অন্তরাত্মা দিয়ে অবলোকন করলাম নতুন এক চট্টগ্রামকে...!
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৭ এপ্রিল, ২০১৪, ০৮:০৬:৫৬ রাত
অনেক দিনের ইচ্ছে ছিল চট্টগ্রামের বহদ্দারহাটে প্রতিষ্ঠিত "শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স"তথা (মিনি বাংলাদেশ) ঘুরে দেখার।যেহেতু প্রবাসী কামলা(!)সেহেতু প্রবল আশা-আখাঙ্খা থাকা সত্তেও সময় সুযোগের কারনে তা আর ঘুরে দেখা হয়নি।
অবশেষে গতকাল (০৫ এপ্রিল ১৪ইং) সেই সুবর্ণ সুযোগটি এলো এবং সুযোগটি হাতছাড়া না করেই অনেক দিনের লালিত স্বপ্নের সঠিক বাস্তবায়ন করেই ফেললাম।
সুপ্রিয় ব্লগার "নজরুল ইসলাম " ভাইকে সাথে নিয়েই শুরু হল পথ চলা।
ভ্রমণ পিপাসুদের জন্য চট্টগ্রামে যে এত সুন্দর একটি পর্যটন স্পট আছে তা আমার জানা ছিলনা। জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে সবুজ পাহাড়ের নিভৃত পল্লীর চির চেনা সেই ছোট্ট কুঠিরের হুবহু অবয়ব পর্যন্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে অত্যন্ত সুচারু এবং সুনিপুণ ভাবে।এক কথায় সমগ্র বাংলাদেশকেই এখানে একত্রিত করা হয়েছে অসাধারণ শৈল্পিক ছোঁয়ায়;গ্রাম বাংলার ঐতিয্য-কৃষ্টি-কালচার কোন কিছুই বাদ যায়নি যা এখানে নেই। সত্যিই আমার মত সৌখিন পর্যটকদের জন্য এটি একটি অনন্য সাধারণ পর্যটন স্পট।পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখতে আমাদের সময় লেগেছিল প্রায় ৩ঘন্টা। একেকটি স্হাপনা দেখি আর আমি মন্ত্রমুগ্ধের মত উদভ্রান্ত আর উদাসী হয়ে যায়।বারবার মনে হচ্ছে আমি যেন কোন এক অজানা পরীর দেশে ঘুরে বেড়াচ্ছি,আর উড়ে বেড়াচ্ছি কোন এক অনাবিষ্কৃত দ্বীপ থেকে দ্বীপান্তরে। আলহামদুলিল্লাহ।
সত্যি বলতে কি এখানে এসে সময় কাটাতে পারাটা আমার স্মৃতিময় জীবনের অদৃশ্য ডাইরিতে স্বর্ণাক্ষরে লিখা থাকবে।এইখানে ঘুরতে পারা এবং আরও নানাবিধ কারনে আমার এবারের ছুটিতে আসাটা সার্থক এবং পরিপূর্ণতা অর্জন করেছে।
যারা এখনও এখানে বেড়াতে আসেননি কিংবা আসার প্লানও করেননি সত্যিই তারা কিন্তু অপূর্ব সাধারণ এবং অন্য রকম এক বাংলাদেশের অপরুপ সৌন্দর্যকেই চরম মিস করছেন প্রতিনিয়ত।
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি যে ছিলাম অজানা।
<:-P ~:>
আপনিও সবাইকে নিয়ে ঘুরে যান,মন ভাল হয়ে যাবে কিন্তু। বিফলে মূল্য ফেরত দেওয়া হবে।
রিসাইজ করে পরে আবার এড করলাম।
আশা করি ভাল লগবে।
সুন্দর পরামর্শের জন্য আন্তরিক মোবারকবাদ।
আমার সাথেই ঘুরাব!
<:-P <:-P
মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ।
ধন্যবাদ।
চট্রগ্রাম আসলেই হীরার খনি।
ইনশাআল্লাহ,
একবার যাবো বেড়াতে অপরুপ সৌন্দর্যের লিলাভুমি চট্রগ্রাম দেখতে।
আমরা আপনার পদার্পণের অপেক্ষায় রয়েছি।
ধন্যবাদ।
মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ।
এটি আমার বাড়ীর পাশেই।
বর্তমানে নাম বদলিয়ে দেয়া হয়েছে, জিয়ার নাম ইতিহাস থেকে মুছে দেয়ার জন্য!
জি নামটা বদলে দেওয়া হয়েছে তবে আমি আসলটাই লিখেছি।
কষ্ট করে মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ।
আপনাকে আন্তরিক মোবারকবাদ।
ধন্যবাদ।
আমাকে দোয়া করার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ।
আপুকে আন্তরিক মোবারকবাদ।
মন্তব্য করতে লগইন করুন