কোন ব্যক্তি কি রাসুল (সাঃ) এর কাছে সালাম পৌঁছাতে পারে ???

লিখেছেন লিখেছেন সত্যের ১৮ আগস্ট, ২০১৫, ০১:০৩:২২ দুপুর



প্রতি বছরই দেখা যায়, যারা হজ্জ্ব করতে যায়, তাদের কাছে মসজিদের ইমাম, এলাকাবাসী, আত্মীয় স্বজন তার পক্ষ থেকে রাসুল (সাঃ) এর কাছে সালাম পৌঁছাতে বলে ।

অনেক খুজাখুজি করেও কোন কুরআন ও সহীহ হাদিসের দলিল, প্রমান পাচ্ছি না, কোন খুলাফায়ে রাশেদিন, সাহাবা, তাবেঈন, তাবে-তাবেঈন (রাঃ) গণের......

কেউ কি (?) কোন ব্যক্তিকে এভাবে সালাম পৌঁছাতে বলেছেন !!!

তাই জানার আগ্রহ হল,

কোন কি ব্যক্তি রাসুল (সাঃ) এর কাছে সালাম পৌছাতে পারে ?

জানতে পারলাম যার সালাম কবুল করা হবে,

***তা ফেরেস্তাদের মাধ্যমে রাসুল (সাঃ) এর কাছে পৌছান হয়***

এবং রাসুল (সাঃ) এর দেহে রুহ ফিয়াইয়া দেওয়া হয় সালামের জবাব দেওয়ার জন্য ,

***পৃথিবীর যে স্থান থেকে সালাম দেওয়া হোক না কেন***

আল্লাহ তায়ালা এত সহজ ব্যাবস্থা করেছেন, আর আপনি আলেম হয়ে ! বান্দাকে সালাম পৌছাতে বলছেন !

কোন ক্ববরবাসীকে, অন্য ব্যক্তিকে সালাম পৌঁছাতে বলা,

এর কোন সহিহ দলিল থাকলে গ্রন্থের নাম, অধ্যায়, পৃষ্ঠা, আয়াত/হাদিস নং কত......পূর্ণাঙ্গ দলিল সহ

কমেন্টে জানাবেন ?

বিষয়: বিবিধ

১৮২০ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336616
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৩
নারী লিখেছেন : নো আইডিয়া
336617
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪১
জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহেব পারেন। যদিও কোরআন হাদীসে না থাকুক।
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৪
278542
সত্যের লিখেছেন : কোরআন হাদীসে না থাকলে, এমন বিশ্বাস করা/ কথা বলা কুফরী/শির্কী/মুশরীকী/জাহেলী/বেইমানী/ মুনাফিকী.---------
খাঁটি তাওবা না করলে অবশ্যই জাহান্নামী হবে
২১ মে ২০১৬ সকাল ১১:৪১
306803
জিহর লিখেছেন : মজা পেলাম... আপনার পির সাহেবের কথা শুনে...
336618
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০১:৪৪
ইবনে হাসেম লিখেছেন : জ্ঞানের কথা লিখেছেন : আমার পীরসাহেব পারেন। যদিও কোরআন হাদীসে না থাকুক।
336625
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৯
দুষ্টু পোলা লিখেছেন : নারী লিখেছেন : নো আইডিয়া
336634
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:১৭
হতভাগা লিখেছেন : মদিনাতে রাসূল(সাঃ) এর কবর এবং সাথে আবু বকর (রাঃ) ও উমর বিন খাত্তাব (রাঃ) এর কবর ।

কবর জিয়ারতের সময় কবরের পাশ দিয়ে যেতে যেতে উনাদের সালাম দেওয়া হয় । যেমন সালাম দেওয়া হয় যে কোন কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কবরবাসীদের শান্তির উদ্দেশ্যে।

পরিবারের সবাই তো আর যেতে পারে না , আর যারা আত্মীয় স্বজন থাকে বা বন্ধু বান্ধব তারাও একই ভাবে যার সেখানে যাবার সুযোগ হয়েছে তার কাছে বলে যে ''রাসূল(সাঃ)কে আমার সালাম পৌছাইয়া দিবেন ''

আপনার সাথে কোন পরিচিত লোকের দেখা হলে এরকম কি কখনও বলে না যে , তোমার আব্বাকে আমার সালাম দিবা ''?

আমরা মুসলমানেরা সব কিছুকেই জটিলভাবে পেঁচিয়ে ঘোলা জল খেতে পছন্দ করি।
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৩
278444
জ্ঞানের কথা লিখেছেন : আপনার কথাটি ঠিক নয়। রসুল (সা) এর জন্য দরুদ পড়লে তা ফেরেশতারা বহন করে তার নিকট পৈছে দেন। আপনি বাসায় বসে দরুদ পড়েন! তাহলেই তো হয়!

-জিবিত মানুষকে সালাম দেয়ার মাধ্যমে এখানে কিয়াস করার কোন চন্স নেই ভাই।
-নিজে থেকে বাড়াবাড়ি করলে তা গ্রহনীয় নয়।
-আপনার মত কোরআন হাদীসের বিপরিত হলে আপনার মতের কোন দাম নাই।
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫৩
278543
সত্যের লিখেছেন : কোরআন হাদিসের নিয়মেই সহজতা ।
পারলে আল্লাহ, রাসুলেই বানী উল্লেখ করে জটিলতা দূর করুন ।
না পারলে প্রচলিত ধারায় না থেকে কুরআন/হাদিসের দিকে সহজতায় ফিরে আসুন ।
ধন্যবাদ
336635
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চিন্তা ও গবেষণার খোরাক করে দিলেন। ধন্যবাদ ভাইজান।
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:৫৬
278544
সত্যের লিখেছেন : আপনার সমাজের ইমাম বা পরিচিত আলেমের কাছে বিষয়টির জবাব জানতে পারলে, জানাবেন
ধন্যবাদ
336640
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪১
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভালো লাগলো
336643
১৮ আগস্ট ২০১৫ দুপুর ০২:৪৭
পারভেজ লিখেছেন : সত্যের উদ্দেশ্যে বলছি।
কোন ব্যক্তির মাধ্যমে যে সালাম পৌছানো যাবেনা এমনটিও মনে হয় কোথাও নেই। এটা কোন বিতর্কের বিষয় হলো?
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৯:০০
278545
সত্যের লিখেছেন : ফেরেস্তার মাধ্যমে সালাম পৌঁছানো হয় ।
এটাই স্পষ্ট যে, কোন ব্যক্তি পৌঁছাতে পারে না/ কোন ব্যক্তির মাধ্যমে পৌঁছানো যাবে না ।
336660
১৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০২
sarkar লিখেছেন : আল্লাহ পাক যাদেরকে ঘোমরা করতে চায় তাদের কোনন হেদায়াতের রাস্তা খেলা খাকেনা।আপনার লেখাটা পড়ে আপনার জন্য আপসেোস করা ছাড়া আর কিছুই করার নেই।কারণ যে যায়গায় সন্দেহ থাকলে ঈমান থাকেনা।আপনাকে কোরনুল কারীমের কিংবা হাদীসের কোন দলীল দিলে কোন কাজে আসবে না সেটা আপনার উপস্হাপনায় বুঝা গেছে।তাই আপনার কাছে প্রশ্ন নামাজে নবীজীকে সালাম দেয়া হলে সেই সালামের প্রতিউত্তর কে দেয়??? নামাজের সালামের উত্তর যদি নবীজী দিতে পারে আপনি হাজীদের কাছে সালাম পাঠালে কেন নবীজী উত্তর দিতে পারবে না।
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৯:১৫
278550
জ্ঞানের কথা লিখেছেন : নামাজে সালাম দিলে নবীজি উত্তর দেন এই দলিলটি একটু নিয়ে আসেন দেখি?

যাচাই করে দেখি যদি সঠিক হয় তাহলে মানতে তো কোন বাধানাই! কি বলেন?
১০
336661
১৮ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৯
sarkar লিখেছেন : আপনার উপস্হাপনায় দলীল চেয়েছেন।তাই লিংকটা দিলাম।যদি আপনার কোন কাজে আসে তাই।https://youtu.be/rQw9uQIeVQQ
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৯:০৩
278546
সত্যের লিখেছেন : কি লিঙ্ক দিলেন ? সমস্যায় ভরা, মনে হয় ভাইরাস আছে ?
১১
336697
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
শেখের পোলা লিখেছেন : সালামতো কোন উপঢৌকন দ্রব্য নয় যা অন্যে বয়ে নিয়ে পৌঁছে দেবে৷ এটি শুধুই আবেগ আল্পুত ব্যাপার৷
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৯:০৫
278547
সত্যের লিখেছেন : কুরআন, হাদিসের বর্হিভুত সকল আবেগই গুম্রাহী
১২
336711
১৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু শুধু অপ্রোয়জনিয় বিষয় নিয়ে সময় নষ্ট!!
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৯:০৬
278548
সত্যের লিখেছেন : সঠিক্টা জানা সওয়াবের কাজ
১৩
336745
১৮ আগস্ট ২০১৫ রাত ১০:৩৮
শিহাব আহমদ লিখেছেন : আল্লাহ্ রাব্বুল আলামীন তাঁর হাবীব মুহাম্মদ (সাঃ) এর স্মরণকে সমুন্নত করেছেন (৯৪: ৪)। স¦র্গ-মর্ত্যে প্রতিদিন তাঁর নাম উচ্চারিত হচ্ছে, তাঁর ওপর দরুদ ও সালাম পেশ করা হচ্ছে। মহান আল্লাহর নির্দেশ: Òআল্লাহ্ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি আশীর্বাদ প্রেরণ করেন। হে বিশ্বাসীগণ! তোমরা নবীর ওপর আশিসবাণী পাঠ কর এবং তাঁর প্রতি উত্তম অভিবাদন প্রেরণ কর” (৩৩: ৫৬)। দুনিয়া জুড়ে প্রতিদিনই নামাযে, আযানে ও আলোচনায় তাঁর ওপর দরুদ ও সালাম পেশ করা হচ্ছে, যেখানেই তাঁর নাম উচ্চারিত হচ্ছে সেখানেই তাঁকে উত্তম অভিবাদন জানানো হচ্ছে ।
১৯ আগস্ট ২০১৫ সকাল ০৯:১১
278549
সত্যের লিখেছেন : জ্বী ভাই !
আপনি নিজেই নবী (সাঃ) উপর দরুদ সালাম যে কোন পবিত্র স্থান থেকে পড়তে পারেন ।
পূর্ণ ইমান নিয়ে খাঁটি দিলে পড়লেই তা

সহজ ভাবে পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ করেছেন । কোন ব্যক্তির দরকার নেই
যাজাকাল্লাহু খাইরান !
১৪
336994
১৯ আগস্ট ২০১৫ রাত ১০:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন : সঠিক কিছু পেলে জানাবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File