আওয়ামী মানবতা!

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১৭ জুন, ২০১৪, ১২:৪০:৫৫ রাত



পুলিশ রাসেল নামক শিবির সন্ত্রাসীকে আহত অবস্হায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে।



সন্ত্রাসীদের জন্য কোন মানবতা নাই।



বেটা,ঘুমিয়ে থাক।জেলে গিয়ে ঘুম থেকে উঠবি।

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235637
১৭ জুন ২০১৪ রাত ০১:৫৭
প্রবাসী মজুমদার লিখেছেন : এটা পুলিশ না জানোয়ার। আজ যদি আর একটি ১৫ইআগষ্ট হয় আশ্চর্য হবার কিছু নেই। জাতি খুশী হবে। কারন এক হাসিনার ক্ষমতার জন্য লর্ক্ষ লোক জান দিতে পারেনা। মানুষ হাসিনার এ খোলা জেল থেকে মুক্তি চায়। আওয়ামী কিলিং স্কোয়ার্ড র্যাব থেকে মুক্তি চায়।
235643
১৭ জুন ২০১৪ রাত ০২:৪১
প্রবাসী মজুমদার লিখেছেন : আজ যদি ধারালো অস্ত্রাঘাতে কারো গর্দানকে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে দেয়া হয়,
আমি আশ্চর্য হবোনা। কারণ,
এটি তোমাদেরই নেতৃত্বে পরিচালিত সন্ত্রাসের কারখানায় শেখানো অনুশীলনের প্রতিচ্ছবি।

আজ যদি কোন নেতাকে হত্যা করে চব্বিশটা ইট বেধে গভীর সমুদ্রে ফেলে দেয়,
আমি বিস্মিত হবোনা। কারন
এটি তোমাদের দলীয় ক্যাডারদের দ্বারা তৈরী করা কিলিং স্কোয়ার্ড আমাকে শিখিয়েছে।

আজ যদি তোমাদের কোন মিথ্যুক দেশ প্রেমিক নেতাকে প্রকাশ্য দিবালোকে কেউ গুলি করে জ্যান্ত আগুনে পৃড়িয়ে দেয়,
আমি আশ্চর্য হবোনা। কারণ,
তোমাদের দলীয় সন্ত্রাসীদের অন্তকোন্দলে জ্যান্ত জন প্রতিনিধিকে পোড়ানোর পরও
আপনজনের আর্তনাদে তোমাদের নেতার কাছে বিচার পায়নি।

আজ যদি তোমাদের নোংরা রাজনীতির কোন জনপ্রিয় গড ফাদারকে কেউ ঘুম করে ফেলে,
অামি সামান্যতম বিচলিত হবোনা। কারন,
হাজারো ঘূম খূনে তোমাদের নির্বাকতা আমাকে বাকহীন করেছে।

যদি কোন শোকাহত মা তার মৃত সন্তানের বুকের উপর পড়ে আর্তনাদ করে,
আমি পাথর চোখে দেখে হাসব। কারণ,
রাজধানীর রাজপথে জ্যান্ত মানুষের উপর তোমাদের
লগি বৈঠা ধারীদের নৃত্যু দেখে আমি বড় পাষন্ড হয়ে গিয়েছি।

তোমাদের দেশ প্রেমহীন, হিংসাত্মক নোংরা রাজনীতি আর হাজারো বিচার বহিভূর্ত হত্যাকান্ডের ব্যার্থ প্রতিবাদে আমি এখন হৃদয়হীন এক মিছে দেশ প্রেমিক। আমার জন্য পুরো দেশটাই এখন এক জেলখানা। সেই চার দেয়ালের খোলা জেল খানায় বন্দী কয়েদিদের বেচে থাকার স্বপ্নকে গলা টিপে হত্যা করা তোমাদের অন্ধ সমর্থক আমি এখন মানসিকভাবে বিকৃত কান্ডজ্ঞানহীন নেতার একনিষ্ঠ কর্মী।
235646
১৭ জুন ২০১৪ রাত ০৩:০০
সাদাচোখে লিখেছেন : ওহ আল্লাহ, আমরা নিশ্চয়ই বড় গোনাহগার ও বড়ই অকৃতজ্ঞ বান্দা। আমরা আপনার ওয়ার্নিং মানছি না, আপনার কোরআনকে আমরা আর দশটা বইয়ের লেভেলে নামিয়ে এনেছি, আপনার ধমককে আমরা মামুলী বলে উড়িয়ে দিয়েছি। আপনার নির্দেশকে সরাসরি উপেক্ষা করে, নিজেদের জানা শোনা ও বোঝাকে সঠিক মনে করে সরাসরি কুফরীর ন্যায় পৃথিবীর নিকৃষ্টতম মহিলাদেরকে নিজেদের শাসক বানিয়েছি, মনিব বানিয়েছি, তাদের আইন কানুনকে আপনার আইন কানুনের উর্দ্ধে স্থান দিয়েছি। আপনার কোরআনকে বাদ দিয়ে তাদের সংবিধানকে পবিত্র বলে তাঁর স্বরে চেছিয়েছি।
স্বভাবতঃই আমরা আজ আপনার গজব দেখছি আমাদের উপর আস্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আমরা দেখছি ন্যায় নিষ্ঠ মানুষকে আজ ফাঁসির কাষ্ঠে ঝুলতে, আদর্শ মানুষদের জেলে এ পচঁতে, মানুষের ভাই গুম হতে, বোন ধর্ষিতা হতে, দিনে দুপুরে রাষ্ট্রকে দেখছি টাকার বিনিময়ে খুন করতে, অপরাধীকে পারিবারিক বন্ধন দিতে, আর এখন দেখছি হিংস্র হায়েনার ন্যায় মানুষের শরীর কে ক্ষতবিক্ষত করতে।

ওহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে গাইড করুন আমাদেরকে শক্তি ও সাহস দিন এই সব নরখাদক রূপী হিংস্র আজকের আবু লাহাব ও তার পত্নীতুল্য বিকৃত রুচী ঘাতক এই সব মহিলা হতে মুসলমানদের জান মাল রক্ষার।

আল্লাহ আমাদের সহায় হোন আমাদের কে সত্য ও সঠিক পথে পরিচালিত করুন। আমীন।
235658
১৭ জুন ২০১৪ রাত ০৪:৫০
দুর দিগন্তে লিখেছেন : নাহ, কষ্ট পাইনি, আমি জানি,
এ পথ এমনই ? কুসুমাস্তীর্ণ নয়, কন্টোকাকীর্ণ !
যা প্রত্যাশিত, তাতে কষ্ট কিসের ? দুঃখই বা কেনো ?
নিজেকে এপথে বিলিয়ে দিতেই, একাফেলার হাঁটাচলা । ।
235666
১৭ জুন ২০১৪ সকাল ০৭:০৪
দ্য স্লেভ লিখেছেন : একজন চরম যালিমও যদি এভাবে আহত হয়,তাকে আগে চিকিৎস্যার ব্যবস্থা করা জরুরী। কিন্তু চিত্রে যা দেখলাম তাতে মনে হচ্ছে পুলিশকে অমানুষ বানানো হয়েছে। পারে শুধু নূর হোসেনদের পা চেটে পয়সা কামাতে.....
235728
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৪৫
হতভাগা লিখেছেন : পাপ বাপকেও ছাড়ে না ।

এসব আগে করতো শিবির আর এখন তাদের উপরেই এপ্লাই করা হচ্ছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File