সম্মানিত আলেম ওলামাদের প্রতি খোলা চিঠি।
লিখেছেন লিখেছেন বদর বিন মুগীরা ০৮ মার্চ, ২০১৪, ০৬:৪৭:৫১ সন্ধ্যা
হে নবীদের উত্তরসূরীরা,
বাংলাদেশে আজ এক কঠিন ক্রান্তিকাল উপস্হিত।ইসলাম কতিপয় মানুষরূপী পশুর পায়ের নিচে নিষ্পেশিত,নির্যাতিত।আজ উচ্চস্বরে বলা যায়না,আমি মুসলিম।
হে জ্ঞানের আঁধাররা,
আজ মুসলিম সমাজ বিভিন্ন ভাগে বিভক্ত।নেই কোন নেতৃত্ব মুসলিম জাতিকে একত্রিত করার।কিন্তু কেন?আপনারা ইসলামের পথপ্রদর্শক।কিন্তু আপনাদের মাঝে আজ আভ্যন্তরীন কোন্দল।কে কোন দল করে,কে দাড়ি রাখেনা,কে টুপি পরে,এগুলো নিয়ে আপনাদের মতানৈক্য।কিন্তু যেখানে ইসলাম বিপন্ন,সেখানে আপনাদের কোন ভূমিকা খুজে পাওয়া যায়না।
হে পথহারা জাতির দিশারীরা,
আজ বাংলাদেশে ইসলাম বিপন্ন।মুসলিম পরিচয় দেওয়া অপরাধ।দাড়ি,টুপি,পাঞ্জাবী পরিধান করলে জঙ্গী।মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে মৌলবাদী।কুরআন,হাদীস আজ জিহাদী পুস্তক।কুরআন প্রশিক্ষণ দিলে বলা হয় জঙ্গী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।আজ কারাগারগুলো চোর,ডাকাত,সন্ত্রাসীর পরিবর্তে ইসলামপ্রিয় ব্যক্তিদের দিয়ে ভর্তি।
হে শ্রদ্ধেয় আলেমগন,
আজ আওয়ামীলীগ নামধারী কাফেররা ইসলামের বারোটা বাজাচ্ছে।এর জন্য দায়ী বর্তমান আলেম সমাজ।যতদিন আলেম সমাজ এক ছিলো,ততদিন কেউ ইসলামের বিন্দু পরিমান ক্ষতি সাধন করতে পারেনি।কিন্তু যখনই আলেম সমাজ বিভক্ত হয়ে গেছে,তখনই তাদের উপর ভর করেছে জিল্লতির জীবন।
হে বুজুর্গানে দ্বীন,
গত পাঁচ বছরে আওয়ামীলীগ সংবিধান থেকে ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে সরিয়ে দিয়েছে।সর্বশক্তিমান আল্লাহ সকল ক্ষমতার উৎস স্বীকার করায় একটি ইসলামী দলের নিবন্ধন বাতিল করেছে।বায়তুল মোকাররম মসজিদকে সন্ত্রাসীর আখড়া বলা হয়েছে।নিরপরাধ মুসল্লীদের পিছনে পুলিশ নামের সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়েছে।নাস্তিকদের আস্তানা শাহবাগে পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে।আর তাফসীর মাহফিলকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ পুনরায় ক্ষমতায় এসেছে।আগামীতে ইসলামের জন্য এর চেয়ে অনেক কঠিন সময় অপেক্ষা করছে।
হে সম্মানিত রাহবাররা,
আর কত?আর বিভক্ত হলে আমরা ইসলামকে জালিমের হাতে তুলে দিতে পারবো?আর সুযোগ নেই।আল্লাহর ওয়াস্তে আপনারা এক হন।মুসলিম জাতির করুন অবস্হা চিন্তা করে আপনারা ঐক্য গড়ে তুলুন।আপনারা এক হলে মুসলিম জাতি আবার তার হারানো নেতৃত্ব খুজে পাবে।ফিরে পাবে ইসলামের হারানো ঐশ্বর্য।
এখন জাতি অপেক্ষা করছে আপনাদের সুযোগ্য নেতৃত্বের....
ইতি,
মুসলিম জাতির এক পথহারা যুবক
বদর বিন মুগীরা।
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নির্দেশনার।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন