একজন ব্যক্তির ভীষণ প্রয়োজন..
লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ২৫ জুন, ২০১৪, ১০:৪৯:০৫ রাত
আজ এমন একজন ব্যক্তির ভীষণ প্রয়োজন,
যিনি মুসলিম উম্মাহর সে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন যা তাদেরকে উজ্জীবিত চেতনায় শুধু সামনে চলার পথ-নির্দেশ করবেন।
যিনি তাদেরকে বলবেন, তোমাদের একটি গর্বিত অতীত ছিলো।
বলবেন, তোমাদের সামনে স্বপ্নভরা একটি ভবিষ্যতও অপেক্ষা করছে। যিনি তাদেরকে সাবধান করে বলবেন,
স্বীয় দীন সম্পর্কে তাদের সীমাহীন অজ্ঞতার কথা, হতাশাব্যঞ্জক গাফলতির কথা।
যিনি তাদের চোখে চোখ রেখে পরিষ্কার করে বলবেন,
এই দীন কোনো উত্তরাধিকার নয় বরং তা অর্জন করতে হয়। হাসিল করতে হয় শাণিত বিশ্বাস দিয়ে, জাগ্রত চেতনা দিয়ে।
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন