আওয়ামী মানবতা!
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১৭ জুন, ২০১৪, ১২:৪০:৫৫ রাত
পুলিশ রাসেল নামক শিবির সন্ত্রাসীকে আহত অবস্হায় গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সন্ত্রাসীদের জন্য কোন মানবতা নাই।
বেটা,ঘুমিয়ে থাক।জেলে গিয়ে ঘুম থেকে উঠবি।
বিষয়: বিবিধ
১২৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি আশ্চর্য হবোনা। কারণ,
এটি তোমাদেরই নেতৃত্বে পরিচালিত সন্ত্রাসের কারখানায় শেখানো অনুশীলনের প্রতিচ্ছবি।
আজ যদি কোন নেতাকে হত্যা করে চব্বিশটা ইট বেধে গভীর সমুদ্রে ফেলে দেয়,
আমি বিস্মিত হবোনা। কারন
এটি তোমাদের দলীয় ক্যাডারদের দ্বারা তৈরী করা কিলিং স্কোয়ার্ড আমাকে শিখিয়েছে।
আজ যদি তোমাদের কোন মিথ্যুক দেশ প্রেমিক নেতাকে প্রকাশ্য দিবালোকে কেউ গুলি করে জ্যান্ত আগুনে পৃড়িয়ে দেয়,
আমি আশ্চর্য হবোনা। কারণ,
তোমাদের দলীয় সন্ত্রাসীদের অন্তকোন্দলে জ্যান্ত জন প্রতিনিধিকে পোড়ানোর পরও
আপনজনের আর্তনাদে তোমাদের নেতার কাছে বিচার পায়নি।
আজ যদি তোমাদের নোংরা রাজনীতির কোন জনপ্রিয় গড ফাদারকে কেউ ঘুম করে ফেলে,
অামি সামান্যতম বিচলিত হবোনা। কারন,
হাজারো ঘূম খূনে তোমাদের নির্বাকতা আমাকে বাকহীন করেছে।
যদি কোন শোকাহত মা তার মৃত সন্তানের বুকের উপর পড়ে আর্তনাদ করে,
আমি পাথর চোখে দেখে হাসব। কারণ,
রাজধানীর রাজপথে জ্যান্ত মানুষের উপর তোমাদের
লগি বৈঠা ধারীদের নৃত্যু দেখে আমি বড় পাষন্ড হয়ে গিয়েছি।
তোমাদের দেশ প্রেমহীন, হিংসাত্মক নোংরা রাজনীতি আর হাজারো বিচার বহিভূর্ত হত্যাকান্ডের ব্যার্থ প্রতিবাদে আমি এখন হৃদয়হীন এক মিছে দেশ প্রেমিক। আমার জন্য পুরো দেশটাই এখন এক জেলখানা। সেই চার দেয়ালের খোলা জেল খানায় বন্দী কয়েদিদের বেচে থাকার স্বপ্নকে গলা টিপে হত্যা করা তোমাদের অন্ধ সমর্থক আমি এখন মানসিকভাবে বিকৃত কান্ডজ্ঞানহীন নেতার একনিষ্ঠ কর্মী।
স্বভাবতঃই আমরা আজ আপনার গজব দেখছি আমাদের উপর আস্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আমরা দেখছি ন্যায় নিষ্ঠ মানুষকে আজ ফাঁসির কাষ্ঠে ঝুলতে, আদর্শ মানুষদের জেলে এ পচঁতে, মানুষের ভাই গুম হতে, বোন ধর্ষিতা হতে, দিনে দুপুরে রাষ্ট্রকে দেখছি টাকার বিনিময়ে খুন করতে, অপরাধীকে পারিবারিক বন্ধন দিতে, আর এখন দেখছি হিংস্র হায়েনার ন্যায় মানুষের শরীর কে ক্ষতবিক্ষত করতে।
ওহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে গাইড করুন আমাদেরকে শক্তি ও সাহস দিন এই সব নরখাদক রূপী হিংস্র আজকের আবু লাহাব ও তার পত্নীতুল্য বিকৃত রুচী ঘাতক এই সব মহিলা হতে মুসলমানদের জান মাল রক্ষার।
আল্লাহ আমাদের সহায় হোন আমাদের কে সত্য ও সঠিক পথে পরিচালিত করুন। আমীন।
এ পথ এমনই ? কুসুমাস্তীর্ণ নয়, কন্টোকাকীর্ণ !
যা প্রত্যাশিত, তাতে কষ্ট কিসের ? দুঃখই বা কেনো ?
নিজেকে এপথে বিলিয়ে দিতেই, একাফেলার হাঁটাচলা । ।
এসব আগে করতো শিবির আর এখন তাদের উপরেই এপ্লাই করা হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন