ধিক্কার জানাই সামু ব্লগকে
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:১৬:৩৯ দুপুর
সামু ব্লগ এবং টুডে ব্লগ দুটোতেই একই সাথে একাউন্ট খুলেছিলাম। দুটোতেই একই লেখা লিখতাম। কিন্তু অনেক লেখা তারা মুছে ফেলত। সামু ব্লগের শ্লোগান হচ্ছে "বাঁধ ভাঙার আওয়াজ" কিন্তু লেখা উনাদের মন মত না হলে উনারা লেখাটি মুছে ফেলে। বিরোধী মত কখনই উনারা সহ্য করতে পারেন না। উনারা ঠিকই উনাদের বিরোধী পক্ষে সমালোচনা করেন। কিন্তু আপনি যদি সেটার সমালোচনা করেন তবে আপনাকে ব্লক করে দিবে। আমি গত রাতে আজকের সাইদীর রায় নিয়ে একটি বিশ্লেষণধর্মী লেখা লিখেছিলাম। কিন্তু উনারা সেটা মুছে ফেললেন এবং উপরের এই নোটিশটি আমার ওয়ালে ঝুলিয়ে দিয়েছে। উনাদের শ্লোগানের সাথে উনাদের কাজের এবং কথার কোন মিল নাই। উনাদেরকে আমি ধিক্কার জানায়...
বিষয়: বিবিধ
১৩৯০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাই দ্যা ওয়ে, পোস্টটা সামু তে দিয়েছেন তো?
মন্তব্য করতে লগইন করুন