কি ঘটেছিল সেদিন? কে বা কারা ঘটিয়েছিল সেই ঘটনাগুলো?
লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫৬:২৯ সন্ধ্যা
১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পৃথীবির মানচিত্রে জন্ম নেয় এক লাল সবুজ দেশ বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পরেই দ্রুত দৃশ্যপট পাল্টাতে থাকে। মানুষ মুখোমুখি হয় এক ভয়াবহ পরিস্থিতির। অল্প সময়ের ব্যাবধানে প্রাণ হারায় স্বাধিনতার দুই প্রাণপুরুষ। আরও প্রাণ হারায় জাতীয় চার নেতা। কিন্তু কেন এমন হল? এ ঘটনাগুলোর পিছনের ঘটনা কি ছিল? কে বা কারা এ ঘটনাগুলো ঘটিয়েছিল? কেন ঘটিয়েছিল? সেই দিন ধানমন্ডি ৩২নং এ কি হয়েছিল? চট্টগ্রাম সার্কিট হাউসে কি ঘটেছিল সেদিন? এগুলো জানতে হলে আপনাকে অ্যান্থনী মাসকারেণহাস এর লিখিত “বাংলাদেশ: এ লিগ্যাসি অব ব্লাড” বইটি পড়তে হবে। এটা অত্যান্ত নির্ভরযোগ্য একটি দলিল হিসেবে ধরা হয়। এই বইটিতে প্রায় ২০০ টিরও বেশি সাক্ষাৎকার সন্নিবেশিত হয়েছে। শেখ মুজিব, জিয়াউর রহমান, কর্নেল রশিদসহ সংশ্লিষ্ঠ সবার মোটামুটি সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বইটি এতটাই জিবন্ত যে ঘটনাগুলো পড়তে পড়তে আপনি একেবারেই ঘটনার মধ্যে ঢুকে যাবেন। মনে হবে আপনার চোখের সামনেই ঘটছে সব। আপনারা বইটির পিডিএফ বাংলা অনুবাদ আমার কাছ থেকে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ইমেইলটা আমার ফেসবুক ইনবক্সে পাঠিয়ে দিবেন। অথবা আমাকে মেইল করতে পারেন অথবা আপনি সরাসরি বইটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন- http://www.mediafire.com/view/i5f11y35hi0741p/bangladesh_rokter_rin.pdf
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আফনার হায়াত দরাজ করুন!!
মন্তব্য করতে লগইন করুন