যত খুশি নর্তকী নাচাও ধর্মের কথা যাবে না বলা
লিখেছেন লিখেছেন চোরাবালি ১৯ জুন, ২০১৪, ০৮:২১:৪৯ সকাল
সকালে এসেই খবরের পাতাটি খুলে প্রথমেই যে নিউজটি চোখে পড়ল তা হল " ড. বিলাল ফিলিপসকে অনুষ্টান করতে না দিয়েই ফেরত পাঠালো । কোন ধর্মীয় অনুভূতি সম্পন্ন ব্যক্তির পক্ষের খবরটি সহজ ভাবে নেয়া সম্ভব হবে না যেমনটি আমার পক্ষেও হল না।
বাংলাদেশে কিছুদিন পরপরই দেখা যায় চমকপ্রদ অনুষ্ঠান যেখানে থাকে ভারতীয় উচু দরের পতিতা যাদেরকে আমরা বলি স্টার। এদেশে বিখ্যাত আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে আনাচে কানাচে যেখানে যে রকম সুযোগ পাওয়া যায় তাদেরকে নিয়ে এসে মাস্তি আর ফুর্তিতে মেতে ওঠেন উচ্চ দরের আজাদ মসজিদে জুম্মা নামাজি মুসলমানেরা। তারা আবার নিজেদের মুসলিম বলেও গর্ববোধ করে এবং কখন কখন নামাজ পড়ে সেটি নিয়েও মিডিয়ার সামনে লম্বা ফিরিস্তি করতে দেখি আমরা।
আবার শাহরুখ খানের কাটা লাগা- বিখ্যাত পতিতা দেখার জন্য এদেশের মন্ত্রীদের পর্যন্ত দেখা গেছে চটের উর বসে পরতে; যেমনটি হত যাত্রা পালা দেখার ক্ষেত্রে।
আবার তাদের ছত্র ছায়ায় বা আর্শিবাদে চলে ঢাকার বিভিন্ন নামকরা গেষ্ট হাউজ নামের পতিতালয়ে আর সিসাবারদের মত বারে চলে নৃত্যের নামে যৌন প্রতিযোগিতা। অবাক হওয়ার কিছু থাকবে না যদি এদেশে বিগ অর্গির মত অনুষ্ঠানের আয়োজনও করে থাকে এদেশের আয়োজকেরা।
অন্যদিকে বিগত ২০০৯সাল থেকে এদেশে ইসলামি অনুষ্ঠান; ইসলামিক সভা সমাবেশ; বা ইসলামিক ছোট্ট আলোচনা সভাও করতে দিচ্ছে না শাসক গোষ্ঠী। যদিও একটি সংগঠন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সে অনুষ্ঠান করার চেষ্ঠা করেছে তারা হয়েছে জঙ্গী সংগঠনের সদস্য বলে গ্রেফতার।
তাই এদেশে আজ যত খুশি নর্তকী নাচাও করবে না কেও নিষেধ দিবে না কেও বাধা। থাকবে পুলিশ পটেকশন; পাবে তুমি নিরাপত্তা।
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হককথা।
গানটা হল আমার আমি নাইরে..আমার আমি নাই
আমি যেন সিগারেটের শুন্য প্যাকেট রে
কারা যেন খেয়ে দেয়ে ফেলে রেখেছে...
আমি যেন সিগারেটের শুন্য প্যাকেট রে
কারা যেন খেয়ে দেয়ে ফেলে রেখেছে...
কোন দেশে আছি?
আমাদের(মুসলমানদের) বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে এমন অপকর্মসমূহ করে চলেছে সরকার।
এই ছবিটা অনেক কিছুই বলে দেবে ।
এই সরকার তার সরুপ আবার প্রকা করল। তারপরেও যারা আওয়ামি লিগ কে সমর্থন করবে তারা মুসলিম কিনা সেটাই প্রশ্ন।
হ্যা, মাননীয় প্রধানমন্ত্রীকে গান গাইতে দেখা যায় নি, তাই মমতাজদের দরকার আছে। প্রধানমন্ত্রীকে কখনো জোরজবরদস্তি জামা পরে ঢিংচাক ঢিংচাক করতে দেখা যায়নি, তাই ভারতীয় মালের দরকার আছে। কি, বুঝবার পারছেন?
মন্তব্য করতে লগইন করুন