প্রানের মা !
লিখেছেন লিখেছেন সালাহ খান ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:১৬:০১ বিকাল
মা কথাটি এমন কেন
কিসের এত টান ।
ক্ষণে ক্ষণে কেমন যেন
লাগছে শূন্য প্রান ।
কাছে থাকতে আমি কভু
বুঝিনি তোমায় ।
বারে বারে এখন খুব
পুড়ছে আমায় ।
তোমায় কত বারে বারে
করছি জ্বালাতন ।
সব সয়ে সোহাগ ভরে
করছ আলাপন ।
স্নেহ ডোরে আমায় তুমি
রাখতে প্রিয় বুকে ।
আনমনে ভাবছি আমি
ছিলাম কত সুখে ।
প্রানের মাগো তোমায় আমি
করছি ভীষণ মিস ।
থাকতে যদি এখন তুমি
লাগতো কেমন ইস !
বিষয়: সাহিত্য
৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন