নব্বইয়ের দশকে জামায়াতে ইসলামী সম্পর্কে ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানীর মন্তব্য

লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১৫ মার্চ, ২০১৪, ০৩:২৬:২১ দুপুর

"জামায়াতে ইসলামী বাংলাদেশে বিজয়ী হবে না,,

ওপরের কথাটি আমার নয়। ইরানের সাবেক প্রেসিডেন্ট

আলী হাশেমী রাফসানজানীর।

ঘটনাটি শুনেছি আমার একজন নির্ভরযোগ্য বন্ধুর কাছে।

নব্বইয়ের দশকে হাশেমী বাংলাদেশ সফরে আসেন।

তিনি কবি আল্লামা ইকবালের খুব ভক্ত।তাই,বাংলাদেশের অন্যতম ইকবাল ভক্ত-গবেষক মরহুম অধ্যক্ষ দেওয়ান মুহাম্মদ আজরফ তার ইকবাল

সংসদের আরো কয়েকজন

সদস্যকে নিয়ে রাফসানজানীর

সাথে দেখা করতে যান। এই দলে ছিলেন আমার সেই বন্ধুটি।

তাদের আলোচনার এক

পর্যায়ে রাফসানজানী তাদেরকে জিজ্ঞাসা করেন-তোমাদের বাংলাদেশের সবচেয়ে বড়

ইসলামী দল কোনটি?

তারা বলেন- রাজনৈতিক দল

হিসাবে জামায়াতে ইসলামীই সবচেয়ে বড় দল।

তখন রাফসানজানী তাদেরকে জামায়াতে ইসলামী সম্পর্কে কয়েকটি প্রশ্ন করেন, যারা সারাংশ নিম্নরূপঃ

প্রশ্নঃ১.জামায়াতে ইসলামীর মধ্যে এমন কয়জন বিশ্ববিখ্যাত আলেম আছেন যাদেরকে মুসলিম বিশ্বে অনেকেই চিনেন

এবং যারা দ্বীন-দুনিয়ার

সমস্যাগুলো বুঝে তার সমাধান

বলে দেওয়ার যোগ্যতা রাখেন?

উত্তরঃতারা বলেন জামায়াতে ইসলামীতে সম্ভবত এমন

কোন আলেম নেই।

প্রশ্নঃ২.জামায়াতে ইসলামী কতগুলো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে?

উত্তরঃ একটাও না

প্রশ্নঃ৩.জামায়াতে ইসলামী কতটা রিসার্স সেন্টার পরিচালনা করে?

উত্তরঃ আপাতত এ রকম কোন

গবেষনা কেন্দ্র নেই।

রাফজানজানী এটা শুনে বললেনঃ এই দল কোন দিন বাংলাদেশে বিজয়ী হতে পারবে না।হলেও অনেক অনেক পরে !!

[লিখেছেন ডঃ আবুল কালাম

আজাদ]

---collected

যদিও বর্তমানে জামায়াতে ইসলামী এইসব ক্ষেত্রে কিছুটা প্রাধান্য বিস্তার করেছে,তবুও বিশাল একটা অপূর্ণতা রয়ে গেছে।

বিষয়: বিবিধ

১৫১০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192525
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩১
গেরিলা লিখেছেন : হাছা কথানি?
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
143311
বদর বিন মুগীরা লিখেছেন : কলিজার মইধ্যে পানি আইছে।জামায়াতে ইসলামী খুব তাড়াতাড়ি ক্ষমতায় আসতেছেনা।তাই না???
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:২০
143321
মাজহার১৩ লিখেছেন : তবে খুবই যুক্তিযুক্ত কথা বলেছেন, রাফসানজানি। পরামর্শ কাজে লাগানো দরকার। কারন উনি অভিজ্ঞতার আলোকে বলেছেন।
ধন্যবাদ বদর বিন মুগীরা।
192567
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৪
ফেরারী মন লিখেছেন : কেয়ামত হয়ে গেলেও জামাত এই দেশে আর প্রতিষ্ঠা পাবে না ৭১ এর কৃতকর্মের জন্য। মানুষ এখন অনেক সচেতন হয়েছে।
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
143356
কুয়াশা লিখেছেন : শুধু উপজেলা নির্বাচনটা নিরপেক্ষ করে দিয়ে দেখতেন। ব্যাপক প্রভাব বিস্তার করার পরও ২১ জন চেয়ারম্যান ৫৪ জন ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছে। কুত্তালীগ পুলিশ লিগরে সামলে রাখলে দেখত জনগণ কাদের ভোট দেয়।
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
143367
মাজহার১৩ লিখেছেন : ৭১ এর প্রোপাগান্ডা জামায়াতের অগ্রগতি কিছুটা বাধাগ্রস্থ করলেও কৌশল ও রাজনৈতিক ভুলের পুনরাবৃত্তি এবং প্রজ্ঞার অভাবে জামায়াত কখনো বাংলাদেশে প্রতিষ্টা পাবে না।
পাকিস্তান জামায়াতের চেয়ে বাংলাদেশ জামায়ত জনপ্রিয়, সুতরাং ৭১ এর ইস্যু খুব বেশী প্রভাব ফেলেনি, এটা প্রমান করে। অনেক সচেতন মুক্তিযোদ্ধাও জামায়াত করে, জামায়াতে যে পরিমান মুক্তিযোদ্ধা আছে চাইলে একটা মুক্তিযোদ্ধা উইং চালু করতে পারত(এটা একটা রাজনৈতিক ভুল। সব সময় সাদাসিদে রাজনীতি করার কারনেই বর্তমানে বিপর্যস্ত অবস্থায় পড়েছে।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
143783
বদর বিন মুগীরা লিখেছেন : ভাইজান,সবাই ভালো করেই জানে,জামায়াত ৭১ এ কতটুকু কি করেছে?শুধু আপনার মত বালভক্তরাই এটা বুঝতে পারেননা।
192605
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
ইবনে আহমাদ লিখেছেন : অপূর্নতা রয়েছে একমত। আরো পথ বাকি আছে। সার্বিক আন্দোলন বলতে যা বুঝায় তা এখনো জামায়াত হতে পারে না।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
143784
বদর বিন মুগীরা লিখেছেন : হুম
192856
১৬ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৯
টুটুল মাহমুদ লিখেছেন : অবাক হবার বিষয় হলো আপনি যেটা রাফসানজানির সাক্ষাতকার বলে প্রচার করছেন তার ভিত্তি কি? এটাকি রেকর্ডেড আছে? কনো পত্রিকায়য় প্রকাশিত হয়েছিল নাকি সেখানে আপনি নিজে উপস্থিত ছিলেন? ফালতু কিছু লোকের সুত্রধরে এমন একটা বিষয় নিয়ে ব্লগিং করা মানেই হলো আল্লাহ আপনাকে লেখা লেখি করার জন্য পরজাপ্ত সেন্স দেন নি। যার কারনে কপি পেস্ট করেই বেশি সময় পার করছেন। সাঈদী সাহেবের মত আলেমকেও আপনাদের কাছে আজকাল আলেম মনে হয়না। কত বড় ধৃষ্টাটা থাকলে এমন কথা নির্দ্বিধায় বলা যায়। আর ইরানের প্রেসিডেন্ট এদেশের সবচেয়ে বড় ইসলামী দল কোনটা জানেনা এটা কত বড় হাস্যকর কথা। আর এই তথ্যতো তিনি আসার সময় তাঁর ফরেন উনিঙ্গের কাছ থেকেই জেনে আসতে পারতেন। সেটা না করে কোন ছাগল গুলা দেখা করতে গেছিলো তাঁদের কাছে থেকে তাঁর তথ্য নেবার দরকার পড়ে! বিপ্লব পূর্ব ইরানে তাঁদের দল কয়টা ভার্সিটি বানিয়েছিল আর কয়টা রিসারস সেন্টার ছিল?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File