আপনার কম্পিউটার সুপার ফাস্ট করুন SuperRam দিয়ে।
লিখেছেন লিখেছেন জাগ্রত চৌরঙ্গী ২২ মে, ২০১৪, ০২:৩৭:৪৮ দুপুর
আসসালামু আলাইকুম।
সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।অাজ আমি হাজির হলাম একটা সফটওয়্যার নিয়ে।আজ এমন সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব সফটওয়্যার আর নামঃSuperRam 6.এই সফটওয়্যার আপনার কম্পিউটারের গতি নিয়ন্ত্রণ করে। আপনার কম্পিউটারে মেমরি পরিচালনার মাধ্যমে দ্রুত সঞ্চালন করে।অনেক সময় দেখবেন আপনার কম্পিউটার হ্যাংগ করে তা কিসের কারনে Ram এর কারনে।আবার অনেক সময় গেম চালাতে গিয়ে পিসি হ্যাংগ করে। উইন্ডোজের মধ্যে এই পরিবর্তনের প্রোগ্রাম এবং গেম দ্রুত চালাতে সক্ষম করে এই সফটওয়্যার এর মাধ্যমে।এর সাহায্যে SuperRam আপনার কম্পিউটারে ব্যাকগ্রাউন্ডে রান নির্ণয় যায়। SuperRam এর সেটিংস আপনি স্বাধীনভাবে করতে পারবেন। SuperRam এর সাহায্যে আপনার কম্পিউটারের প্রসেসর কত ব্যবহার হচ্ছে কত মেমরি ব্যবহার হচ্ছে তা দেখিয়ে দেয়।
সফটওয়্যার নামঃ SuperRam 6.+patch
এর বৈশিষ্ট্য: -
SuperRam কম্পিউটার মেমরি সেরা অনুকূল যা সহজ এ ব্যবহার করা যায়।
যুক্তিসঙ্গত মান সিস্টেম স্থিতিশীলতা বজায় রাখে এবং ব্যাকগ্রাউন্ডের কাজ করে.
কম্পিউটার মেমরি উপলব্ধ সিস্টেম প্রদর্শিত মধ্যে ভিসুয়াল উপস্থাপনা করে।
সেটিংস এবং আপনার পছন্দ বাছাই সম্পূর্ণ স্বনির্ধারিত করে।
সহজ এবং স্বজ্ঞাত ইউজার ইন্টারফেস, যা বাস্তব সময়ের মেমরি অপ্টিমাইজেশান সঞ্চালিত করে।
DOWNLOAD
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন।
ইন-শা-আল্লাহ্! আগামী দিন হাজির হব নতুন কোন কিছু নিয়ে।
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন