প্রচারের চেয়ে অপপ্রচারেই ইসলামের প্রসারতা বেশী।
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ১৩ মার্চ, ২০১৪, ০৯:৫৭:৫৯ সকাল
রাসুলে করীম (সা) যখন নবুওয়্যতের প্রথম দিকে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া শুরু করেন,তখন মক্কার নেতৄস্হানীয় ব্যক্তিরা আতংকিত হয়ে উঠে।যদি জনগন ইসলামের দিকে ঝুকে পড়ে তাহলে কাফেরদের নিজেদের সর্দারি থাকবেনা।তাই তারা ইসলামের বিরোধিতা শুরু করে।রাসুলে করীম (সা) যেখানে দাওয়াত দিতে যান,সেখানে আবু লাহাব পৌছে গালি-গালাজ শুরু করে দেয়।সাধারন মানুষদের দূরে সরিয়ে রাখার প্রানপণ চেষ্টা।কিন্তু ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে সক্ষম হয়নি।
বাহির থেকে যে ব্যক্তিটিই মক্কা প্রবেশ করতো,সাথে সাথে তাকে হুশিয়ার করে দিয়ে বলতো-ঐখানে কোনসময় যেওনা।ওখানে পাগল যাদুকর থাকে,তোমাকে যাদু দিয়ে তার নতুন দ্বীনের আকৃষ্ট করে ফেলবে।
নিষেধ করার ফলে ঐ জিনিসটার প্রতি দ্বিগুন আগ্রহ সৃষ্টি হয়।কি যাদু দেখান উনি?মানুষ আগ্রহ নিয়ে যাদু দেখতে যেতো আর ইসলাম গ্রহন করে ঘরে ফিরতো।
বর্তমানে....
জামায়াতে ইসলামী ইসলামী দল নয়,এরা কাফের-মুশরিকদের অনুসরন করে।এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবেনা ইত্যাদি অপপ্রচার এখনো চলছে।এলাকায় এক নতুন হুজুর ধরে ধরে এই বিষয়গুলো সবাইকে শুনাচ্ছে।আর ছেলেদের তার দলের দিকে টানার চেষ্টা করছে।
দুয়েকটা মিটিংয়ে নিয়েই সবাইকে পদ দিয়ে দিচ্ছে।এখন কিছু ছেলে মিটিংয়ে গিয়েই ঘোষণা দেয়,আমি শিবির করি।এরপর থেকে এই ছেলেদেরকে আর ওদের মিটিংয়ে দেখা যায়না।ঘোষণা দিয়েই চলে যায় শিবিরের স্হানীয় অফিসে।সমর্থক ফরম পূরন করে রিপোর্টসহ কয়েকটি বই নিয়ে বাসায় ফিরে যায়।
মাসখানেক পরে ফোন দিন বলে-মামা/কাকা,আমি শিবিরের কর্মী হয়ে গেছি।
-বলো কি!তুমি না শিবিরকে অনেক অপছন্দ করতে?
-হ্যা।কিন্তু অমুকে ওর মিটিংয়ে বার বার নিয়ে যাওয়ায় বলে দিয়েছি,আমি শিবির করি।তাই শিবিরে যোগ দিয়েছি।
বর্তমানে বিটিভিসহ যেকোন টিভি খুললেই জামায়াত-শিবিরের কথা ছাড়া আর কোন কথা শোনা যায়না।আমরা বিগত জোট সরকারের আমলে হাজার চেষ্টা করেও সবাইকে জামায়াত ইসলামী শব্দটা শোনানো সম্ভব হয়নি।কিন্তু এই মহাজোট সরকারের অপপ্রচারের ফলে দেশের প্রতিটা জনগন জানে জামায়াতে ইসলামী কি জিনিস?
২০১১ সালে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দীন মানিক ভাই বলেছিলেন-২০০৮ সালে আমি যখন ঢাকা মহানগরী পূর্বের সভাপতি ছিলাম,তখন সমর্থক বৃদ্ধি হয়েছিলো ২৫,০০০।আর এই ২০১১ সালে সমর্থক বৃদ্ধি হয়েছে ৪১,০০০।এই সরকারই আমাদের দাওয়াতী কাজটাকে অনেক সহজ করে দিয়েছে।
বিষয়: বিবিধ
১০৬৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://www.facebook.com/notes/al-misbah/তাফহীমুল-কোরআনে-মওদূদী-ইউনুস-আ-এর-প্রতি-মিথ্যাচার-ও-বেয়াদবী-করেছে/606263206106320
এটার ব্যাপারে কি বলেন ???
Click this link
টেলিভিশনে বসে গলাবাজি করা তথাকথিত বুদ্ধিজিবিদের সাথে যে সাধারন খেটে খাওয়া মানুষদের মানসিকতার কোন সম্পর্ক নাই এটা তারই প্রমান। তারা যতই ইসলামের বিরুদ্ধে যান ততই ইসলামকে মানুষের সামনে তুলে ধরেন।
টেলিভিশনে বসে গলাবাজি করা তথাকথিত বুদ্ধিজিবিদের সাথে যে সাধারন খেটে খাওয়া মানুষদের মানসিকতার কোন সম্পর্ক নাই এটা তারই প্রমান। তারা যতই ইসলামের বিরুদ্ধে যান ততই ইসলামকে মানুষের সামনে তুলে ধরেন।
আমার মন্তব্যও তাহাই, অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন