★ জান্নাতের পথে আহবান ★
লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৯ মার্চ, ২০১৪, ০৬:১০:৩২ সকাল
নিভাতে চায় যারা দ্বীনের সমুজ্জ্বল দীপবর্তিকা,
প্রভু তুমি ধ্বংস করে দাও তাদের যত অহমিকা।
হক্ক আর বাতিলের অনিবার্য সংঘাত
মানবতা করে আজ হাহাকার-আর্তনাদ।
আল্লাহর পথের পথিক হয়েছেন যারা
ভয় নেই তাদের,হলেও সর্বহারা।
আমাদের জান-মাল দিয়েছি তো বিকিয়ে
জান্নাতুল ফিরদাউস এর বিনিময়ে।
মু'মিনের কষ্টার্জিত পূণ্য হবে যে সাথী,
আঁধার পুলসিরাতে হয়ে আলোক বাতি।
যারা হবে আজ হেরার পথের যাত্রী
তারাইতো পাবেন শেষ বিচারে মুক্তি।
কে আছ আজ হবে সত্যের সঙ্গী
আল্লাহর পথে দেবে রক্তিম পথ পাড়ি?
করি আহবান, হও আগোয়ান
বাতিলের সাথে চল জিহাদে লড়ি।
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শোকরান জাজিরান।
ভয় নেই তাদের হলেও সর্বহারা।
একটু প্যাঁচ আছে,যারা আল্লাহর পথে শহীদ হয় তারা ভয় পাবে কিভাবে?তারা তো সর্বহারা কিভাবে হবে তারাতো শহীদই হয়েছে!
ভয় নেই তাদের,হলেও সর্বহারা"
আমার কথাটি এইরকম নয়কি?
কবিতাপাঠ করে সত্যকে উপলব্দি করার প্রচেষ্টাকে স্বাগত জানাই।
আশা করি পথচলায় সাথে পাব।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
জি আমারও তাই মনে হয়।
আশা করি পাশে পাব।
মন্তব্য করতে লগইন করুন