মনের খোড়াক ......!!!!!

লিখেছেন লিখেছেন সোহান আর চৌধুরী ১৫ মার্চ, ২০১৪, ০৩:৩২:১২ দুপুর

অনেক বই তো পড়লেন.......

যখন বলা হয় বিখ্যাত ব্যক্তিদের জীবনীর কয়েকটি বইয়ের নাম বলেন তো তখন বলেন .....

-হিটলারের জীবনীর কথা ( Mein Kemp)

-রুশোর জীবনীর কথা ( আমি রুশো বলছি )

-নেলসন ম্যান্ডেলার কথা ( A Long Walk To Freedom )

-অং সান সুচির কথা ( The voice of hope )

কিন্তু যখন এ ধরণীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়রত মুহম্মাদ ( সাঃ) এর জীবনীর কথা বলা হয় । তখন বলেন, হাদীসে আছে কিন্তু পড়া হয় নাই ....!!!!!

তাজ্জব বনে গেলেও এটাই বাস্তবতা।

বর্তমান তরুণ সমাজ 3G এর বদান্যতায় তথ্য-প্রযুক্তির অনেক জ্ঞান লাভ করছে,কিন্তু তারা জানার চেষ্টা করেনা বিশ্ব জাহানের মুক্তির দিশারী এ মানুষটি সম্পর্কে ......

আসুন জেনে নেই মানসম্মত ও সহজলভ্য কয়েকটি সীরাত গ্রন্থের নাম। যারা এখনও পড়েন নি ,আশা করি সময় সুযোগ বুঝে পড়ে নিবেন....

#আর_রাহীকুল_মাকতূমঃ

লেখক-আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী ।

রাবেতায়ে আলামে ইসলামী আয়োজিত বিশ্বব্যাপী সীরাতুন্নবী ( সাঃ) প্রতিযোগিতায় ১১৮২টি পান্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী গ্রন্থ। তথ্যবহুল,কালেকশনে রাখার মতো সীরাত গ্রন্থ।

#সীরাত_ইবনে_হিশামঃ

লেখক -ইবনে হিশাম।রাসুলুল্লাহর প্রাচীনতম জীবনীগ্রন্থ। সংক্ষেপিত বাংলায় অনুদিত কপি আছে।

#সীরাতে_সরওয়ারে_আলমঃ

৫টি খন্ড রয়েছে। সময় নিয়ে বুঝে পড়তে হবে ।

#মানবতার_বন্ধু_মুহাম্মদ_রাসূলুল্লাহ_(সাঃ)

লেখক -নঈম সিদ্দীকি।

সাবলীল ভাষায় লেখা চমৎকার একটি সীরাত গ্রন্থ।

আর যারা সস্তা লেখকদের লেখা "বিশ্বনবীর জীবনী"

নাম ওয়ালা বই পড়ে রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনী জানতে চান,তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য ....

ঘেঁটু পুত্র কমলার লেখক হুমায়ুন সাহেবেরও ইচ্ছে ছিলো নবীজির জীবনী নিয়ে একটি বই লেখার।কিন্তু তিনি এই কাজ শেষ করতে পারেন নি( ভাগ্যিস এই ইচ্ছে পূরণ হয় নি)। তাই সেসব বইয়ের মান কি রকম হবে তা বিবেকের দরজা খোলা রেখে চিন্তা করবেন ......

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192531
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৫
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
192534
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৮
মিডিয়া ওয়াচ লিখেছেন : ভালো লাগলো
192546
১৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৫
বদর বিন মুগীরা লিখেছেন : শুকরিয়া।সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন।
192561
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৫
ফেরারী মন লিখেছেন : ভাইরে জীবনের পরের জীবনকে আমরা দেখতে পাই না বলে সেই জীবনে ভালো হবে এমন কিছুকে আমরা গ্রহণ করতে পারিনা। কথায় আছে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শুন্য থাক। আমরা এখন এই থিওরিতে বিশ্বাসী হয়ে পড়ছি।

ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজের ম্যক্সিমামই এখন নগদে বিজি।
192585
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৩
নীল জোছনা লিখেছেন : সবই জানতে হবে। কোনটাকেই বাদ রাখা যাবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File