ক্রিকেট কুইজ : ২

লিখেছেন লিখেছেন হতভাগা ১৫ মার্চ, ২০১৪, ০৩:৫৪:২০ দুপুর



এবারের বিষয় : টি২০ ক্রিকেট ( বাংলাদেশ বিষয়াবলী)

১. টি২০ ক্রিকেটে কোন বাংলাদেশী বোলার এক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ?

ক. মাশরাফি বিন মুর্তজা খ. সাকিব আল হাসান গ. আব্দুর রাজ্জাক ঘ. ইলিয়াস সানী

২. টি২০ ক্রিকেটে এক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস কোন বাংলাদেশী ব্যাটস্‌ম্যানের ?

ক. তামিম ইকবাল খ. সাকিব আল হাসান গ. মুশফিকুর রহিম ঘ. জুনায়েদ সিদ্দিকী

৩. ১ম টি২০ বিশ্বকাপে বাংলাদেশ কতটি ম্যাচ খেলেছিল ?

ক. ১ টি খ. ২টি গ. ৪ টি ঘ. ৫টি

৪. কোন টেস্ট প্লেয়িং দেশের সাথে বাংলাদেশ এখনও কোন টি২০ ম্যাচ খেলার সুযোগ পায় নি ?

ক. সাউথ আফ্রিকা খ. ইংল্যান্ড গ. অস্ট্রেলিয়া ঘ. ভারত

বিষয়: বিবিধ

১৫৪৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192560
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৩
ফেরারী মন লিখেছেন : আমি সবগুলাই পারি কিন্তু কমু না কারণ কৈলে আমার পরে যারা মন্তব্য করবে সবাই আমারটা কপি মারবো। Big Grin
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
143373
হতভাগা লিখেছেন : আগে বললে আগে পুরষ্কার পাবেন
192577
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩৫
নীল জোছনা লিখেছেন : খেলা সম্পর্কে ধারণা কম তাই কৈতে পাত্তান্নো
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
143374
হতভাগা লিখেছেন : বাংলাদেশ সম্পর্কিতগুলোও কি পারবেন না ?Surprised
204259
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৪
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩০
153361
হতভাগা লিখেছেন : প্রথমে ছিল না , এখন এডিট করে দিয়েছেন ।
209978
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
আওণ রাহ'বার লিখেছেন : সব পারবো বলে আশা করি। পারলে কি দেবেন বলেন?
Time Out Time Out Time Out
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১১
158484
হতভাগা লিখেছেন : টাকা পয়সা , স্বর্ণ , নারী , বাড়ি , গাড়ি ( ডিজিটাল)।

পারলে উঃ দেন ( এক চান্সে)
209988
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৪
আওণ রাহ'বার লিখেছেন : ক্রিকেট কুইজ ৩ এ উত্তর দিয়েছি।
দেখেন আর আমারে দুইটা হাতুড়ির বাড়ি দিয়েন । টাকা পয়সার দরকার নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File