বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নিয়ে আমি গর্ববোধ করি, কারন আমি টাকার বিনিময়ে বিদেশে কামলা খাটি,আমি ফকিন্নির পুত।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১১ মার্চ, ২০১৪, ১০:৪৯:৫০ সকাল

গত ১নভেম্বর ২০১৩, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানে করে জেদ্দা, সৌদিআরব ফিরব।

আমাদের ফ্লাইট ছিল রাত ২২.০০ ঘটিকা। কিন্তু সময় পরিবর্তন করে আবার করা হল রাত ২.০০ ঘটিকা। দুইবার সময় পরিবর্তন করার পরেও বিমানের দেখা নেই।

পরিশেষে সাকাল ৭.০০ ঘটিকায় কাঙ্ক্ষিত বিমানের দেখা মিলল।

সারারাতের নির্ঘুম অপেক্ষা আর ক্ষুধার প্রচন্ডতা নিয়ে কোনমতে বিমানের আসন প্রহন করলাম। আর অপেক্ষার কষ্টময় প্রহর অতিবাহিত করে আকাশে উড়াল দিলাম।

"বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের " সিডিউল এবং যাত্রীসেবা নিয়ে প্রবাসীদের অভিযোগের অন্তনেই।

আমি কিন্তু তার ব্যাতিক্রম, আমি বিমানের একজন গর্বিত যাত্রী আমার সোনার বাংলার জাতীয় পতাকাবাহী বিমান আমার জাতীয়সত্বাকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয়।

আমার শরীরের রক্ত পানি করা বৈদেশিক মুদ্রা বিমান বাংলাদেশকে দিতে পেরে আমি আনন্দিত।

বিমানের আপ্যায়ন আর খাবারের মান পৃথিবীতে অদ্বিতীয়।

কেবিন ক্রুদের অমায়িক ব্যবহার আমায় মুগ্ধ করে।

এত কিছু কেন মনে করি জানেন?

কারন আমি আমার দেশকে প্রাণের ছেয়েও বেশি ভালবাসি।

দেশমাতৃকার টানে আমি গর্বে বুক ফুলাই;আমি দুর প্রবাসে টাকার বিনিময়ে কামলা খাটি,আমি ফকিন্নির পুত।



বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190342
১১ মার্চ ২০১৪ সকাল ১০:৫৫
হতভাগা লিখেছেন : বাংলাদেশ বিমানের লোগো কি পরিবর্তন করা হয়েছে ?
১১ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
141360
বিদ্রোহী নজরুল লিখেছেন : না ভাইয়া।আমি ভুল ছবি আপলোড করেছিলাম।
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
190346
১১ মার্চ ২০১৪ সকাল ১১:১০
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভালো লাগলো আপনার অনুভূতি।
আল্লাহর নিকট সব মানুষই ফকির।
১১ মার্চ ২০১৪ সকাল ১১:১৬
141361
বিদ্রোহী নজরুল লিখেছেন : আলহামদুলিল্লাহ।
আপনি ঠিক বলেছেন।
মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ।
190355
১১ মার্চ ২০১৪ সকাল ১১:২৪
বেআক্কেল লিখেছেন : বিমান বাংলাদেশ এয়ার লাইন নিয়ে পুরো জাতি 'গর্ভীত', আনন্দিত, পুলোকিত, শিহরিত ও ধর্ষিত। আমনে কুনটা হইলেন জানাইবেন।
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩১
141596
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমি গর্বিত এই জন্যই যে,বিমান আমাদের জাতীয় পতাকায় সুশোভিত।

আপনার সন্তান সন্ত্রাসী হলেও আপনাকে তার পক্ষেই কিন্তু সাফাই গাইতে হবে।
মনের অভিব্যক্তি প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ।
190372
১১ মার্চ ২০১৪ সকাল ১১:৪৪
সজল আহমেদ লিখেছেন : ভাই আপনার লেখার চেয়েও শিরোনামটা চমত্‍কার ছিলো!
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩২
141597
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমারও ঐটিই পছন্দনীয়।
আপনাকে আন্তরিক মোবারকবাদ।
Happy Happy
190376
১১ মার্চ ২০১৪ সকাল ১১:৪৮
দ্য স্লেভ লিখেছেন : সব ঠিক আছে মাগার লোগোর ওই পাখিটার লেজ কোনটা আর মুখ কোনটা ???
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩০
141595
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হাহাহহাTongue
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৫
141598
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমি নিজেও বুঝতেছিনা।
হাহাহা..!
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।Good Luck
190384
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:০৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি বিমানে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় চকলেট, সু্‌ইংগাম, জুস, ওয়াফার ইচ্ছামত খেতে পারি । আমার খুব ভাল লাগে ।
মুসল্লির দৌড় যেমন মসজিদ পর্যন্ত আমার দৌড়ও ঐ পর্যন্তই । দেশের বাইরে এখনও যাওয়া হয়নি ।
ওমরাতে যাবার জন্য একবার পাসপোর্ট দিয়েছিলাম, মরার বার্ডসফ্লো সেবার যেতে দেয়নি ।
ধন্যবাদ আপনাকে ।
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:১৫
141421
সিটিজি৪বিডি লিখেছেন : হাহাহা............
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৯
141604
বিদ্রোহী নজরুল লিখেছেন : হজ্জ অথবা উমরার ভিসার জন্য আরেকবার চেষ্টা করুন, সফল হতে পারবেন ইনশা আল্লাহ।
অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ। Happy
190422
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কামলা খাটেন তো ফকিন্নির পুত হইলেন কেমনে। কামলার উপার্জন তো হালাল। বরং ফকিন্নি হইল তারা যারা ১০০ কোটি টাকা চান্দা চায়। বিমান বাংলাদেশ আমার অভিজ্হতায় সবচেয়ে খারাপ এয়ারলাইন্স। কারন অব্যবস্থাপনা। তা না হলে বিমানের কর্মিরা যথেষ্ট প্রশিক্ষিত।
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
141760
বিদ্রোহী নজরুল লিখেছেন : সহমত..!
ধন্যবাদ।
190445
১১ মার্চ ২০১৪ দুপুর ০১:১৪
সিটিজি৪বিডি লিখেছেন : শুধুমাত্র ভাত খাওয়ার জন্য আমি বিমানে ভ্রমন করতাম। এখন আর করি না। ভাতও খাওয়া হয় না।.......
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩২
141763
বিদ্রোহী নজরুল লিখেছেন : অন্য বিমানে ভ্রমন করলে কিন্তু ভাত সাথে করে নিয়ে যাবেন।
অনেক ধন্যবাদ।
190618
১১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৩
141765
বিদ্রোহী নজরুল লিখেছেন : ধন্যবাদ Good Luck
১০
190743
১১ মার্চ ২০১৪ রাত ০৮:৩২
১১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৪
141768
বিদ্রোহী নজরুল লিখেছেন : আন্তরিক ধন্যবাদ।Love Struck
১১
190923
১২ মার্চ ২০১৪ রাত ১২:১৮
বাজলবী লিখেছেন : জমিদারের পোলা অবার ফকিন্নির পুত হয় কেমনে? হাসাইলেন। হা হা.............
১২ মার্চ ২০১৪ সকাল ০৭:২৪
141965
বিদ্রোহী নজরুল লিখেছেন : না ভাই আমি ফকিন্নির পুত হয়েই বেঁচে থাকতে চাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ। Good Luck Good Luck
১২
191503
১৩ মার্চ ২০১৪ রাত ০৪:১৩
ভিশু লিখেছেন : 'বিমান - আকাশে বাংলার নসিমন'
লুটেরাদের হাতে দেশ পড়ে থাকলে এর চেয়ে আর কি আশা করা যায়!
১৪ মার্চ ২০১৪ সকাল ০৬:২৮
142931
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনার যুক্তিও সঠিক। না মেনে পারলামনা
আসলে যারা জনগণের ভোটের তোয়াক্কা করেনা তাদের আবার দেশ প্রেম আসবে কোথা হতে.?
লুট-পাট করার জন্যইতো আবারও বাটপারি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।
মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ।
১৩
191562
১৩ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৩
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আপনার শিরোনামের সাথে লেখা তেমন মিল নেই @@ ফকিন্নির পুত!!!
ভাই প্লিজ মাইন্ড খাঈয়েণ্ণা। আমী এঈ শব্দটা দেখে পডলাম।
তবে আপণার দেশ প্রেম ভালো লাগছে-
চুক চুক
১৪ মার্চ ২০১৪ সকাল ০৬:৩৬
142932
বিদ্রোহী নজরুল লিখেছেন : আসলে দেশের মানুষেরা প্রবাসীদরকে কামলাই মনে করে। তাই আমি নিজেকে কামলা মনে করেই গর্ববোধ করি।

না না ভাই মাইন্ড করার কি আছে? আমি এখানে কিছু শিখতে এসেছি।
মন্তব্যের জন্য মোবারকবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File