আসুন পাকি-রেন্ডিয়ার দালালি বাদ দিই,সত্যিকারের ক্রিকেটপ্রেমী হবার চেষ্টা করি !!!

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ২০ মার্চ, ২০১৪, ০৬:১৩:১০ সন্ধ্যা



গত কালকে চট্টগ্রাম কোর্টবিল্ডিংয়ে উঠতেছিলাম, উঠার সময় একটি পোষ্টার/আবেদনপত্র আমার নজর কাড়ল।যা দেখে না হেসে পারিনি;আবার ঐ পোষ্টারে থুথু মারতেও দেরি করিনি।

ঐ পোষ্টারের মালিক যে চেতনাধারীরা তা বুঝতে কারও অসুবিধে হওয়ার কথা নয়।কারন ৭১সনের কিছু বর্বরতার চিত্রও তুলে ধরা হয়েছে ঐ আবেদনপত্রে।

মূলত ক্রিকেটপ্রেমী আবাল শ্রেণীর কিছু দর্শকের উল্লসিত ছবি দিয়েই তৈরি করা হয়েছে ঐ পোষ্টারটি।সব ছবিই কিন্তু পাকি প্রেমী দর্শকদের !!!

চ্যাতনাধারীদের ★ড়িঝিঠাল ক্যামেরা★ কিন্তু অন্য কোন দেশের কুলাঙ্গার ক্রিকেটপ্রেমীদের উম্মাদনা ফ্রেমে বন্দী করতে পারেনি !!!

মনে হয় কানা ক্যামেরা !!!

তাদের এই উদ্যেগকে আমি স্বাগত জানাতে পারিনি কিংবা তাদের সাথে একমত পোষণকারীও হতে পারিনি বলে আমি লজ্জিত ও দুঃখিত।কারন আমি একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশী ক্রিকেটদর্শক হিসেবে পাকি-রেন্ডিয়া দু'দেশকেই সমর্থন করার কোন যৌক্তিকতা খুঁজে পাইনা।

আবার এমনও নয়যে ক্রিকেটমাঠে আমাকে অবশ্যই অবশ্যই রেন্ডিয়া অথবা পাকিদের সমর্থন করতেই হবে।

আমি আপনাদেের সবার কাছে এই আবেদনটি জানাই,আসুন আমরা সবাই রাজনৈতিক লেজুড়বৃত্তি ও ভিনদেশি অপশক্তির পদলেহনের এইসব অপসংস্কৃতি হতে বেরিয়ে এসে সত্যিকারের দেশপ্রেমে উদ্ভুদ্ধ হই।এবং দেশকে সত্যিকারের সোনার বাংলাদেশে রুপান্তরিত করার প্রচেষ্টায় আত্মনিয়োগ করি।।।গত কালকে চট্টগ্রাম কোর্টবিল্ডিংয়ে উঠতেছিলাম, উঠার সময় একটি পোষ্টার/আবেদনপত্র আমার নজর কাড়ল।যা দেখে না হেসে পারিনি;আবার ঐ পোষ্টারে থুথু মারতেও দেরি করিনি।

ঐ পোষ্টারের মালিক যে চেতনাধারীরা তা বুঝতে কারও অসুবিধে হওয়ার কথা নয়।কারন ৭১সনের কিছু বর্বরতার চিত্রও তুলে ধরা হয়েছে ঐ আবেদনপত্রে।

মূলত ক্রিকেটপ্রেমী আবাল শ্রেণীর কিছু দর্শকের উল্লসিত ছবি দিয়েই তৈরি করা হয়েছে ঐ পোষ্টারটি।সব ছবিই কিন্তু পাকি প্রেমী দর্শকদের !!!

চ্যাতনাধারীদের ★ড়িঝিঠাল ক্যামেরা★ কিন্তু অন্য কোন দেশের কুলাঙ্গার ক্রিকেটপ্রেমীদের উম্মাদনা ফ্রেমে বন্দী করতে পারেনি !!!

মনে হয় কানা ক্যামেরা !!!

তাদের এই উদ্যেগকে আমি স্বাগত জানাতে পারিনি কিংবা তাদের সাথে একমত পোষণকারীও হতে পারিনি বলে আমি লজ্জিত ও দুঃখিত।কারন আমি একজন সচেতন দেশপ্রেমিক বাংলাদেশী ক্রিকেটদর্শক হিসেবে পাকি-রেন্ডিয়া দু'দেশকেই সমর্থন করার কোন যৌক্তিকতা খুঁজে পাইনা।

আবার এমনও নয়যে ক্রিকেটমাঠে আমাকে অবশ্যই অবশ্যই রেন্ডিয়া অথবা পাকিদের সমর্থন করতেই হবে।

আমি আপনাদেের সবার কাছে এই আবেদনটি জানাই,আসুন আমরা সবাই রাজনৈতিক লেজুড়বৃত্তি ও ভিনদেশি অপশক্তির পদলেহনের এইসব অপসংস্কৃতি হতে বেরিয়ে এসে সত্যিকারের দেশপ্রেমে উদ্ভুদ্ধ হই।এবং দেশকে সত্যিকারের সোনার বাংলাদেশে রুপান্তরিত করার প্রচেষ্টায় আত্মনিয়োগ করি।।।

বিষয়: বিবিধ

১১২১ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195296
২০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২১ মার্চ ২০১৪ রাত ১২:৩৪
145750
বিদ্রোহী নজরুল লিখেছেন : আলহামদুলিল্লাহ।
আপনাকে অনেক ধন্যবাদ। Good Luck
195369
২০ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, ভাইয়া, দেশ প্রেম মানে কি একটু বলবেন কি?
২১ মার্চ ২০১৪ রাত ১২:৫০
145762
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমার চাইতে আপনি আরও বেশি জানেন ভাইয়া..!
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
195433
২০ মার্চ ২০১৪ রাত ০৯:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আর বলিয়েন না ভাই, চট্টগ্রাম এখন বিলবোর্ডের নগরী....দেশে আইস্সা মনে হয় আমাদের ভুইলা গেছেন?
২১ মার্চ ২০১৪ রাত ১২:৫৫
145765
বিদ্রোহী নজরুল লিখেছেন : জি ভাইয়া,সব আজাইরা বিলবোর্ড।
আপনি আমার প্রিয় কবি,
অন্তরে আকাঁ আছে আপনার ছবি
কি করে যে আমি আপনাকে ভুলি?

মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ।
২১ মার্চ ২০১৪ সকাল ০৯:২৪
145828
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : হায় হায় শেষ......
২১ মার্চ ২০১৪ দুপুর ০৩:১১
145920
বিদ্রোহী নজরুল লিখেছেন : আছেনতো ভালো বেশ!
আসবো কবে আপনার কাছে?
কাজ হবে কবে শেষ?
২২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
146420
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি নাকি আপনার প্রিয় কবি! এখন দেখি আমাকেই বলতে হবে আপনি আমার প্রিয় কবি। এতো ছন্দ কেমনে বাইর হয় ভাই?
195680
২১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩১
হতভাগা লিখেছেন : সংস্কৃতিতে বাংলাদেশীরা ভারতের দালাল আর ক্রিকেটে পাকিস্তানের দালাল ।
২২ মার্চ ২০১৪ রাত ০৯:২২
146470
বিদ্রোহী নজরুল লিখেছেন : যথার্থ বলেছেন ভাইয়া।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File