মায়ের ১৭তম মৃত্যুবার্ষিকী

লিখেছেন লিখেছেন হৃদয় আমার তলোয়ার ০৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:১০:২০ বিকাল

পৃথীবিতে সবচেয়ে শান্তির স্থান হল মায়ের কোল।সন্তানের জন্য মায়ের আদর হল অমূল্য ধন। পৃথীবির সব

ভালবাসার মধ্যে স্বার্থ নিহিত কিন্তু মায়ের ভালবাসা হল স্বার্থহীন। আল্লাহ তায়ালা মায়ের পায়ের নিচে রেখেছেন সন্তানের বেহেস্ত।

মা ছাড়া এই পৃথীবিটি মূল্যহীন।

আজ 'মা' বলে ডাকতে পারতেছি না দীর্ঘ ১৬ বছর হয়ে গেল। এই মা আমাকে শিশু অবস্থায় ফেলে আল্লাহ তায়ালার সান্নিধ্যে চলে গেছেন। যখন কাউকে মা বলে ডাকতে শুনি তখন আমার খুব ইচ্ছা হয় মা বলে ডাকতে কিন্তু পারি না। মনের অজান্তেই দুই চোখের অশ্রু গড়ে পড়ে।

আমার মায়ের শেষ আদর পেয়েছিলাম ১৯৯৮ সালের ৭ ফেব্রুয়ারি রাত ১১ টায়। তখন আম্মু ইউএসটিসি হাসপাতালের বিছায় শুয়ানো অবস্থায় ছিলেন। আমাকে হাসি মুখে মাথায় হাত বুলিয়ে দুই গালে চুমু দিয়ে বিদায় দিয়েছেন। সাথে আমার ভাইয়া ও আব্বু ছিল। কে জানত এই মা ছেলের শেষ দেখা হবে।

আজ আমার মায়ের ১৭ তম মৃত্যুবার্ষিকী।

আজ থেকে ১৭ বছর আগে একটি রবিবার ছিল আমাদের পরিবারের জন্য শোকাহত ও বেদনার্ত দিন। ১৯৯৮ সালে ৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১.৩০ মিঃ আমাদেরকে শোকের সাগরে ভেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের মা জননী। আজ সতের বছর পর ঘুরে ফিরে এল সেই রবিবার।

সবার কাছে আমার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহতায়ালা যেন আমার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

হে আল্লাহ আমার মায়ের সকল গোনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন-আমিন।

বিষয়: বিবিধ

২৪০৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303542
০৮ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার মা'কে জান্নাতুল ফেরদৌস দান করুন-আমিন।
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৩
245995
হৃদয় আমার তলোয়ার লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
303547
০৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
সজল আহমেদ লিখেছেন : আজ ১৭ টা বছর হল আপনি মা হারা শুনতেই কেমন যেন লাগে!
আমি আল্লাহ্ পাক রাব্বুল আলআমিনের কাছে দুআ করি তিনি যেন আপনার মাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ।আর বছরের এই দিনটাতে তিনি আপনাদের শোক কিছুটা কমিয়ে দেন ।আমীন
১২ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৫
245996
হৃদয় আমার তলোয়ার লিখেছেন : ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সহমর্মিতা ও দোয়ার জন্য
311494
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আজ খুব পড়ছে মনে মাকে
মায়ার বাধনে বেধেছে আমাকে
স্নেহের ছায়ায় আমায় রেখে
যে মা রোদ সয়েছে...

আপনার মায়ের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ্‌ তাকে জান্নাত নসীব করুন।
365484
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৬
হৃদয় আমার তলোয়ার লিখেছেন : গাজী সালাহউদ্দিন ভাই অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File