কোন ব্যক্তি কি রাসুল (সাঃ) এর কাছে সালাম পৌঁছাতে পারে ???
লিখেছেন লিখেছেন সত্যের ১৮ আগস্ট, ২০১৫, ০১:০৩:২২ দুপুর
প্রতি বছরই দেখা যায়, যারা হজ্জ্ব করতে যায়, তাদের কাছে মসজিদের ইমাম, এলাকাবাসী, আত্মীয় স্বজন তার পক্ষ থেকে রাসুল (সাঃ) এর কাছে সালাম পৌঁছাতে বলে ।
অনেক খুজাখুজি করেও কোন কুরআন ও সহীহ হাদিসের দলিল, প্রমান পাচ্ছি না, কোন খুলাফায়ে রাশেদিন, সাহাবা, তাবেঈন, তাবে-তাবেঈন (রাঃ) গণের......
কেউ কি (?) কোন ব্যক্তিকে এভাবে সালাম পৌঁছাতে বলেছেন !!!
তাই জানার আগ্রহ হল,
কোন কি ব্যক্তি রাসুল (সাঃ) এর কাছে সালাম পৌছাতে পারে ?
জানতে পারলাম যার সালাম কবুল করা হবে,
***তা ফেরেস্তাদের মাধ্যমে রাসুল (সাঃ) এর কাছে পৌছান হয়***
এবং রাসুল (সাঃ) এর দেহে রুহ ফিয়াইয়া দেওয়া হয় সালামের জবাব দেওয়ার জন্য ,
***পৃথিবীর যে স্থান থেকে সালাম দেওয়া হোক না কেন***
আল্লাহ তায়ালা এত সহজ ব্যাবস্থা করেছেন, আর আপনি আলেম হয়ে ! বান্দাকে সালাম পৌছাতে বলছেন !
কোন ক্ববরবাসীকে, অন্য ব্যক্তিকে সালাম পৌঁছাতে বলা,
এর কোন সহিহ দলিল থাকলে গ্রন্থের নাম, অধ্যায়, পৃষ্ঠা, আয়াত/হাদিস নং কত......পূর্ণাঙ্গ দলিল সহ
কমেন্টে জানাবেন ?
বিষয়: বিবিধ
১৮২০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খাঁটি তাওবা না করলে অবশ্যই জাহান্নামী হবে
কবর জিয়ারতের সময় কবরের পাশ দিয়ে যেতে যেতে উনাদের সালাম দেওয়া হয় । যেমন সালাম দেওয়া হয় যে কোন কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় কবরবাসীদের শান্তির উদ্দেশ্যে।
পরিবারের সবাই তো আর যেতে পারে না , আর যারা আত্মীয় স্বজন থাকে বা বন্ধু বান্ধব তারাও একই ভাবে যার সেখানে যাবার সুযোগ হয়েছে তার কাছে বলে যে ''রাসূল(সাঃ)কে আমার সালাম পৌছাইয়া দিবেন ''
আপনার সাথে কোন পরিচিত লোকের দেখা হলে এরকম কি কখনও বলে না যে , তোমার আব্বাকে আমার সালাম দিবা ''?
আমরা মুসলমানেরা সব কিছুকেই জটিলভাবে পেঁচিয়ে ঘোলা জল খেতে পছন্দ করি।
-জিবিত মানুষকে সালাম দেয়ার মাধ্যমে এখানে কিয়াস করার কোন চন্স নেই ভাই।
-নিজে থেকে বাড়াবাড়ি করলে তা গ্রহনীয় নয়।
-আপনার মত কোরআন হাদীসের বিপরিত হলে আপনার মতের কোন দাম নাই।
পারলে আল্লাহ, রাসুলেই বানী উল্লেখ করে জটিলতা দূর করুন ।
না পারলে প্রচলিত ধারায় না থেকে কুরআন/হাদিসের দিকে সহজতায় ফিরে আসুন ।
ধন্যবাদ
ধন্যবাদ
ভালো লাগলো
কোন ব্যক্তির মাধ্যমে যে সালাম পৌছানো যাবেনা এমনটিও মনে হয় কোথাও নেই। এটা কোন বিতর্কের বিষয় হলো?
এটাই স্পষ্ট যে, কোন ব্যক্তি পৌঁছাতে পারে না/ কোন ব্যক্তির মাধ্যমে পৌঁছানো যাবে না ।
যাচাই করে দেখি যদি সঠিক হয় তাহলে মানতে তো কোন বাধানাই! কি বলেন?
আপনি নিজেই নবী (সাঃ) উপর দরুদ সালাম যে কোন পবিত্র স্থান থেকে পড়তে পারেন ।
পূর্ণ ইমান নিয়ে খাঁটি দিলে পড়লেই তা
সহজ ভাবে পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ করেছেন । কোন ব্যক্তির দরকার নেই
যাজাকাল্লাহু খাইরান !
মন্তব্য করতে লগইন করুন