মুসলিম নিধনে সৌদী সরকারের ভূমিকা। পর্ব-০১

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১৭ জুলাই, ২০১৪, ০৩:৪৫:৫১ দুপুর

ছোটসময় থেকেই ইসলামী ভাবধারায় বড় হওয়ায় সবসময় সৌদী আরবের প্রতি অন্যরকম সহানুভূতি কাজ করত।কাবা শরীফ,মসজিদে নববী,হেরা গুহা,রাসুল (সাঃ) এর রওজা মোবারক এই বিষয়গুলো বার বার আমার অবচেতন মনকে টানতো।

তখন মুসলমানদের টিকে থাকার প্রধান কারন ভাবতাম সৌদী আরবকে।বিশ্বের মুসলিম এনজিওগুলো পরিচালিত হয় সৌদী আরব থেকে।ইসলামী আদর্শ ধরে রাখার জন্য সৌদী সরকারের অবদান অনেক বেশী।

জামায়াত নেতৃবৃন্দ যখন গ্রেফতার হয়,তখন মনে করেছিলাম,সৌদী সরকার ইসলামী নেতৃবৃন্দকে ধরে রাখার বিরোধিতা করবে।অনেক দায়িত্বশীল ভাইদের বলতাম-ভাই,আওয়ামীলীগ চাইলেই তো আর সবকিছু হবেনা।অনেক মুসলিম দেশ আমাদের পক্ষে থাকবে।তারা বাংলাদেশের পক্ষে থাকবে।

তারা বলতেন-বিপদের সময় কেউ কারো পাশে থাকেনা।

কিন্তু সময়ের সাথে সাথে আমার অসংখ্য স্বপ্ন ভেঙ্গে যেতে থাকে।

২০১২ তে যখন ইখওয়ানুল মুসলিমীন মিসরের ক্ষমতায় আসলো,তখন আনন্দ লুকিয়ে রাখতে পারিনি।মুরসীর রাজনৈতিক কর্মকান্ড,রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে খোজখবর রাখতাম।কিন্তু ২০১৩ তেই যখন মুরসীর পতনে সৌদী সরকার পরোক্ষ ভূমিকা রাখলো,তখন বুঝলাম-আমি চোরাবালিতে বসে আছি।

শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির রায় দিলো।জাতিসংগ ফাঁসি দিতে নিষেধ করলো,যুক্তরাষ্ট্রসহ আরো অনেক দেশ ফাঁসির রায়ের বিরোধিতা করলো।কিন্তু সৌদী সরকার ছিলো অস্বাভাবিকভাবে নিরব।

এই বছরের শুরুতে সৌদী আরবে অবস্হানরত ইলসামী আন্দোলনের কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম।ইসলামী আন্দোলনের ভাইয়েরা যে সৌদী সরকারের দ্বারা চরম জুলুম-নির্যাতনের শিকার,সেটিও বুঝতে পারলাম।

বর্তমানে ফিলিস্তিনি মুসলিম ভাইদের হত্যার পিছনে সৌদী সরকার পরোক্ষভাবে ভূমিকা রাখছে।ইসরাঈল,যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ইন্ধন যোগাচ্ছে।একেকটা মুসলিম ভাই হত্যার সাথে সাথে সৌদী সরকার আনন্দে লাফিয়ে উঠছে।

সালাহউদ্দীন আইয়ুবীর একটা কথাই বারবার মনে পড়ছে-আমি ইসলামের দুশমনদের দ্বারা যতটা বাঁধাপ্রাপ্ত হয়েছি,তার চেয়ে বেশী বাঁধাপ্রাপ্ত হয়েছি ইসলামের গাদ্দারদের দ্বারা।

সৌদী আরবের মত ইসলামের গাদ্দাররা মুসলিম জাতির আজ এই করুন অবস্হা।

আল্লাহ!ইসলামের গাদ্দারদের হাত থেকে তোমার প্রিয় নবীর উম্মতদের রক্ষা করো।

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245486
১৭ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩২
লাল সবুজ লিখেছেন : বন্ধু কি লিখিবো আর
খোবের আগুনে আমার, কলিজা আংগার।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৭
202645
বদর বিন মুগীরা লিখেছেন : আল্লাহ আমাকে যতটুকু করার সাধ্য দিয়েছেন,আমি ততটুকুই করার চেষ্টা করবো।
245501
১৭ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
সাদাচোখে লিখেছেন : সৌদী সরকার সম্পর্কে আপনি যত জানবেন - বাধ্য হবেন - তত বেশী ঘৃনা করতে।

