তীর্যক উদ্যাপন শেষে দেবীতমা----------------
লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ১৯ জুন, ২০১৪, ০৮:০৩:৪৮ সকাল
তীর্যক উদ্যাপন শেষে দেবীতমা------------
<<<কয়েছ আহমদ বকুল>>>
এই অঙ্গার বুকের তপ্ত উঠোনে
সংশয়াতীত তোমার মিঠি পদচারণ
নির্ভীক নির্জলা সরল সুখবোধ, 'সোনারোদ'
ক্রুশ বিদ্ধ পরার্থ চোখ পিপাসায়
পুনঃ খোঁজেছিলো কিছু শান্তির ওম
রাজহংসীর মতো এসেছিলে
মনোভূমি পুড়া ভূমি করেছিলে তোমার সাঁতার
ঠোঁটের স্বল্পায়ু চাতালে শিখাময়ী
নগ্ন আনন্দ করে আমারে করেছিলে আকণ্ঠ পান
তীব্র তরঙ্গ শেষে
তীর্যক উদ্যাপন শেষে দেবীতমা
তুমি খুব মহতী সংলাপ
আর আমি পাপ অভিশাপ
কাঙাল নদীর শিরায় আমি এক রুক্ষ উপদ্রব।
বিষয়: বিবিধ
৮৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন