলিনি আজো, আমার পায়ে দামী স্যান্ডেল কিনে দিতে তোমার অতি শখের কানের দুল জোড়া বন্ধক দিয়েছিলে?
মা! পরপারে তুমি কেমন আছো....?
মা! আল্লাহর কাছে তোমার জন্য নাজাতের দোয়া করি,তোমার জন্য চির প্রশান্তির জান্নাত কামণা করি,কবরের কঠিন আযাব হতে পানাহ চাই,আল্লাহর রহমতের অবারিত ধারা বর্ষিত হোক তোমার বিদেহী আত্মার উপর।
"রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানির ছাগিরা"
...আমীন,আল্লাহুম্মা আমীন।
মা! যদি পার ক্ষমা করে দিও তোমার এই অবাধ্য, অথর্ব, কুলাঙ্গার, অধম সন্তানকে!
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোয়া রইলো মায়ের জান্নাত প্রাপ্তির জন্য।
...আমীন,আল্লাহুম্মা আমীন।
মা! যদি পার ক্ষমা করে দিও তোমার এই অবাধ্য, অথর্ব, কুলাঙ্গার, অধম সন্তানকে!
মন্তব্য করতে লগইন করুন