পবিত্র কুরআন নিয়ে জনপ্রিয় সঙ্গীত-শিল্পী নুকুল কুমার বিশ্বাসের একটি অসাধারণ গান এবং গানটি লেখার পেছনের ঘটনা।

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ১৮ আগস্ট, ২০১৫, ১২:৫৬:৪১ দুপুর

কোনও এক বছর রমযানের ঈদের দিনে, হঠাৎ করে টেলিভিশন-স্ক্রিনে নুকুল কুমার দেখলেন যে, ফ্লোরিডার একজন ধর্ম যাজক; পাস্তর টেরি জোন্স, তিনি ঈদের দিনে পবিত্র কোরআন শরিফকে আগুন দিয়ে জ্বালাবেন বলে ঘোষণা দিয়েছেন। নুকুল বলেন, 'এটা কত বড় সাংঘাতিক এক বেদনার বিষয় যে কোরআন শরীফের মত একটি পবিত্র গ্রন্থ কে আগুন ধরিয়ে পোড়াবেন, এটা এত বড় অপমান যে সহ্য করার মত নয়! সেখান থেকে আমার প্রতিক্রিয়াটি সৃষ্টি হয়েছে যে এটার বিপক্ষে আমাকে কিছু লিখতে হবে। আর তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমি কিন্তু ইসলামী ইতিহাসের ছাত্র। সেই সুবাদে আমি মহানবীর ভীষণ ভক্ত! তো এরকম একটা ভাব ছিল (আমার মনে)। ওইদিন আবার টেলিভিশনে আমার একটি লাইভ প্রোগ্রাম ছিল একটি চ্যানেলের। তো হঠাৎ করে একজন ভক্ত আমাকে বললেন যে আপনি তো একজন প্রগতিশীল মানুষ এবং অসাম্প্রদায়িক শিল্পী, তো আপনার কী প্রতিক্রিয়া এই ঘটনায়, কোরআন শরিফ আগুন দিয়ে পোড়াতে চায় ফ্লোরিডার একজন ধর্ম যাজক! এই সম্পর্কে যদি আপনি আপনার একটি বক্তব্য আমাদের বলতেন! তো, অনুষ্ঠানের ফাঁকে আমাদের এক ঘন্টার মত ব্রেক ছিল, সেই ব্রেকের মধ্যেই আমি এই গানটি লিখলাম। আমার ভীষণ ভালো লেগেছে যে আমি অন্যায়ের একটি প্রতিবাদ করতে পেরেছি।'

"যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান

তবু বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কুরআন।

করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনেরো তেজ

আছে বিশ্বভরা লক্ষ লক্ষ কুরআনের হাফেজ!

তারা আবার ছাপায়ে এই আসমানী গ্রন্থ বাঁচাবে ইসলামের মান;

তাই বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কোরআন।

(নুকুল বলেন, 'ইসলাম ধর্মে কুরআন শরিফকে মুখস্ত রাখার নিয়ম রয়েছে। তো, এই কুরআন শরিফকে যারা মুখস্ত রাখতে পারে তাদেরকে বলা হয় কোরআনে হাফেজ। একজন কুরআনের হাফেজ মানে হচ্ছে একেকটা চলন্ত কুরআন শরীফ। সুতরাং, পৃথিবীর সমস্ত বই যদি ধ্বংস হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, যতদিন পর্যন্ত একজন, একজন কুরআনের হাফেজ বেঁচে থাকবেন পৃথিবীর বুকে, ততদিন পর্যন্ত কুরআন শরিফের মৃত্যু নেই। আর আমি সেই লজিকটাই আমার গানের মধ্যে দিয়েছি')

তিনি এটাও বলেন,

'কুরআন শরিফের বিরুদ্ধে সবসময়ই ষড়যন্ত্র হয়েছে। ভারতে একবার কুরআন শরিফকে ব্যান করে দেওয়ার জন্য মামলা হয়েছিল। আর সালমান রুশদী লিখেছিলেন, যিনি ব্রিটিশ নাগরিক, সালমান রুশদি তিনি কুরআন শরিফকে বিকৃত করে লিখেছিলেন -স্যাটানিক ভার্সেস। তো আমি বলেছি'

করল কত লোকে কুরআন নিয়ে আদালতে কেইস

লিখল সালমান রুশদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস

তবু আল কুরআনের নূরের বাতি সারাবিশ্বে দীপ্তমান

তাই বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কুরআন।

দেখ পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই

তাঁর বিমান পুড়ে ছাই হয়েছে, কুরআন পুড়ে নাই!

যেমন ছিল ছিল তেমন আছে একটি সুরা-ও হয়নি ম্লান!

তাই বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কুরআন

(পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হকের মৃত্যু হয়েছিল বিমান দুর্ঘটনায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বিমান পুড়ে ছাই হয়েছে, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, শুধুমাত্র তাঁর সঙ্গে যে ছোট্ট কুরআন শরিফ ছিল সেই কুরআন শরিফের গায়ে কোনো আগুনের স্পর্শ লাগেনি। যেমন ছিল ঠিক তেমনই আছে। )

যারা কুরান ধ্বংস করতে চায় জানেনা তাহারা

ঐ গ্রন্থের প্রতি পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা

এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, নুকুল কয় 'রাব্বুলের দান'

তাই বিশ্ব থেকে হারাবেনা পবিত্র কুরআন

https://www.youtube.com/watch?v=8Ii50nL72OY

বিষয়: বিবিধ

২০০৩ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336619
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৮
নারী লিখেছেন : অনেক ভালো
লাগলো
কোরান নিয়ে গানটাও।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২৯
278453
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আসলে এ গানটি ভালো না লেগে উপায় নেই। অন্তত কুরআনের প্রতি যাদের ভালবাসা আছে, তারা এ গানটি শুনে আপ্লুত হবেন-ই। শুভেচ্ছা থাকল।
১৯ আগস্ট ২০১৫ সকাল ১০:৫২
278569
নারী লিখেছেন : জ্বি
গানে সত্য কথাই বলেছে
একজন হাফেজ বেঁচে থাকলেও কোরান ধ্বংশ করতে পারবেনা
336627
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৬
278455
ইমরান বিন আনোয়ার লিখেছেন : পড়েছেন বলে ধন্যবাদ। Smug Smug
336631
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৩
ইবনে হাসেম লিখেছেন : নকুলের গানটি বেশ কয়েকবার শুনেছি। আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন তাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, আমিন।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪০
278456
ইমরান বিন আনোয়ার লিখেছেন : হ্যা, আল্লাহ এই মানুষগুলোকে হেদায়াতের অনুগ্রহ দান করুন। আমি আসলে অবাক হই, মুসলিম না হয়েও তাঁরা ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শনাবলীর প্রতি এতটা আবেগ কীভাবে ধারণ করেন। আবার এতটা আবেগের পরও তাঁরা ইসলাম ধর্ম কেনো গ্রহণ করেননা! যাইহোক, হেদায়াতের মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা সরল পথ দেখান। যাকে ইচ্ছা পথভ্রষ্ট রাখেন। আল্লাহ তাঁকে হেদায়াত দান করুন।
336633
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৬
ছালসাবিল লিখেছেন : অসাম্প্রদায়িক শিল্পী!! ?? ধর্মনীরপেক্ষ শিল্পী!! ??

-ভক্ত আর ঈমান এক জিনিস নয়। তাই গ্রহন করলাম না। যদিও বা সঠিক।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪২
278457
ইমরান বিন আনোয়ার লিখেছেন : 'যদিও বা সঠিক' কোনটি? Happy অবশ্যই ভক্ত হওয়া আর ঈমান আনা এক বিষয় নয়। তবু তাদের আবেগটুকু সম্মানের সাথেই গ্রহণ করছি।
336639
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:৩৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আল্লাহ তাকে হেদায়াত দিন আমিন..
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪২
278458
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আমিন। ছুম্মা আমিন।
336650
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:১২
নাবিক লিখেছেন : ভাল্লাগলো
336656
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৪৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : ধন্যবাদ ও শুভেচ্ছা।
336674
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
রুম্মাম সাকিব রুশো লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ
336681
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার জন্য ধন্যবাদ রইল।
১০
336701
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
শেখের পোলা লিখেছেন : নুকুল কুমারের জন্য আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনাা করি৷ আপনাকে ধন্যবাদ৷
১১
336710
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার হেদায়াত প্রার্থনায় আমিও বলে রাখছি "আমিন"। শুভেচ্ছা রইল।
১২
337647
২৩ আগস্ট ২০১৫ রাত ১২:৩৯
লজিকাল ভাইছা লিখেছেন : আমার অনেক অনেক প্রিয় একজন শিল্পী এই নুকুল কুমার, এক সময় প্রায় দিগন্ত টিভি তে আসতেন। গান টি এবং ঐ ঘটনাটি তখন শুনেছিলাম। আল্লাহ্‌ তাঁকে হেদায়েত দিন। আমীন ।
১৩
337657
২৩ আগস্ট ২০১৫ রাত ০১:০৩
ইমরান বিন আনোয়ার লিখেছেন : তাঁকে চিনি ইত্যাদি দেখে দেখে। এ গানটি সর্বপ্রথম শুনেছিলাম ২০১৩'তে। সেদিন আবার কী এক প্রসঙ্গে ইউটিউবে ঢুঁ মেরেছি, টপ লিস্টে এই গানটি চলে এল। তাই সবার সাথে গানটি শেয়ার করলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File