ধিক্কার জানাই সামু ব্লগকে

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১৬:৩৯ দুপুর



সামু ব্লগ এবং টুডে ব্লগ দুটোতেই একই সাথে একাউন্ট খুলেছিলাম। দুটোতেই একই লেখা লিখতাম। কিন্তু অনেক লেখা তারা মুছে ফেলত। সামু ব্লগের শ্লোগান হচ্ছে "বাঁধ ভাঙার আওয়াজ" কিন্তু লেখা উনাদের মন মত না হলে উনারা লেখাটি মুছে ফেলে। বিরোধী মত কখনই উনারা সহ্য করতে পারেন না। উনারা ঠিকই উনাদের বিরোধী পক্ষে সমালোচনা করেন। কিন্তু আপনি যদি সেটার সমালোচনা করেন তবে আপনাকে ব্লক করে দিবে। আমি গত রাতে আজকের সাইদীর রায় নিয়ে একটি বিশ্লেষণধর্মী লেখা লিখেছিলাম। কিন্তু উনারা সেটা মুছে ফেললেন এবং উপরের এই নোটিশটি আমার ওয়ালে ঝুলিয়ে দিয়েছে। উনাদের শ্লোগানের সাথে উনাদের কাজের এবং কথার কোন মিল নাই। উনাদেরকে আমি ধিক্কার জানায়...

বিষয়: বিবিধ

১৩৯০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266071
১৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : আমু সামুতে যান কেন?
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
209847
তূর্য রাসেল লিখেছেন : Crying
266078
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৪
বেদনা মধুর লিখেছেন : মানুষ এর ব্লগ মনে করে কেও সামুতে গেলেও ভুল বুঝতে পেরে আবার চলে আসে। আমি মাঝে মাঝে দূর থেকে দেখি শুধু। আমার কাছে শিং নাই। তাই ভিতরে ঢুকতে সাহস হয় না। Big Grin Big Grin
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
209848
তূর্য রাসেল লিখেছেন : Clown
266082
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৬
প্রবাসী মজুমদার লিখেছেন : সামু একটি পক্ষপাতদুষ্ট ব্লগ। এখানে বামপন্থীদের অবস্থান। ওরা গণতন্ত্রের কথা বলে কিণ্তু শুধু ওদের জন্য।
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৭
209857
তূর্য রাসেল লিখেছেন : ঠিক বলেছেন
266084
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৯
ফেরারী মন লিখেছেন : টুডে ব্লগেই অনেক আরাম। সেখানে গিয়ে লাভ কি? খালি গালাগাল ছাড়া আর তেমনি কিছু পাইনি সামুতে।
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৭
209858
তূর্য রাসেল লিখেছেন : ওরা গালাগালিতে ওস্তাদ
266092
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সামু এখন একটি মিডিয়ার মত ব্লগ। যেখানে সত্য বলা নিষেধ।
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৮
209859
তূর্য রাসেল লিখেছেন : Applause Applause Applause
266113
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৫
চিরবিদ্রোহী লিখেছেন : সামু, আমু (আমার ব্লগ)-এ এই অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে। সেই জন্যে উষ্টা মেরে চলে আসছি।
বাই দ্যা ওয়ে, পোস্টটা সামু তে দিয়েছেন তো?
266116
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২০
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সামু নামের কামু ওয়ালাদের ওখানে না গেলেই তো পারতেন। খামোখা ওখানে গিয়ে গ্যাঞ্জাম লাগানোর দরকার কি?
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
209886
তূর্য রাসেল লিখেছেন : আর যাব না ভাই..লাথ্থি দিয়া চলে আসছি
266119
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৩
মাজহারুল ইসলাম লিখেছেন : শেষ পর্যন্ত আপনিও এই সমস্যায় পড়েছেন, আমারে অনেক আগে ব্লক করে দিয়েছে তারা আর আমাদের একটা টিম আছে ঐ টিমের সবাইকে ব্লক করে দিছে সামু।
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩০
209897
তূর্য রাসেল লিখেছেন : হুমমমমম....
269452
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩১
এ এম ডি লিখেছেন : সামু মামুর কপালে লাট্টি মাইরা আইসা পড়ছি আমিপ্রায় ৮ মাস আগে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File