এই নষ্ট-ভ্রষ্ট-গাঁজাখুরী গল্পের শেষ হবে কবে?

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ২৭ অক্টোবর, ২০১৫, ০৫:২৮:০৭ বিকাল



দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যতই খারাপ হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে মাথা খারাপ হচ্ছে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে ব্যর্থ সরকার ও তার তল্পিবাহক পুলিশ বাহিনীর। এ পর্যন্ত যতগুলো নাশকতার ঘটনা ঘটেছে আইন-শৃঙ্খলা বাহিনী কোনটারই কার্যকর ক্লু উদ্ঘাটন করতে পারেনি বরং আই.এস, হুজি, জঙ্গি হামলা, আনসারুল্লাহ বাংলা টীম সহ নানারকম গল্প ফেঁদে পরিস্থিতি কে জটিল করে তুলেছে। যে কোন ঘটনাকে তদন্ত ছাড়াই সরকার উৎখাতের জন্য বিএনপি-জামায়াতের ষড় যন্ত্র বলে চালিয়ে দেয়া তাদের একটা মানসিক বিকারে পরিণত হয়েছে।



তারা তাদের সর্বশেষ গাঁজাখুরী গল্প ফেঁদেছে যুদ্ধাপরাধের মামলার বিচারে আইনী সহায়তায় নিয়োজিত মাওলানা নিজামী ও আলী আহসান মুজাহিদ এর আইনজীবী শিশির মুহাম্মদ মনির, এডভোকেট আসাদ উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও নেতৃবৃন্দকে নিয়ে।

সকল পত্র-পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত সংবাদ মাধ্যমের বরাতে দেশের মানুষ জানে যে, গত গত ২৩ অক্টোবর' ২০১৫, সন্ধ্যায় ডিবি পুলিশ অকস্মাৎ এডভোকেট শিশির মনিরের বাসায় হানা দেয়, একই দিন বিকেলে তারা সিরাজগন্জ থেকে এডভোকেট আসাদ উদ্দিন কে এবংগুলশান থেকে নিজ পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান ও তার অপর একজন সহকর্মী ইবনেসিনার সিনিয়র কর্মকর্তা আব্দুর রাজ্জাক কে আটক করে। এডভোকেট আসাদ ও জাহিদুর রহমান কে গ্রেফতারের বিষয়টি সর্বমহলে জানাজানি হলেও ডিবি তা নির্লজ্জ ভাবে অস্বীকার করে। এডভোকেট শিশির মনিরের উপর এহেন বে-আইনী পুলিশী হয়রানীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবীগণ প্রতিবাদে সোচ্চার হন এবং শিশির মনিরের জীবন ও পরিবারের প্রটেকশন চেয়ে সুপ্রিমকোর্ট বারের সভাপতি জৈষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মহামান্য সুপ্রিমকোর্টের প্রোটেকশন চান।

২ দিন অজ্ঞাত স্থানে আটক রাখার পর গত ২৫অক্টোবর' ২০১৫ তারিখ ডিবি পুলিশ সাবেক শিবির সভাপতি জাহিদুর রহমান, এডভোকেট আসাদ উদ্দিন এবং ইবনেসিনার কর্মকর্তা আব্দুর রাজ্জাক কে আদালতে উপস্থাপন করে। অত্যন্ত হাস্যকর ও মজার ব্যপার হচ্ছে তাদের কে আদালতে উপস্থাপন করার সময় ডিবি এক মজাদার গল্পের জন্ম দেয়। আদালতে দাখিলকৃত গল্পে পুলিশ দাবী করে গত ২৪-১০-২০১৫ ইং তারিখে তারা নাকি গোপন সূত্রে খবর পায় যে শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, এডভোকেট আসাদ উদ্দিন, শিবিরের সাবেক সেক্রেটারী জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের আইনজীবী শিশির মনির, শিবিরের অপর দুই সাবেক সভাপতি মজিবুর রহমান মন্জু ও রেজাউল করিম, আরও কিছু সাবেক শিবির নেতা, কয়েকজন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং কলামিস্ট মিলে সরকার উৎখাতের জন্য মোহাম্মদপুরস্থ লালমাটিয়া আড়ং ভবনে বসে একটি গোপন মিটিং করছে। ডিবি পুলিশ তাৎক্ষণিক সেখানে সাঁড়াশী অভিযান চালায় এবং সেখান থেকে হাতেনাতে জাহিদুর রহমান, এডভোকেট আসাদ উদ্দিন ও আব্দুর রাজ্জাক কে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকী নেতা, বুদ্ধীজীবি ও কলামিস্টরা পালিয়ে যায়। পুলিশ ৫৪ ধারায় তাদের এই থ্রিলিং অভিজানের বর্ণনা দেয় এবং উপস্থাপিত আসামীদের ১০ দিনের রিমান্ড চায়।



মজার ব্যপার হলো ৩দিন আগে গুলশান থেকে গ্রেফতারকৃত এবং ডিবি হেফাজতে থাকা জাহিদুর রহমান ও আব্দুর রাজ্জাক এবং সিরাজগন্জ থেকে আটক ও ডিবি কার্যালয়ে বন্দী থাকা অবস্থায় আসাদ উদ্দিন কিভাবে একসাথ হয়ে মোহাম্মদপুরে গোপন মিটিং করতে পারে! বারংবার নিজ বাসভবনে পুলিশী হয়রানীর মুখে মাননীয় সুপ্রিম কোর্টের প্রোটেকশন চাওয়া এডভোকেট শিশির মনির কিভাবে গোপন মিটিং করতে পারে? আরও হাস্যকর ব্যপার হলো নিজের মা কে নিয়ে সৌদী আরবে হজ্ব পালনরত সাবেক শিবির সভাপতি মজিবুর রহমান মন্জু কিভাবে সেই মিটিং এ উপস্থিত থাকতে পারে?

এসব হাস্যকর বানোয়াট গল্প কি সরকারকে যেন তেন করে তুষ্ট করার মরিয়া প্রচেষ্টা! নাকি দেশের আইন-বিচার ব্যবস্থা কে প্রহসনে পরিণত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ বিশেষ?

এহেন ধারাবাহিক নির্লজ্জ মিথ্যা গল্পের বেসাতী কি সহসা বন্ধ হবে? নাকি কোন বিশেষ মহল কে আড়াল করার জন্য নির্দোষ সৃষ্টিশীল মানুষদের জিম্মী করে তাদের উপর জঘন্য অত্যাচার, রিমান্ডের পৈচাশিকতা চলতেই থাকবে?

জাতির বিবেকের কাছে আজ একটাই প্রশ্ন ???

বিষয়: বিবিধ

২৪৮৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347429
২৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই পুলিশ মরহুম কবি মতিউর রহমান মল্লিক কে হামলায় অংশ নেওয়ার আসামী করে ছিল!! নতুন আর কি???
347434
২৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
ইবনে আহমাদ লিখেছেন : ঠিকই বলেছেন ভাই। প্রশ্ন হল - তাহা কবে পর্যন্ত!!! আপনাকে ধন্যবাদ।
347442
২৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
288472
ইবনে আহমাদ লিখেছেন : ভাই আপনার কি ভাল লাগলো তা খোলাসা করুন। পুলিশের বানিজ্য না অন্য কিছু?
347446
২৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
শেখের পোলা লিখেছেন : কোন জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখলেন? যে জাতি মরে ভূত হয়ে গেছে৷ যে জাতিকে আওয়ামী ওঝারা ঝাঁটা আর ছেঁড়া জুতা মুখে নিয়ে বোতলে ভরে সাগরে ফেলে দিয়েছে৷অপেক্ষা করুন আর আল্লাহর ফায়সালার উপর বিশ্বাস রাখুন৷ধন্যবাদ৷
২৭ অক্টোবর ২০১৫ রাত ০৮:০৯
288483
ইবনে আহমাদ লিখেছেন : অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আপনার মত মানুষ আমাদের সমাজে রয়েছে অসংখ্য অগণিত।
347447
২৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এই জালিমদের বর্তমানে এমন অবস্থা হয়েছে কখন কি বলে বা কাকে কি বলে নিজেরাই জানে না টোটালি নিজেদের ব্যালেন্জের বাইরে
অচিরেই জুলুমবাজদের পতন দেখব এবং কঠিন থেকে কঠিন পরিনতিও অবলোকন করব
নিরিহ এবং নিরপরাধ ভাইদেরকে যেই ভাবে জুলুমের স্বীকার হতে হচ্ছে তাতে মনে হয় আল্লাহর সিদ্ধান্ত অতিসত্তর বাস্তবায়িত হবে
আপনাকে অনেক ধন্যবাদ
347456
২৭ অক্টোবর ২০১৫ রাত ০৮:১৩
ইবনে আহমাদ লিখেছেন : যে কোন প্রশাসনের শেষ পর্যায়ের অবস্থা হল এটা। ভয়ের কারন নেই। বরং আপনার চিন্তাই বাস্তবায়িত হবে।
347464
২৭ অক্টোবর ২০১৫ রাত ০৯:২৮
আবু জান্নাত লিখেছেন : ভাইয়া আপনার প্রতি মন্তব্যগুলো মন্তব্যকারী বরাবর হচ্ছে না। একটু খেয়ার করলে ব্যপারটা পরিস্কার হয়ে যাবে।

দেশ আজ জালিমের কারখানায় পরিণত হয়েছে। সু-বিচার, ইনসাফ ও মানতবা সবই আজ দূর বহুদূর।

২৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৮
288683
ইবনে আহমাদ লিখেছেন : জুলুমবাজদেরকে মহান আল্রাহ পছন্দ করেন না। সময়ের ব্যাপার।
347489
২৮ অক্টোবর ২০১৫ রাত ১২:১০
নূর আল আমিন লিখেছেন : রিদওয়ান কবির সবুজ
লিখেছেন : এই পুলিশ
মরহুম কবি মতিউর
রহমান মল্লিক কে
হামলায় অংশ নেওয়ার
আসামী করে ছিল!!
নতুন আর কি???
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৭
288682
ইবনে আহমাদ লিখেছেন : নতুন নয়। তবে তার শেষ হবে ইনশাআল্লাহ। খুব কাছেই।
347500
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৬
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
আপনার লিখায় বিবেকসম্পন্ন মানুষের মানুষিক অবস্থা তথা হতাশা বিমূর্ত হয়েছে।

কিন্তু, যেখানে সারা পৃথিবীর সর্বস্তরের সাধারন মানুষ, মহা এক পরিকল্পনার প্রেক্ষিতে, তথাকথিত আইন নামক অদৃশ্য এক প্রেফারেন্সিয়াল সিস্টেম এ আটকে পড়ে, পরিপূর্ন এ্যানস্লেইভারীতে জীবন যাপন করতে বাধ্য হয়ে পড়েছে, গুটিকয়েক মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার উপর সরকারপ্রধান হতে শুরু করে দফাদার অবধি সকলে ডানে বায়ে কাত হতে বাধ্য - সেখানে আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য মূলতঃ কোন বিবেক নেই।

বিবেক এখন কচু পাতার পানির ন্যায় টলটলায়মান। নিউজ, ভিউজ এর কারনে যা কিছু নড়ে উঠতে চায় - সিস্টেম ও অদৃশ্য বাউন্ডারী ওয়াল এখন সেই নড়চড়কেও নিয়ন্ত্রন করছে।

বরং সময় হয়েছে জানার ও বোঝার সেই অদৃশ্য সিস্টেমের জন্মদাতাদের চেনার, জানার ও বোঝার এবং সিস্টেমটি কিভাবে আমাকে আপনাকে আপনার দেশবাসীকে এ্যানস্লেইভ করেছে - একবার বুঝলে আপনি আমি হয়তো বের হবার চেষ্টা করতে পারি। কিন্তু তা না করলে এমন হতাশায় কষ্টে হাত পা ছোড়াছুড়ি ছাড়া আর কিছু করার থাকে না।

আল্লাহ আপনার কষ্টকে শান্তিতে রূপান্তর করুক আর মজলুম এর উপর ট্রান্কুইলিটি নিশ্চিত করুক এবং আখেরাতে পুরুষ্কৃত করুক।
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৭
288681
ইবনে আহমাদ লিখেছেন : মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার অবশ্যই এই সব মজলূমরা পাবে।
বাকি থাকলো আপনার দোয়া। সেটাও কবুল হবে।
হতাশার মধ্যে আপনার মত মানুষই আশার বাতিঘর।
ধন্যবাদ।

১০
347510
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৭
কাহাফ লিখেছেন :
সর্বক্ষেত্রেই অরাজকতা বিরাজ করছে আজকের সমাজে!
'গাজার নৌকা বাতাসে ভাসে' এই কথা সবাই জানলেও পুলিশ নামীয় লীগ চেলারা তাও ভূলে গেছে!
চেতনাময় নেশায় চেতনাহীন রাষ্ট্রীয় সকল বিভাগ!
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৪
288675
ইবনে আহমাদ লিখেছেন : বড় চমতকার মন্তব্য। বর্তমান সময়ের সঠিক মূল্যায়ন। আপনাকে ধন্যাবাদ।
১১
347592
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৯:২৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সত্যের বিজয় অনিবার্য,
মিথ্যার বিণাশ অবশ্যম্ভাবী,
সত্যের সাথে থাকাই ঈমানের দাবী

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৩
288674
ইবনে আহমাদ লিখেছেন : জাযাকাল্লাহ - ঈমানের দাবী মত আমরা যেন আমাদের ভুমিকা পালন করতে পারি।
১২
347682
২৯ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৯
আবু ফারিহা লিখেছেন : নিজেদের ক্ষমতা চিরস্হায়ী করার নেশায় ওরা সবাই পাগলা কুত্তা হয়ে গেছে। তাই যা তা বকছে।
০৯ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
289729
ইবনে আহমাদ লিখেছেন : দুনিয়ার সব ক্ষমতার শেষ হয়। এই চিরস্থায়ী সত্যটা ভুলে মানুষ কাজ করে। সবাইকে আল্লাহ হেদায়াত করুন। আমীন।
১৩
349304
১০ নভেম্বর ২০১৫ রাত ১১:৫৯
রফিক ফয়েজী লিখেছেন : ক্ষমতার ধান্ধায় আন্ধা হয়ে ঘুরছে আওয়ামীলীগ। আর বেশিদিন নয়। ইনশাআল্লাহ।
২৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:০৭
295316
ইবনে আহমাদ লিখেছেন : ইনশাআল্লাহ। প্রয়োজন আমদের নিজেদের আত্মশুদ্ধির।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File