ইউ কে আর্কাইভ হতে পাওয়া তথ্যানুযায়ী - মাসে মাত্র ৫০০০ পাউন্ড ব্যায়ে বর্তমান মোনার্কি তথা সৌদ ফ্যামিলিকে প্রথম বিশ্বযুদ্ধের প্রায় শেষ দিকে বৃটেন কিনে নিয়েছিল এবং নিজের ইচ্ছামত মুসলিম সম্পদ ও জীবন নিয়ন্ত্রণ করতে ব্যবহার করতে শুরু করে। এই ফ্যামিলির মাধ্যমে মুসলিমদের 'খেলাফত' (আল্লাহর আইনের মাধ্যমে শাসন) ধ্বংশ পূর্ন করা হয় এবং যাতে খেলাফত কিংবা আল্লাহর শাসন যাতে আর কখনো কোন মুসলিম ভূখন্ডে না আনা যায় তা নিশ্চিত করা হয় - (কাউন্টার কায়রো কনফারেন্স দ্রষ্টব্য)।

দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে আমেরিকা বৃটেন হতে সৌদী মোনার্কির বন্ধক পত্র কিনে নেয় এবং সে থেকে সৌদী মোনার্কি আমেরিকার প্রক্সি হিসাবে মুসলিম বিশ্বে আমেরিকার স্বার্থ রক্ষা করে চলে। আর একই সময়ে আমেরিকা মুসলিম সম্পদ তথা মিডল ইস্টের তেল গ্যাস ইত্যাদি সম্পদ যেমন নিয়ে যেতে থাকে এবং তার বিনিময়ে ১৯৭৩ সাল হতে (বোগাস তথা ১০০% ভূয়া ডলার - যার কোন ট্রু ভ্যালু নেই) দিতে থাকে এবং সেই বোগাস ডলার এর মূল্যমান নিয়ন্ত্রনের জন্য সৌদি আরবকে দিয়ে ওপেক কে বাধ্য করে।

সেপ্টেম্বর ১১ এর পর সৌদী মোনার্কের মেজরিটি শেয়ার এখন ইসরাইল ঔন করছে, আর সৌদী মোনার্ক বাধ্য ইসরাইলের ডিকটেশান অনুযায়ী কাজ করতে। স্বভাবতঃই তাই আপনি আর কোন দিন পাবেন না - যখন সৌদী কোন এ্যাকশানকে আপনি সততার সাথে যৌক্তিক আচরন বলতে।

উপরের কথাগুলো বলার জন্য আপনাকে অনেক গুলো বিষয় পড়তে ও শুনতে হবে। আপনি শুরু করতে পারেন মডারেট ওয়ান দিয়েঃ

Click this link

স্পষ্টভাষায় জানতে
http://www.youtube.com/watch?v=g1zsBhtOfnE

পড়তে পারেন
ইমরান হোসেন এর লিখা - The Caliphate, The Hijaz and the Saudi Wahabi Nation State

এরপর আপনি অনলাইনে বৃটিশ আর্কাইভ হতে অনেক তথ্য পাবেন - যদি আরো ফ্যাক্টস ও ফিগার চান।

ধন্যবাদ।

২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৮
202648
বদর বিন মুগীরা লিখেছেন : অন্যান্য মুসলিম দেশগুলো অসহায়
245522
১৭ জুলাই ২০১৪ রাত ০৮:২০
আনোয়ার আলী লিখেছেন : সৌদির জুব্বাওলা আব্দুল্লাহ বাদশা চরম মুনাফিক এবং গাদ্দার। পুরা সৌদ পরিবারই মুসলমানদের সাথে গাদ্দারীতে লিপ্ত। তারা ইসলামকে ব্যবহার করছে রাষ্ট্র নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে। ইহুদী-মার্কিনীদের পদলেহন করেই এরা ক্ষমতায় টিকে আছে। গাজার লোকেরা হামাসকে ভোট দেয়ার কারনে সৌদির শাসকেরা ইসরাইলী হামলাকে নীরবে সমর্থন করে যাচ্ছে। কেননা, হামাস, ব্রাদারহুড ও যে কোন ইসলামী আন্দোলন সৌদি শাসকদের অপছন্দ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৯
202651
বদর বিন মুগীরা লিখেছেন : ইসলামী আন্দোলন থাকলে রাজতন্ত্র থাকবেনা,এটাই ওদের মর্মপীড়ার কারণ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File