তিয়াস আপন এসো সাঁকোর নিমন্ত্রণে
লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ১০ জুলাই, ২০১৪, ০৯:৪৭:৪০ সকাল
তিয়াস আপন এসো সাঁকোর নিমন্ত্রণে // কয়েছ আহমদ বকুল
সাঁকো...........
অসতর্ক রোদের দুপুর
পোহাতে পোহাতে যুগল স্নানের শরীর
তৃষ্ণার্ত সাঁকো লোটায় তীক্ষ্ণ তরঙ্গ জ্যোৎস্নায়
ছাঁই চাপা ভালোবাসা
অস্তিত্বে আগুনের দ্রবণ
শিল্পের শোষন সাঁকো
প্রণত প্রশ্বাস সাঁকো
বহতা জীবন এসো সাঁকোর সংসার শুভ্র নীলে
ওপারে অনাদি আঁধার
এপারে কাঙ্গাল রোদন অবিরাম
রহস্য শোকের উঠোন ভেঙ্গে এসো
এসো আশা এসো মৌন এসো তিয়াস আপন
টুকরো গল্প গুলো সাঁকো উষ্ণতায় করি সুখ।
যুক্তরাজ্য
১০/০৭/২০১৪
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন