আনুষ্ঠানিকতার ফ্রেমে বন্দী মেঘ

লিখেছেন লিখেছেন হৃদয় আমার তলোয়ার ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৩৪:২৮ রাত

আনুষ্ঠানিকতার ফ্রেমে বন্দী মেঘ

আমরা বড়ই হতভাগা জাতি যে, আমাদের দাবিদাওয়া যেন আনুষ্ঠানিকতার মধ্যে সীমাব্ধ। আমরা কিছুই দাবি করে ঠিকই কিন্তু আদায় করতে পারিনা। বছর ঘুরিয়ে যখন ফিরে আসে সে "বার্ষিকী" সেই দিনে সভা-সেমিনার ও মানববন্ধনে আমাদের দাবি সীমাবদ্ধ থাকে। বড় গলাই বক্তব্য দিতে আমরা অভ্যস্ত বিধায় গলাবাজির মধ্যে সীমাবদ্ধ থাকি। সেই দিনটা চলে গেলে আর কারো যেন কোনো খবর থাকেনা। সবাই যেন সেই দিনের আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা থাকে! গতকল তেমনি চলে গেল দেশের আলোচিত সাংবাদিক সাগর - রুনির হত্যার দুই বছর। আমাদের সাংবাদিক সমাজও যেন তাদের সহকর্মীদের ভুলতে বসেছে। তারাও যেন তাদেরই ফ্রেস ক্লাবের আনুষ্ঠানিক দাবির মধ্য সীমাবদ্ধ রইল। অবশই এই কথা ঠিক যে, সাংবাদিকরা যখন ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনের ডাক দিয়েছে তখন সাংবাদিক নেতাদের মধ্যে কয়েকজন সাগর - রুনির রক্তের সাথে বেইমানি করে হাসিনার আচলের তলে বিড়ালের বাচ্চার মত ঢুকে বসে আছে। বড় দুঃখ লাগে যখন তাদের রক্তের সাথে প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীরা উপহাস করে। যেখানে একজন প্রধানমন্ত্রী হইয়ে বলতে পারে যে, কারো বেডরুম পাহারা দেওয়া তার দায়ত্ব নই তাহলে বুঝতে হবে কার শাসনের আমলে দেশে বাস করছি। তার কথা থেকে এটাই স্পষ্ট হলো যে, কেউ বেডরুমে মারা গেলে তার বিচার হাসিনা সরকার করতে পারবেনা। আসলে সত্য সে বাংলাদেশের জনগনের প্রধানমন্ত্রী নই। সে কারো এজেন্ট হিসেবে কাজ করতছে।

যেখানে কোনো প্রমান ছাড়াই গত বছরের ৩০ ডিসেম্বর খুন হওয়া বেসরকারি সিকিউরিটি কোম্পানি ‘সিকিউরেক্স’-এর ব্যবস্থাপক সরদার রফিকুজ্জামানের খুনি ফাহরিনা ওরফে মিষ্টিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তাহলে দুই বছর পার হয়ে গেলেও সাগর - রুনির খুনিদের বা কার নির্দেশে খুন করা হয়েছে তাদের কেন গ্রেপ্তার করতে পারতেছেনা? এমনকি খুনের মুটিভ কি তাও বলতে পারতেছেনা! রহস্যটা কোথায়? খুনিরা কেনই বা শুধু ল্যপটপ নিয়েছে আর কিছু নেয়নি কেন? ওই ল্যপটপ এমন কি ছিল যে দুই জনকে খুন করে ল্যপটপটা নিতে হয়ছে? তারা দুইজন যে দুই চ্যানেলে কাজ করতো সে দুই চ্যানেল হলো কুখ্যাত। তারা খুন হওয়ার পর এ টি এনের মালিক রুনির চরিত্র হননের চেষ্টা করেছিল কেন? তত্কালীন স্বরাষ্ট্র মন্ত্রী মখাও একই সুর বাজিয়ে ছিল কেন? হাসিনা কেন বেডরুম নিয়ে উপহাস করেছিল? এই সব একই সুতে গাতা নই কি? এবার জাতিকে বুঝতে হবে কারা এদের আসল খুনি। আমার মনে হয়না মেঘ তার বাবা মায়ের হত্যাকান্ডের বিচার পাবে। যখন প্রতি বছর তাদের মিত্যুবার্ষিকী আসবে তখন আনুষ্টানিকতা পালনের মধ্যে তাদের বিচার চাইব। এবং মিডিয়া গুলতে মেঘের প্রতি দরদ বেড়ে যাবে। তাইতো বলি আনুষ্ঠানিকতার ফ্রেমে বন্দী মেঘ।

বিষয়: বিবিধ

১০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File