"আবেগ"

লিখেছেন লিখেছেন কায়সার মাহমুদ ১৭ আগস্ট, ২০১৪, ১০:৪৫:৫৭ রাত

"আবেগ" পার্থিব জীবনের অধিকাংশ দুর্ঘটনারই অন্যতম কারণ!

কিছু সময় আমরা এতটাই আবেগবান হয়ে যাই যে,ভালো-মন্দের তফাৎ কি তাই-ই বুঝতে চাইনা।

একজন নিস্পাপ বালককেও সহিংস করে তুলতে পারে এটি।

আবেগী হয়ে একজন ভ্যানচালকের ছেলে সম্পর্ক গড়ে তুলে ১০তলা বিল্ডিংয়ের মালিকের মেয়ের সাথে!

কিংবা,কোটিপতির দুলালীটি রেস্ট্যুরেন্টের কর্মচারীর প্রেমে জড়িয়ে যায়।

অথবা,এই আবেগই দুটি ভিন্ন ধর্মের দুজনাতে ভালোবাসার সম্পর্ক তৈরী করে।

অথচ,সামাজিকতায় এগুলো কোনটারই কোন সু-স্থান নেই।

ভ্যানচালকের ছেলেটি কিংবা রেস্ট্যুরেন্টের কর্মচারী কখনোই ধনীর দুলালীদের যোগ্য নয়!

সমাজে কোটিপতি লোকটির স্ট্যাটাস আছে। তিনি সর্বদায়-ই মেয়েকে সমমর্যাদায় রাখতে চায়বেন।

আবার,অন্য ধর্মের কারো সাথে বিয়ে হলে দুইজন সাময়িক সুখি হলেও পরবর্তী প্রজন্মে সমস্যার সৃষ্টি হয়।

দেখা যায়,একপার্যায়ে এই ধরণের সম্পর্কগুলো মেনে নেয়া হয়।কারণ,এর পৃষ্টে ভালোবাসার নাম লেখা!

কিন্তু,এতে সুখের স্তরটা বরাবরই তলিয়ে যায়!

এইসব মেয়ে কিংবা ছেলে উভয়েরই উচিৎ আবেগে আবেগী না হয়ে তাদের ধর্ম,পরিবারের অবস্থান চিন্তা করে সম্পর্ক তৈরী করা।।

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255316
১৭ আগস্ট ২০১৪ রাত ১০:৫১
বুড়া মিয়া লিখেছেন : আবেগী এ রাতে ...
ঝিরি ঝিরি বাতাসে ...

কি বলছেন এসব? চোরে না শুনে ধর্মের কাহিনী!

গান ধরুন –

দেখলাম, শুনলাম কিছুই বুঝলাম না!
255318
১৭ আগস্ট ২০১৪ রাত ১০:৫৬
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : সহমত
255319
১৭ আগস্ট ২০১৪ রাত ১০:৫৭
কায়সার মাহমুদ লিখেছেন : চোরের পরিশেষ তাইতো শিখের ঘরে Happy
255320
১৭ আগস্ট ২০১৪ রাত ১০:৫৮
আহ জীবন লিখেছেন : আবেগ দিয়েই আবেগি কথা লিখলেন।
১৭ আগস্ট ২০১৪ রাত ১১:০৫
199075
কায়সার মাহমুদ লিখেছেন : Tongue
255323
১৭ আগস্ট ২০১৪ রাত ১১:০৫
কায়সার মাহমুদ লিখেছেন : ধন্যবাদ @ইমরুল ভাই
255369
১৮ আগস্ট ২০১৪ রাত ০৩:৫২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
255414
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪০
কাহাফ লিখেছেন : আবেগকেই প্রেম-ভালবাসা নামে চালিয়ে নৈতিকতা শেষ করতে ভায় লম্পটরা........।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File