★ জান্নাতের পথে আহবান ★

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৯ মার্চ, ২০১৪, ০৬:১০:৩২ সকাল

নিভাতে চায় যারা দ্বীনের সমুজ্জ্বল দীপবর্তিকা,

প্রভু তুমি ধ্বংস করে দাও তাদের যত অহমিকা।

হক্ক আর বাতিলের অনিবার্য সংঘাত

মানবতা করে আজ হাহাকার-আর্তনাদ।

আল্লাহর পথের পথিক হয়েছেন যারা

ভয় নেই তাদের,হলেও সর্বহারা।

আমাদের জান-মাল দিয়েছি তো বিকিয়ে

জান্নাতুল ফিরদাউস এর বিনিময়ে।

মু'মিনের কষ্টার্জিত পূণ্য হবে যে সাথী,

আঁধার পুলসিরাতে হয়ে আলোক বাতি।

যারা হবে আজ হেরার পথের যাত্রী

তারাইতো পাবেন শেষ বিচারে মুক্তি।

কে আছ আজ হবে সত্যের সঙ্গী

আল্লাহর পথে দেবে রক্তিম পথ পাড়ি?

করি আহবান, হও আগোয়ান

বাতিলের সাথে চল জিহাদে লড়ি।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189204
০৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম চমৎকার পোস্ট, জাজাকাল্লাহুল খাইরান
189213
০৯ মার্চ ২০১৪ সকাল ১০:০১
বিদ্রোহী নজরুল লিখেছেন : ওয়ালাইকুমুস্সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু।
শোকরান জাজিরান।
Thumbs Up Thumbs Up Thumbs Up
189245
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:১২
সজল আহমেদ লিখেছেন : আল্লাহর পথে শহীদ হয়েছেন যারা,
ভয় নেই তাদের হলেও সর্বহারা।
একটু প্যাঁচ আছে,যারা আল্লাহর পথে শহীদ হয় তারা ভয় পাবে কিভাবে?তারা তো সর্বহারা কিভাবে হবে তারাতো শহীদই হয়েছে!
০৯ মার্চ ২০১৪ রাত ১০:১২
140666
বিদ্রোহী নজরুল লিখেছেন : "আল্লাহর পথের পথিক হয়েছেন যারা
ভয় নেই তাদের,হলেও সর্বহারা"
আমার কথাটি এইরকম নয়কি?
কবিতাপাঠ করে সত্যকে উপলব্দি করার প্রচেষ্টাকে স্বাগত জানাই।
আশা করি পথচলায় সাথে পাব।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।Good Luck Good Luck
189251
০৯ মার্চ ২০১৪ সকাল ১১:২২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো, সুন্দর বলেছেন। মনে হয় আগে পড়েছিলাম!
০৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৬
140555
বিদ্রোহী নজরুল লিখেছেন : বিশিষ্ট কবিকে আমার লিখায় মন্তব্য করেছেন দেখে ্ আমি সত্যিই গর্বিত।
জি আমারও তাই মনে হয়।
০৯ মার্চ ২০১৪ রাত ১১:১৪
140708
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি আবার বিশিষ্ট কবি হলাম কখন থেকে?
১০ মার্চ ২০১৪ রাত ০১:১৬
140757
বিদ্রোহী নজরুল লিখেছেন : অনেক আগে থেকেই।Winking) Winking) Winking)
১০ মার্চ ২০১৪ সকাল ১০:১১
140825
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমাকে যদি এমন বিশেষণ দেন, বিশিষ্ট কবিরা লজ্জা পাবে...এ এটা অপাত্রে ঘি ঢালার মত হয়ে যাবে...
189440
০৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ মার্চ ২০১৪ রাত ১০:০৬
140661
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনার ভাল লেগেছে জেনে আমি আনন্দিত।Happy Happy
আশা করি পাশে পাব।
190528
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
ভিশু লিখেছেন : Praying Praying Praying
Happy Happy Happy
Good Luck Good Luck Good Luck
Day Dreaming Day Dreaming Day Dreaming
১১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৩
141567
বিদ্রোহী নজরুল লিখেছেন : আপনাকে আন্তরিক মোবারকবাদ। Good Luck Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File