ক্রিকেট কুইজ : ২
লিখেছেন লিখেছেন হতভাগা ১৫ মার্চ, ২০১৪, ০৩:৫৪:২০ দুপুর
এবারের বিষয় : টি২০ ক্রিকেট ( বাংলাদেশ বিষয়াবলী)
১. টি২০ ক্রিকেটে কোন বাংলাদেশী বোলার এক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ?
ক. মাশরাফি বিন মুর্তজা খ. সাকিব আল হাসান গ. আব্দুর রাজ্জাক ঘ. ইলিয়াস সানী
২. টি২০ ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস কোন বাংলাদেশী ব্যাটস্ম্যানের ?
ক. তামিম ইকবাল খ. সাকিব আল হাসান গ. মুশফিকুর রহিম ঘ. জুনায়েদ সিদ্দিকী
৩. ১ম টি২০ বিশ্বকাপে বাংলাদেশ কতটি ম্যাচ খেলেছিল ?
ক. ১ টি খ. ২টি গ. ৪ টি ঘ. ৫টি
৪. কোন টেস্ট প্লেয়িং দেশের সাথে বাংলাদেশ এখনও কোন টি২০ ম্যাচ খেলার সুযোগ পায় নি ?
ক. সাউথ আফ্রিকা খ. ইংল্যান্ড গ. অস্ট্রেলিয়া ঘ. ভারত
বিষয়: বিবিধ
১৫৪৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পারলে উঃ দেন ( এক চান্সে)
দেখেন আর আমারে দুইটা হাতুড়ির বাড়ি দিয়েন । টাকা পয়সার দরকার নাই।
মন্তব্য করতে লগইন করুন