জামায়াতের টাকা খেয়ে বিচারপতিরা এই রায় দিয়েছেন।

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ১৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:২৯:২৮ দুপুর

সকাল বেলা রায়ের প্রতিক্রিয়া শুনছিলাম।চ্যানেল আইতে। শাহবাগের প্রজন্ম (কেউ বলেন প্রজনন) চত্তরে জনা বিশ পোলাপাইন নিয়ে বসা জনাব ইমরান এইচ সরকারের মিডিয়া ইন্টারভিউ।

তিনি আল্লামা সাঈদী সাহেবের রায় নিয়ে বেশ উপভোগ্য ও ভয়ংকর মন্তব্য করেছেন।

আমি মনে করি জনাব ইমরান সত্য বলেছেন। এখন উচিত হবে - অতি মান সম্মান ওয়ালা সেনসেটিভ বিচারপতিরা এর জবাব দিবেন।তলব করবেন আদালতে।জিজ্ঞেস করবেন!

নতুবা চরম বিতর্ক উঠতে ই পারে আগের রায় গুলো লিখতে সরকার এবং ভারত থেকে কত টাকা নিয়েছেন এই সব মাননীয় বিচারপতিরা।

ইমরান এইচ বলেছেন -

# এই রায় জাতীর সাথে প্রতারণা করা হয়েছে।

# রাজনীতিবীদরা হল ভন্ড প্রতারক এবং দেশদ্রোহী।

# আত্মীয়তা করে রাজাকারদেরকে জায়েজ করছে সরকার।সম্ভবত তিনি শেখ হাসিনার বেয়াইর কথা বলেছেন।

# বিচারপতিরা জামায়াতের টাকা খেয়ে রায় লিখেছেন।ভয়ংকর অভিযোগ। সব মান সম্মান গেল।

# আবার বলেছেন - বিচারপতিরা ইসলামী ব্যাংকের টাকা খেয়ে রায় দিয়েছেন।এই পয়েন্টে সরকারকেও অভিযুক্ত করেছেন।

# যে মিডিয়া ইমরানকে নিয়ে মাতামাতি করেছিল গত ফ্রেব্রুয়ারীতে। তাদেরকে বকাবকি করেছেন।

# দেশের বুদ্বিজীবিদেরকে কিছুটা ধমক দিয়েছেন।


=================================

আমি শুনছিলাম - আর ভাবছিলাম - কেমন করে বাকশালীদের লালিত পালিত ঘরের ছেলে এমন কথা বলছে? দেশের সবচেয়ে সম্মানীত, সবচেয়ে বড় আদালতের মানুষগুলোকে ভাড়াটিয়া, ঘুষখোর,দালাল বানিয়ে প্রকাশ্যে মিডিয়ায় বলছে।

আমার মতে ইমরান রাগের মাথায় - বলতে গিয়ে আসল সত্যটা উচ্চারণ করেননি।একটু পরিস্কার করতে পারলে হয়তো জাতী জানতে পারতো? বিচারপতি সিনহার কথা স্কাইপি সংলাপে জানতে পেরেছিলাম।পরিস্কার হত বাকিরা কত টাকা,আর কি কি সুযোগ সুবিধা নিয়েছেন শতাব্দীর এই কলঙ্ক ক্যাঙ্গারু ট্রাইব্রুনালের মহড়া দিতে।

==================================

আমার মতে ইমরান- তুহিন- শাহরিরয়ার- মুনতাসীর- বাচ্ছুরা ভাল করে জানেন। এই ট্রাইব্রুনালের বিচারপতিরা কিভাবে মানবতাকে হত্যা করছেন কল্পিত সব অভিযোগে। কিভাবে বাকশালী কসাই হিসাবে নিজেদেরকে ইতিহাসে স্থান করছেন সরকার এবং বিদেশী প্রভুদের ইশারায়।

ইমরানের এই বক্তব্য প্রমান করে কিছু একটা ডিল হয়েছে।নতুবা এভাবে প্রকাশ্যে কেমন করে বলতে পারেন।

===============================

ইমরান যেহেতু প্রকাশ্যে মিডিয়ায় দাবী করেছেন - জামায়াত এবং ইসলামী ব্যাংক থেকে পয়সা খেয়ে রায় দেয়া হয়েছে। তাই প্রধান বিচারপতি সহ সরকার এটা জাতীর কাছে পরিস্কার করতে হবে।নতুবা জনগণ মনে করবে আমাদের প্রধান বিচরপতি সহ বড় আদালতের মাননীয়! ব্যক্তিগত অর্থের বিনিময়ে রায় দেন।

===================================

আপনারা কি মনে করেন। আলোচিত বক্তব্য আমার নয়। বরং তা জনাব ডাঃ ইমরান এইচ সরকারের।

বিষয়: বিবিধ

১২৩২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266072
১৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : হুম
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২১
209851
ইবনে আহমাদ লিখেছেন : মন্তব্যে হুম করার জন্য ধন্যবাদ।
266083
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৯
আবু ফারিহা লিখেছেন : বিচার পতিরা যদি সত্যিই টাকা খেয়ে থাকেন তাহলে তো চুপচাপই থাকবেন। অার যদি টাকা না খেয়ে থাকেন তাহলে তাদের দ্বায়িত্ব হলো ইমরান সরকারকে বিচারের সম্মুখীন করা।
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২২
209852
ইবনে আহমাদ লিখেছেন : তা একদিন বাস্তবায়িত হবেই। প্রয়োজন সকলের মিলে কাজ করতে হবে।
266091
১৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মিথ্যার উপর যে রায় সেই রায় নিয়া বিতর্ক হবেই।
কারন কে কত ভাগ পেল সেটা নিয়াই তো সমস্যা!!!
১৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
209863
ইবনে আহমাদ লিখেছেন : এই রায়গুলোর আসল চেহারা জাতির সামনে আনতে হবে আমাদের বিচার ব্যবস্থার স্বার্থে।
266095
১৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
শেখের পোলা লিখেছেন : ইমরানের অভিযোগ সংশ্লিষ্টরা মেনে নিলে কে কত আর কোথা থেকে পেয়েছে তা জানতে চাই, আর না মানলে তাকে রিমাণ্ডে নিয়ে সত্য বার করার ব্যবস্থা চাই৷
১৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
209864
ইবনে আহমাদ লিখেছেন : আমি আপনার সাথে একমত।
266098
১৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
ফেরারী মন লিখেছেন : সন্দেহ কিছুটা ঘনিভূত হচ্ছে Thinking Thinking
266103
১৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
ইবনে আহমাদ লিখেছেন : কিসের সন্দেহ।
266115
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সাঈদীকে গ্রেপ্তার পক্রিয়া থেকে শুরু করে মৃত্যুদন্ডের রায় দেয়া, আবার আপিল বিভাগের রায়ে কিছুটা পরিবর্তন করা সবই তো দুনিয়ার নিকৃষ্টতম মিথ্যাচারে ভরা। এ নিয়ে নতুনভাবে রায়ের উপর মন্তব্য করে গ্যাঞ্জাম লাগানোর খামোখা দরকার কি?
266890
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : অবশ্যয় টাকা খেয়ে বিচারপতিরা এই রায় দিয়েছেন। তবে টাকা জামায়ত দেইনি। দিয়েছে আওয়ামীলীগ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File