আন্ধার ঘর
লিখেছেন লিখেছেন সালাহ খান ০৬ মার্চ, ২০১৪, ০৪:০০:৩১ বিকাল
ছোট একটি ঘর
এক টুকরা জমিন ।
না হলে চাষাবাদ
কেমনে যাবে দিন ।
বড় সাদের এই পৃথিবী
ছেড়ে প্রতিদিন ।
আন্ধার ঘরে থাকব সবি
হয়ে গতিহীন ।
কবর হবে বাসর যেদিন
আরো ফুল সজ্জা ।
কেমন জবাব দেবে সেদিন
ঘিরে এলে লজ্জা ।
বিষয়: সাহিত্য
৯৬৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেড়ে প্রতিদিন ।
আন্ধার ঘরে থাকব সবি
হয়ে গতিহীন ।
মন্তব্য করতে লগইন করুন