"কষ্টকথন"
লিখেছেন লিখেছেন কায়সার মাহমুদ ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১০:১১ রাত
তুমি আর আমি
দুজনেই দামী,
আগে পরে নাহি কেউ
একসাথেই নামি।
আমি দোষলে আমি দোষী
তুমি দোষলেও আমি,
ভালবাসার অপর নাম
নিছক পাগলামী।
নীলখামে ব্যথাবাঁধা
জানা ছিলো তবু,
শোকের চোখে চোখ
রাখিনি কভু।
তোমার সব্ই যত্নে আছে
আমার পরিশেষ,
তুমি নেই সব্ই আছে
ভালো আছি বেশ।
বিষয়: বিবিধ
৮৯৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ,মিস লাইলাঃ) ;
মন্তব্য করতে লগইন করুন