ফকিরনির পুত প্রবাসী কামলার আর্তনাদ ।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২১ মে, ২০১৪, ০৫:৩৩:৩৬ বিকাল



আমিইতো সেই প্রবাসী কামলা,

ঘাম-রক্ত পানি করে অন্ন যোগায় দু'মুঠো দু'বেলা।

বাবার স্নেহ আর মায়ের মমতা,

সে'তো স্বপ্ন ; রয়ে যায় সদা অধরা।

প্রবাসী বলে আমিযে কতইনা কপালপোড়া!

আছে কি কোন পথ পাষাণে বুক বাঁধা ছাড়া?

স্ত্রী-সন্তান,ভাই-বোন তারা ছিল অতি আপন,

কষ্ট দেয় আজও, মনে পড়ে সদা

ছোট বোনটির শত মান-অভিমান !

সেই আনন্দ আজ কেবলই দুঃসহ স্মৃতি,

আবেগকে দিয়ে দিয়েছি সেই কবেইনা ছুটি!

অশ্রু-ঘাম আর রক্ত এই তিনে হয়ে একাকার

গড়ি মোরা দেশের ভিত মজবুত-দূর্বার।

জনমদুঃখী গর্ভধারিণী মায়ের সুখের তরে,

ছুটে চলি নিরন্তর এই ভিনদেশের বুকে।

জমাটবাঁধা শত কষ্ট,শত নাপাওয়ার বেদনা,

বুঝবেকি কেউ ;

যারা ফকিরনির পুত প্রবাসী তারা ছাড়া?

বিষয়: বিবিধ

১৫৪১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224235
২১ মে ২০১৪ বিকাল ০৫:৪০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : প্রবাসী শ্রমিক মানে বাংলাদেশের জন্য এক নিয়ামত
২৪ মে ২০১৪ বিকাল ০৪:০২
172558
বিদ্রোহী নজরুল লিখেছেন : কিন্তু ঐসব হারামখোর কুলাঙ্গারের দল ঐসব বুঝেনা অথবা বুঝেও না বুঝার ভান করে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
224240
২১ মে ২০১৪ বিকাল ০৫:৪৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার মনে অব্যক্ত ব্যথনা সুন্দর ভাবে ছন্দোবদ্ধ ভাবে ফুটিয়ে তুলেছেন । আন্তরিক ধন্যবাদ । Rose
২৪ মে ২০১৪ বিকাল ০৪:০৬
172559
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমরা যারা প্রবাসের ঘানি টেনে টেনে জীবনপ্রবাহকে ভিন্নভাবে উপলব্দী করি,তাদের জন্য আপনার এই আন্তরিক সমবেদনাযুক্ত কথামালা সত্যিই অনুপ্রেরণা যোগাবে বাহার ভাই।
224246
২১ মে ২০১৪ বিকাল ০৫:৫৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : পরিচালক স্ক্রিপ্ট রাইটার অভিনেতা সব ফকিন্নীর পুতদের থাপড়ানো উচিৎ। হালারা বেশ্যামী করে করে টাকা কামায় তো তাই অন্যের দুঃখ মান সম্মান বুঝে না। ভাই তাদের কথায় এতো দুঃখিত হওয়ার দরকার নাই। অবস্থার পরিবর্তন হবেই।
২৪ মে ২০১৪ বিকাল ০৫:১৮
172600
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনি ঠিকই বলেছেন @সিরাজ ভাই।
আমি দুঃখিত হচ্ছিনা;হচ্ছি গর্বিত।
আপনাকে আন্তরিক মোবারকবাদ।
224248
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০০
নোমান২৯ লিখেছেন : ফকিরনির পুত নয় ।উনারা -ই আমাদের রত্নধন । উনারা-ই আমাদের সূর্যসন্তান । Good Luck Good Luck Rose Rose Happy>- Happy>-
২৪ মে ২০১৪ বিকাল ০৫:১৯
172601
বিদ্রোহী নজরুল লিখেছেন : সহমত।
ধন্যবাদ। Good Luck
224252
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : নোমান২৯ লিখেছেন : ফকিরনির পুত নয় ।উনারা -ই আমাদের রত্নধন । উনারা-ই আমাদের সূর্যসন্তান ।

সহমত।
২৪ মে ২০১৪ বিকাল ০৫:২০
172602
বিদ্রোহী নজরুল লিখেছেন : প্রবাসীদের সাথে একাত্মতা ঘোষণা করায় আপনাকে ধন্যবাদ।
224265
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : যাদের অর্থে সচল দেশ তাদেরকে নিয়ে এক কেমন নোংরা খেলা! দেশকে কি পঙ্গু করার পায়তারা নয় এসব? অনতিবিলম্বে এসব বন্ধ করা উচিত।
২৪ মে ২০১৪ বিকাল ০৫:২২
172603
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমারও তাই মনে হয়েছে @মেঘ ভাঙা রোদ।
224304
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রবাসি হোক বে দেশবাসি যারা কষ্ট করে টাকা আয় করে তারা সকলেই এই মাগনাখোরদের কাছে ফকিন্নির পুত।
২৪ মে ২০১৪ বিকাল ০৫:২৩
172604
বিদ্রোহী নজরুল লিখেছেন : তারা কিন্তু তাই মনে করে বড় ভাই,
আপনার কথার জুড়ি নাই।
224347
২১ মে ২০১৪ রাত ০৯:০৫
পুস্পিতা লিখেছেন : বাংলাদেশ ব্যাংকের বিলিয়ন বিলিয়ন রিজার্ভ নিয়ে যে গর্ব সরকার করে তার সিংহভাগই আসে প্রবাসী শ্রমিকদের ঘামের বদৌলতে। তারাই বাস্তবে বাঁচিয়ে রেখেছে আমদানী নির্ভর এই দেশটিকে। তাদেরই পাওয়ার কথা সর্বোচ্চ সম্মান। কিন্তু তারাই যেন সবচেয়ে অবহেলার বস্তু সরকার সহ সকলের কাছে! আশ্চর্য এদেশ আমাদের!
224607
২২ মে ২০১৪ দুপুর ০১:১৭
egypt12 লিখেছেন : নজরুল ভাই বউ কই পাইলেন??? এইডা কিন্তু আপনার বিয়ের ভাঙানির জন্য যথেষ্ট হবে যদিও আমরা আপনাকে কুমার বলে চালাতে চেষ্টা করব Thinking?
১০
224672
২২ মে ২০১৪ বিকাল ০৪:০২
আহমদ মুসা লিখেছেন : বাংলা সিনেমা নাট্য জগতের এসব আবালদের মুখে যখন শুনি ফকিন্নীর পুতের গালি তখন মন চায় এসব আবালদের গালে দু’টো থাপ্পর দিয়ে বুঝিয়ে দিই যে, প্রাবাসী ফকিন্নীর ফুতদের রক্তঝরা পরিশ্রমের বিনিময়ে পাঠানো রেমিটেন্সের সিলসিলা বন্ধ হলে তোমাদের আবালগিরি আর চইলতো ন।
১১
224913
২৩ মে ২০১৪ রাত ০২:২৯
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার, শুধু প্রবাসীরাই বুঝবে আপনার কষ্টগুলো।
০৩ জুন ২০১৪ রাত ১১:২৭
176978
বিদ্রোহী নজরুল লিখেছেন : Love Struck Love Struck Love Struck অনেক ধন্যবাদ ||

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File