"জিজ্ঞাসা"

লিখেছেন লিখেছেন কায়সার মাহমুদ ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫০:৩০ রাত

ধরো তোমার হাতে বেঁধে দিলাম

একটি রাখী,

মনটাও তোমার ভরিয়ে দিলাম

ভালোবাসায়।

তুমি কি বন্ধু

বাসবে ভালো ফের?

নাকি প্রেমছেদন করে

দেবে আমায় ফাঁকি?

আচ্ছা,তোমায় নিয়ে নাও ভাসালে

নদীর জলে,

পাড়ি দিলে সহস্র মাইল পথ।

তুমি কি ঠেকাবে আঙ্গুল

আমার আঙ্গুল পরে?

নাকি আমায় বাজে বলে সরিয়ে নেবে

তোমার রাঙা হাত?

ধরো,এক কুয়াশায় শিশির ভেজা

দূর্বা ঘাসে,

দুজন মিলে হাঁটতে গেলাম

খোলা পায়ে।

তুমি কি খুশি মনে হেঁটে যাবে?

নাকি চটিজোড়া পরে নিয়ে

বেখেয়ালী বকা দেবে?

কষ্ট পাবো,নষ্ট হবো এমন হলে;

ফুরিয়ে যাবো কোন ছলে ভুলে গেলে।

বিষয়: বিবিধ

৯২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File