এক নজরে প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদ

লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ২০ এপ্রিল, ২০১৪, ০৩:৪৯:২৯ দুপুর

(জন্ম: ১৯৩৯ - মৃত্যু: ১৯ এপ্রিল, ২০১৪)



বশির আহমেদ একজন বাংলাদেশী সংগীতশিল্পী।

তিনি পূর্ব পাকিস্তানের (এখন বাংলাদেশ) আহমেদ রুশিদি বলে পরিচিত ছিলেন। তিনি শিল্পি নূর জাহানের সঙ্গে অনেক উর্দূ গান তিনি গেয়েছেন।

তিনি ১৯৩৯ সালের ১৯ নভেম্বর কলকাতার খিদিরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম নাসির আহমেদ।

দিল্লির এক সওদাগর পরিবারের সন্তান বশির আহমেদ কলকাতায় ওস্তাদ বেলায়েত হোসেনের কাছ থেকে সঙ্গীত শেখার পর মুম্বাইয়ে চলে যান। সেখানে উপমহাদেশের প্রখ্যাত ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁ’র কাছে তালিম নেন।

কর্মজীবন:

সংগীতশিল্পী বশির আহমেদ ১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় আসেন। ঢাকায় আসার আগেই উর্দু চলচ্চিত্রে গান গাওয়া শুরু করে বশির আহমেদ। চলচ্চিত্রে ‘যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে’ গানটি পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পায়। তাঁর কণ্ঠস্বর ছিল মাধূর্যে ভরা। রাগ সঙ্গীতেও দখল ছিল তাঁর। ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর কাছে তালিম নেন তিনি। তালাশ চলচ্চিত্রে বিখ্যাত শিল্পী তালাত মাহমুদের সঙ্গে কাজ করেন।

বশির আহমেদের জনপ্রিয় গান;

কুচ আপ্নি কাহিয়ে কুচ মেরি সুনিয়ে,

ইয়ে শাম ইয়ে তানহায়ে ইউ চুপ তো মাত রাহিয়ে,

আমি রিক্সাওয়ালা মাতওয়ালা,

যব তোম একেলে হোগে হাম ইয়াদ আয়েঙ্গে'

অনেক সাধের ময়না আমার,

আমাকে পোড়াতে যদি এতো লাগে ভালো,

আমি সাত সাগর পাড়ি দিয়ে,

যারে যাবি যদি যা/পিঞ্জর খুলে দিয়েছি,

ডেকো না আমাকে তুমি/কাছে ডেকো না,

সজনী গো ভালোবেসে এতো জ্বালা কেন বল না।

পুরস্কার:

কখনো মেঘ কখনো বৃষ্টি ছবিতে গানের জন্য ২০০৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (শ্রেষ্ঠ গায়ক) পান।

বশির আহমেদের গুরু:

ওস্তাদ বেলায়েত হোসেন

ওস্তাদ বাদে গুলাম আলি খান

বি;দ্র:অনেকেই জানেন না, বাংলাদেশের বিখ্যাত এ গায়ক বাঙালি ছিলেন না,তিনি ছিলেন দিল্লীর সওদাগর পরিবারের সন্তান।

বিষয়: বিবিধ

১৪৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210802
২০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File