বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি
লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ২০ মে, ২০১৪, ১১:৫০:২৬ সকাল
বাংলাদেশে প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি নামে বেশ কয়েকটি এজেন্সি চালু হয়েছে,
কিন্তু এই এজেন্সিগুলো কতটুকু সফলতা লাভ করবে !!?
আর এই এজেন্সিগুলো মুলত কি ধরনের কাজ করছে !!?
তারা কতদিন টিকে থাকতে পারবে!?
গতকাল নিচের এই বিজ্ঞাপনটি দেখে ফোন করেছিলাম।
Private Investigator (Detective)
কথা বলে বুঝলাম এদের উদ্দেশ্য ভালই।
কিন্তু মনে হয় না তারা তাদের উদ্দেশ্য সফল করতে পারবে।
ছোটবেলায় ফেলুদা, মাসুদ রানা আর শার্লক হোমসের পোকা ছিলাম। অ্যাডভেঞ্চার পড়তে পড়তে অল্পবিস্তর গোয়েন্দাগিরিতেও ঝুঁকেছিলাম।
তখন ভাবতাম বড় হয়ে জাঁদরেল প্রাইভেট ইনভেস্টিগেটর হব। কিন্তু .................
বিষয়: বিবিধ
২৬৯৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভারতেও প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে। একটি প্রশিক্ষন ইন্সটিটিউট এবং তাদের স্বিকৃত ট্রেড ইউনিয়ন ও আছে। এই অনুমতি অনেক আগেই দেয়া উচিত ছিল।
কিশোর পাশা হওয়ার শখ এখনও শেষ হয়নি।
মন্তব্য করতে লগইন করুন