হাঁটছে পা হাঁটুক অবিরাম
লিখেছেন লিখেছেন কয়েছ আহমদ বকুল ১২ নভেম্বর, ২০১৪, ০৭:৫৩:৪৫ সকাল
হাঁটছে পা হাঁটুক অবিরাম
কয়েছ আহমদ বকুল
_________________________
অধিকার থেকে প্রবঞ্চনার পথে তোমার পা
বিভ্রান্তির তরলে মোড়া সোনা পা
আমার নুপূর খুলে খোলস পায়ে
খারাপ সংজ্ঞার সুখ অভিমানে করেছ বরণ
মন ফেরে, পা ফেরে না
বুক কাঁপে, কাঁপেনা অধর
কট্টর কমরেড তুমি
ভুল মন্ত্রের ধিক্কা নিয়ে ফাঁসি পথে বাড়িয়েছ পা
তুমিতো উতল ছিলে চঞ্চল রমণী
লুকোচুরি চোখে এখন সত্তার লড়াই
ভুল পথের কাঁটা পায়ে
জীবনের স্বপ্ন ভুলে পুরান পতনে হাঁটে পা
তোমার কোলের কাছে গোপনে জমা আছে
চোখ খুলে দেখ এক ছোট্ট শহর
হাঁটছে পা হাঁটুক অবিরাম
কোল শহর লালন করে আমারই প্রার্থনা সন্তান।
যুক্তরাজ্য
১২/১১/২০১৪
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন