মুসলিম নিধনে সৌদী সরকারের ভূমিকা- পর্ব-০২

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ২৪ আগস্ট, ২০১৪, ০১:৩৪:৫৭ দুপুর

সৌদী আরবে রাসুল (সাঃ) এর জন্ম,পবিত্র কাবা শরীফ,রাসুল (সাঃ) এর রওজা মোবারক থাকায় আরবরা তাদেরকে ইসলামের ইজারাদার বানিয়ে নিয়েছে।

আরবরা ইসলামের মৌলিক সীমারেখাকে লঙ্গন করে চলেছে।মৌলিক কয়েকটা ফরজ কাজ ব্যতীত বাকী ফরজগুলোকে নিজেদের জন্য হারাম বানিয়ে নিয়েছে।

আরব সেনাবাহিনী ছিলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী।যারা পরাজয় নামক শব্দটি ভালোভাবে জানতোনা।কিন্তু আজ আরবী বাহিনী বলতে কিছুই নেই।

আজ আরব উপকূল ও পবিত্র কাবা শরীফের নিয়ন্ত্রণ খ্রিস্টানদের হাতে।

যে আরবরা শৌর্যবীর্যে ছিলো পৃথিবীতে অদ্বিতীয়,আজ তারা শুধু সাধারন সৈনিক।সেনাবাহিনী না থাকলে অর্থের সংকুলান হবে বলে বুঝিয়ে আমেরিকা সৌদি সেনাবাহিনী বাদ করে দিয়ে তাদের নিজস্ব অর্থায়নে খ্রিস্টান সেনাবাহিনী সৌদী সরকারকে নিরাপত্তা দিচ্ছে।

তেল বিক্রির বিলিয়ন বিলিয়ন ডলার,হজ্ব উপলক্ষে কোটি কোটি ডলার আয় করে যাচ্ছে সৌদী সরকার।কিন্তু এর সিংহভাগই চলে যায় অমুসলিমদের হাতে।তারা গড়ে তুলতেছে তাদের অর্থভান্ডার,অস্ত্রভান্ডার।যেগুলো ব্যবহূত হচ্ছে অন্য দেশের মুসলিমদের বিরুদ্ধে।

কিন্তু সৌদী সরকার এই অর্থকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব সমৃদ্ধি বৃদ্ধি করতে পুরোপুরি ব্যর্থ।।

চলবে......

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257722
২৪ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪৬
কাহাফ লিখেছেন : তাই তো চলছে.........।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৯
202626
বদর বিন মুগীরা লিখেছেন : হু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File