‘হিজবুল্লাহ মুসলিম-বিশ্বের গর্ব, পরমাণু সাফল্যে ওরা ক্ষুব্ধ'
লিখেছেন লিখেছেন ইনতিফাদাহ ২৩ এপ্রিল, ২০১৬, ০৪:৪৭:২৪ বিকাল

এপ্রিল ২১, ২০১৬ - ৪:৩৬:
আবনা ডেস্ক : ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশের সঙ্গে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর শত্রুতার একটি বড় কারণ হল ইসলামী এই দেশ অন্য কোনো শক্তির ওপর নির্ভর না করেই পরমাণু ক্ষেত্রে সফল হয়েছে।
তিনি বলেন, আমরা সাম্রাজ্যবাদীদের প্রতি নমনীয় হলে তারা জৈব-প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি ও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রেও খেলা শুরু করবে এবং নানা সমস্যা সৃষ্টি করবে।
ইরানের সর্বোচ্চ নেতা ছাত্রদের এক সমাবেশে আজ (বুধবার) এসব কথা বলেন।
তিনি রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্বাধীনতা রক্ষার ওপর জোর দিয়ে বলেন, কোনো দেশে পাশ্চাত্যের স্টাইলে জীবন-যাপন প্রচলিত হলে দেশটির গণ্যমান্য ব্যক্তিরা সাম্রাজ্যবাদী নীতিমালার কাছে আত্মসমর্পণ করবে।
ইরানের সর্বোচ্চ নেতা লেবাননের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইসলামী দুনিয়ার গৌরব হিসেবে অভিহিত করে বলেন, তিনটি শক্তিশালী আরব দেশ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যুদ্ধে পরাজিত হলেও হিজবুল্লাহ একাই ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলকে পরাজিত করে। হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা ও তৎপরতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘একটি দুর্নীতিবাজ, ফাঁপা (অন্তঃসারশূন্য) ও পর-নির্ভর সরকার তেল-বিক্রির ডলার দিয়ে অমুক বিবৃতিতে হিজবুল্লাহকে নিন্দা জানালে তার কি গুরুত্ব আছে?! হিজবুল্লাহ ও তার যুবকরা সূর্যের মত উজ্জ্বল এবং তারা গোটা ইসলামী দুনিয়ার জন্য গৌরব।’
‘সত্য ও বাস্তবতা কখনও কখনও কঠিন পরিস্থিতির শিকার হলেও সব সময়ই বিকাশমান এবং শেষ পর্যন্ত সত্যই জয়ী হবে’ বলে তিনি মন্তব্য করেন।
ইরানের সর্বোচ্চ নেতা তার দেশের সঙ্গে মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইলের কোমল অদৃশ্য যুদ্ধের কথা তুলে ধরে বলেন, এই যুদ্ধে আমাদের সেনারা সাহসী, অঙ্গীকারবদ্ধ, আশাবাদী, গতিশীল এবং সুঠাম দেহ ও মনের অধিকারী হোক তা শত্রুরা চায় না। তারা চায় এ যুদ্ধে আমাদের সেনারা শত্রুর প্রতি আশাবাদী এবং নিজ সেনাপতি ও কর্মকর্তাদের প্রতি হতাশ ও বিতৃষ্ণ।
শত্রুদের কোমল যুদ্ধকে প্রচলিত যুদ্ধের চেয়ে বেশি ভয়ানক বলে উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা মাঝে-মধ্যে আমাদের ওপর প্রচলিত যুদ্ধ চাপিয়ে দেয়ার হুমকি দিচ্ছে, কিন্তু এ ধরনের বড় ভুল করলে তাদের মুখে কঠোর আঘাত হানা হবে।
বিচ্যুতির নানা চালিকা শক্তি সক্রিয় ও শত্রুদের ব্যাপক-বিস্তৃত তৎপরতা সত্ত্বেও ইরানে বিপ্লবী, কুরআন-প্রেমিক ও ইমানদার যুব সমাজ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
===
Source : IRIB;News Code : 748828
বিষয়: আন্তর্জাতিক
৭৮০ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন