★নারী দিবসের আহবান★ **সৎ হও নারী মান ইসলাম,দ্বীন ই একমাত্র সমাধান**

লিখেছেন লিখেছেন বিদ্রোহী নজরুল ০৮ মার্চ, ২০১৪, ০৮:১১:২১ রাত

★নারী দিবসের আহবান★

**সৎ হও নারী মান ইসলাম,দ্বীন ই একমাত্র সমাধান**

এই পৃথিবীর সবছেয়ে লোভনীয় বস্তু হচ্ছে সুন্দরী রমনী। রাস্তার পাগল থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত এই নারীকুলের সুন্দরতম অবয়বের কাছে পরাজিত।

কিন্তু এই ধরার বুকে এমন কিৃছু তাকওয়াবান আল্লাহ ভীরু ও সৎ মানুষ রয়েছেন,যাদের কাছে নারী দেহের অতি লোভনীয় ও সৌন্দর্যমন্ডিত শরীর কিছুইনা।

দৈহিক রুপ-লাবন্য ও বাহ্যিক চাকচিক্যের মোহ কখনোই তাদেরকে আবিষ্ট করতে পারেনা ।আত্মিক পরিশুদ্ধতা এবং চারিত্রিক মাধুর্যমন্ডিত আদর্শবান যুবতীরাই তাদেরকে বেশি আকৃষ্ঠ করতে পারেন।কেননা তারা জানেন এবং মানেন,নেককার স্ত্রীরাই হচ্ছেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ।

আল্লাহ আমাদের সবাইকে সৎ ও তাকওয়াবান মানুষদের কাতারে শামিল করে দিন।

....আমিন।



বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189062
০৮ মার্চ ২০১৪ রাত ০৯:২৯
ফেরারী মন লিখেছেন : আমারও চাওয়া এইটাই
189160
০৯ মার্চ ২০১৪ রাত ০৪:১৬
বিদ্রোহী নজরুল লিখেছেন : আমি আপনি সবাই যদি প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু অনেকাংশেই নারীর পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া অনেকাংশৈ সহজ।
মন্তব্যের জন্য আন্তরিক মোবারকবাদ। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File