★ সিবিএফ কেন্দ্রিয় আহবায়ক কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা ★
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৯ মার্চ, ২০১৪, ১০:২৪:২৪ রাত
চট্টগ্রামের সাতকানিয়ার কৃতি সন্তান বিশিষ্টি ব্যবসায়ী, মুরুব্বী ব্লগার ও জনপ্রিয় অনলাইন এক্টিভিষ্ট এবং সফল সংগঠক
** ব্লগার চাঁটিগা থেকে বাহার ** ভাই ব্লগারদের সংগঠন, কমিউনিটি ব্লগার ফোরাম (সিবিএফ) এর কেন্দ্রিয় আহবায়ক কমিটির
আহবায়ক নির্বাচিত হওয়ায় তাঁকে এবং কমিটির সদস্য সচিব **ব্লগার ডিজিটাল প্রেসিডেন্ট** সহ সবাইকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
সিবিএফ এর কেন্দ্রীয় আহবায়ক কমিটিঃ
আহবায়কঃ ব্লগার চাটিগাঁ থেকে বাহার
সিনিয়র যুগ্ম আহবায়কঃ
ব্লগার মাই নেম ইজ খান,
ব্লগার এমএম ওবায়দুর রহমান,
ব্লগার হাসনাইন ইকবাল।
যুগ্ম আহবায়কঃ
ব্লগার বাক প্রবাস,
ব্লগার আজব মানুষ,
ব্লগার নেহায়েৎ,
ব্লগার আবু জারীর,
ব্লগার সাইফ মাহদী,
ব্লগার রসিক হাজারী,
ব্লগার আবু আশফাক,
ব্লগার লোকমান বিন ইউসুফ।
সদস্য সচিবঃ
ব্লগার ডিজিটাল প্রেসিডেন্ট।
যুগ্ম সদস্য সচিবঃ
ব্লগার আয়না শাহ (রেজাউল করিম), ,
ব্লগার আফসানা জেরীন খান অ্যানী,
ব্লগার মেরাজ,
ব্লগার আহমেদ তানভীর,
ব্লগার ইমন ফয়সাল,
ব্লগার সিটিজি৪বিডি,
ব্লগার চেয়ারম্যান,
ব্লগার শিয়াল পন্ডিত,
ব্লগার নূর নবী।
সদস্যঃ
ব্লগার শরফুদ্দীন আহমদ লিংকন,
ব্লগার ইমরুল কায়েস পরাগ,
ব্লগার ইকু ইকবাল,
ব্লগার আহমদ মূসা,
ব্লগার বাংলার দামাল সন্তান,
ব্লগার অজানা পথিক,
ব্লগার তুহিন হাসান,
ব্লগার মুজতাহিদ বাপ্পী,
ব্লগার রিদওয়ান কবির সবুজ,
ব্লগার ফেলানীর ছোট ভাই,
ব্লগার হাসানুল বান্না,
ব্লগার আধা শিক্ষিত মানুষ,
ব্লগার ওসমান গনি,
ব্লগার প্রবাসী আবদুল্লাহ শাহীন।
বিষয়: বিবিধ
১৪৮১ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমন আছেন ? সেই যে দেখা দিয়ে গেলেন এর পর অসুস্থ ছিলেন, তারপর থেকেই আপনার নং হারিয়ে ফেলেছি বলে যোগাযোগ করতে পারিনি । ফেসবুকে ও অনেক খুজেছি । এখন আপনাকে আবারো ব্লগে দেখে অনেক ভাল লাগতেছে । আশা করি নিয়মিত থাকবেন ।
আপনি তখন অনেক কষ্ট করেছিলেন আমাদের জন্য ।
নাম্বার দিলাম-০১৮১৭১১৭৯২৯
আমাদের বই ‘স্বপ্ন দিয়ে বোনা’ যখনই বের হতে যাচ্ছিল তখই আমরা মরুঝড়ের কবলে পড়েছিলাম ।
এই অনাকাঙ্খিত ভুলের জন্য আন্তরিক ভাবে দুঃখিত।এবং ক্ষমা প্রার্থনা করছি।
বাহার ভাই এগিয়ে চলো
মিষ্টির পেকেট জলদি খুলো।
যদি খেতে না পায় মিষ্টি
করবো গ্যাঞ্জাম সৃষ্টি।
/blog/bloggeruploadedimage/rashic/1394384774.jpg[/img]
"ফুলকলির"মিষ্টি চাই।
আমার ব্লগ বাড়ীতে বেড়াতেে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। ) ) )
আম্নে ছবিগুলান কোথ্থেকে চুরি কর্লেন খোলাসা কইরা কন।
নবঘোষিত কমিটিকে অভিনন্দন।
ছবিগুলো সুইস ব্যাংকা এর লকার থেকে চুরি করেছি।
ধন্যবাদ।
ইনশা আল্লাহ।
ভাই আপনার কাছে একটি সত্য কথা জানতে চাচ্ছি- ফেসবুকে সুমাইয়া নজরুল কি আপনার আইডি ছিলো? যা মেয়ে থেকে এখন ছেলেতে রূপ নিয়েছে? আশা করি জানাবেন।
জি ঐ আইডিটা আমার হবু বউয়ের নামেই চালাতাম। নামের পাশে অবশ্যই ★ছদ্মনাম★ লিখা ছিল...
মন্তব্য করতে লগইন করুন