অদম্য নারীর পথচলা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ এপ্রিল, ২০১৬, ০৪:৪৭:১৪ বিকাল



সামরিক বাহিনীতে নারীদের যথেষ্ট অংশগ্রহণ রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে নারীদের নিয়ে বিশাল বাহিনী গঠন করা হয়েছে। এরা সম্মুখ যুদ্ধ থেকে শুরু করে বাহিনীর বিভিন্ন অংশের সক্রিয় সেনা। বর্তমানে বাংলাদেশের নারীরাও এখন আর সেই পুরনো যুগে আটকে নেই। বাইরের কাজে তারাও যে কোনো অংশে পিছিয়ে নেই সেটা প্রমাণ করছেন বার বার।এমনই অনুপ্রেরণীয় দুই নারী মেজর নাজিয়া নুসরাত হোসেন ও মেজর শাহরীনা বিনতে আনোয়ার। আকাশজয়ী দুই নারী সেনাকে নিয়েই আমাদের মূল রচনা মেজর নাজিয়া নুসরাত হোসেন এবং মেজর শাহরীনা বিনতে আনোয়ার। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে তারা প্রথম দুই নারী পাইলট। আকাশজয়ী এই গর্বিত দুই নারী সদস্য গত বছর তেজগাঁও আর্মি অ্যাভিয়েশন গ্রুপে শিক্ষানবিস পাইলট হিসেবে সফলভাবে প্রশিক্ষণ বিমান ‘সেসনা ১৫২ অ্যারোবাট-’এ একক ও দ্বৈত উড্ডয়ন পরিচালনা করেন। নাজিয়া ২০১৫-এর ৭ মে উড্ডয়ন দক্ষতা প্রমাণ করতে প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন। আর শাহরীনা একই বছরের ২১ মে প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন।

বিষয়: বিবিধ

৭৯২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366900
২৪ এপ্রিল ২০১৬ সকাল ১০:১১
হতভাগা লিখেছেন : সেনাবাহিনীতে নারীরা শো-পিস ছাড়া আর কিছুই না । শুধু ছেলেরা থাকলে গে-ইজম শুরু হতে পারে বিধায় নারীদেরকে এ পেশায় আনা হয়েছে (এটাই যুক্তি)।

এদেরকে আদতে ফ্রন্ট লাইনে পাঠানোও হয় না । তবে এরা যদি নার্স হিসেবে আহত যোদ্ধাদের সেবা করে তাহলে ঠিক আছে এবং সেই পজিশনেই এদের রিক্রুট করা উচিত ।

একটা পুরুষের চাকরি মানে একটা ফ্যামিলির ভরণপোষনের সংস্থান হওয়া , একজন নারীর চাকরি মানে শুধুই তার লাক্সারীর ক্ষেত্র বাড়িয়ে দেওয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File