প্রকৃত ঘটনা আড়াল করতেই কি ক্রসফায় হচ্ছে ??? কিশোর হত্যায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা ‘ক্রসফায়ারে’ =========================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৮ আগস্ট, ২০১৫, ১২:৫৪:৩০ দুপুর



রাজধানীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া (২৮) নিহত হয়েছেন।

এতদিন ক্রসফায়ারে মারা যেত শিবির নেতা অথবা ছাত্রদল নেতারা।

তখন বলা হতো এরা পেট্রোল বোমার আবিস্কারক , প্রেট্রোল বোমা বহনকারী , ককটেল পাওয়া গেছে জিহাদী বই পাওয়া গিয়েছে ইত্যাদি ইত্যাদি বলতে বলতে আওয়ামিলীগের হাসান মাসুদ , মায়া সহ ভাড়ায় খাটা সন্ত্রাসী মন্ত্রী হাসানুল হক ইনুদের ঠোটের দুই কিনারে লালা বের হতো।

কিন্তু এখন আবার এটা কি হচ্ছে !!

সোনার ছেলেরা এত বাউনি পেয়েছে যে ৫ই জানুয়ারীতে ভোট কেন্দ্র দখল করতে রিতিমত অস্র দিয়ে অস্র চালনা শিক্ষা দেওয়া হয়েছিল।

বেচারারা বহুত কষ্টে কেন্দ্র দখল করে হাসিনাকে পাশ করেয়েছিল ।

কথা ছিল বিরোধীদলকে ঠেঙ্গাতে যত রকম কৌশল অবলম্বন করতে হয় সব করবে সোনার ছেলেদেরকে কোন কিছুই বলা হবে না।

এযে সম্পুর্ন উল্টা হচ্ছে ।

বিরোধী দলকে ঠেঙ্গানোর লাইসেন্স পাওয়ার পর এখন নিজেরা নিজেদেরকে ঠেঙ্গানো শুরু করেছে।

এরা যদি গ্রেফতার হয়ে জেলে ঢুকে পড়ে তবে আজ হোক আর কাল হোক ক্ষমতার পালাবদলের পর জজ মিয়ার মুখ থেকে সত্য কথা বের হয়ে যেতে পারে ।

সুতারাং এদেরকে ক্রস ফায়ারের মাধ্যমে শেষ করে ফেল তাতে গরুও শেষ গরুর পোকাও শেষ হবে।

আগে শুনতাম ডাকাতরা ডাকাতি শেষে কোন সদস্য যদি ধরা পড়ার আশংকা দেখা দেয় তবে সেই সদস্যকে গুলি করে মেরে ফেলতো যাতে সে অন্য সদস্যদের নাম না বলতে পারে।

এখন রাজনিেতে সেই নাটকের রিহাকসেল হচ্ছে

বিষয়: বিবিধ

১২৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336610
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:১১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এটাতে সরকারের ভিন্ন মতলব কাজ করছে। জনগনকে রক্ষা করতে এই কাজ গুলো করছে না। নিজেদের আপদ মুক্ত করতে এই কসরত। জামায়াত-বিএনপি মুক্ত করতে এতদিন এসব ডাকাতকে তারাই পালন করেছিল, বর্তমানে নিজেদের খাওয়া শুরু করেছে বিধায়, দৃষ্টি ফেরাতে ব্যাথায় মলমের ব্যবহার শুরু করেছে।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:১৩
278421
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনার সাথে একশত ভাগ একমত
আপনাকে অনেক ধন্যবাদ
336702
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২০
শেখের পোলা লিখেছেন : সঠিক কথাো৷
১৮ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৩
278488
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
337321
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বিনা বিচারে মানুষ হত্যা নিন্দনীয় ও ঘৃণিত কাজ।
২১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:২৪
278999
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File