বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নিয়ে আমি গর্ববোধ করি, কারন আমি টাকার বিনিময়ে বিদেশে কামলা খাটি,আমি ফকিন্নির পুত।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ১১ মার্চ, ২০১৪, ১০:৪৯:৫০ সকাল
গত ১নভেম্বর ২০১৩, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ বিমানে করে জেদ্দা, সৌদিআরব ফিরব।
আমাদের ফ্লাইট ছিল রাত ২২.০০ ঘটিকা। কিন্তু সময় পরিবর্তন করে আবার করা হল রাত ২.০০ ঘটিকা। দুইবার সময় পরিবর্তন করার পরেও বিমানের দেখা নেই।
পরিশেষে সাকাল ৭.০০ ঘটিকায় কাঙ্ক্ষিত বিমানের দেখা মিলল।
সারারাতের নির্ঘুম অপেক্ষা আর ক্ষুধার প্রচন্ডতা নিয়ে কোনমতে বিমানের আসন প্রহন করলাম। আর অপেক্ষার কষ্টময় প্রহর অতিবাহিত করে আকাশে উড়াল দিলাম।
"বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের " সিডিউল এবং যাত্রীসেবা নিয়ে প্রবাসীদের অভিযোগের অন্তনেই।
আমি কিন্তু তার ব্যাতিক্রম, আমি বিমানের একজন গর্বিত যাত্রী আমার সোনার বাংলার জাতীয় পতাকাবাহী বিমান আমার জাতীয়সত্বাকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয়।
আমার শরীরের রক্ত পানি করা বৈদেশিক মুদ্রা বিমান বাংলাদেশকে দিতে পেরে আমি আনন্দিত।
বিমানের আপ্যায়ন আর খাবারের মান পৃথিবীতে অদ্বিতীয়।
কেবিন ক্রুদের অমায়িক ব্যবহার আমায় মুগ্ধ করে।
এত কিছু কেন মনে করি জানেন?
কারন আমি আমার দেশকে প্রাণের ছেয়েও বেশি ভালবাসি।
দেশমাতৃকার টানে আমি গর্বে বুক ফুলাই;আমি দুর প্রবাসে টাকার বিনিময়ে কামলা খাটি,আমি ফকিন্নির পুত।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
আল্লাহর নিকট সব মানুষই ফকির।
আপনি ঠিক বলেছেন।
মন্তব্যের জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ।
আপনার সন্তান সন্ত্রাসী হলেও আপনাকে তার পক্ষেই কিন্তু সাফাই গাইতে হবে।
মনের অভিব্যক্তি প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ।
আপনাকে আন্তরিক মোবারকবাদ।
হাহাহা..!
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।
মুসল্লির দৌড় যেমন মসজিদ পর্যন্ত আমার দৌড়ও ঐ পর্যন্তই । দেশের বাইরে এখনও যাওয়া হয়নি ।
ওমরাতে যাবার জন্য একবার পাসপোর্ট দিয়েছিলাম, মরার বার্ডসফ্লো সেবার যেতে দেয়নি ।
ধন্যবাদ আপনাকে ।
অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ।
ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
লুটেরাদের হাতে দেশ পড়ে থাকলে এর চেয়ে আর কি আশা করা যায়!
আসলে যারা জনগণের ভোটের তোয়াক্কা করেনা তাদের আবার দেশ প্রেম আসবে কোথা হতে.?
লুট-পাট করার জন্যইতো আবারও বাটপারি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে।
মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ।
ভাই প্লিজ মাইন্ড খাঈয়েণ্ণা। আমী এঈ শব্দটা দেখে পডলাম।
তবে আপণার দেশ প্রেম ভালো লাগছে-
চুক চুক
না না ভাই মাইন্ড করার কি আছে? আমি এখানে কিছু শিখতে এসেছি।
মন্তব্যের জন্য মোবারকবাদ।
মন্তব্য করতে লগইন করুন