শিক্ষামূলক গল্পঃ একবার পড়ে দেখুন

লিখেছেন লিখেছেন মদীনার আলো ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩৯:৪৪ সন্ধ্যা

জনৈক দরিদ্র ব্যক্তি মক্কায়

বসবাস করত। তার ঘরে

সতী-

সাধ্বী স্ত্রী ছিল। একদিন

স্ত্রী তাকে বলল, হে সম্মানিত

স্বামী! আজ আমাদের ঘরে কোন

খাবার নেই। আমরা এখন

কি করব?

একথা শুনে লোকটি বাজারের

দিকে কাজ

খুঁজতে বেরিয়ে গেল।

অনেক খোঁজাখুঁজির পরও

সে কোন কাজ পেল না। একসময়

ক্লান্ত-শ্রান্ত

হয়ে সে মসজিদে গমন করল।

সেখানে সে দু’রাক‘আত ছালাত

আদায় করে স্বীয় কষ্ট

দূর হওয়ার

জন্য আল্লাহর নিকটে দো‘আ

করল। দো‘আ শেষে মসজিদ

চত্তরে এসে একটি ব্যাগ

পড়ে থাকতে দেখল

এবং সেটা খুলে এক হাযার

দিরহাম

পেয়ে গেল।

ফলে তা নিয়ে লোকটি আনন্দচিত্তে গৃহে প্রবেশ

করল। কিন্তু স্ত্রী উক্ত দিরহাম

গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলল,

অবশ্যই আপনাকে এ সম্পদ তার

মালিককে ফেরৎ

দিয়ে আসতে হবে।

ফলে সে পুনরায়

মসজিদে ফিরে গিয়ে দেখতে পেল

যে, এক

ব্যক্তি বলছে ‘কে একটি থলি পেয়েছে যেখানে এক

হাযার দিরহাম ছিল?’

একথা শুনে সে এগিয়ে গিয়ে বলল,

আমি পেয়েছি,এই নিন আপনার

থলিটি।

আমি এটা এখানে কুড়িয়ে পেয়েছিলাম।

একথা শুনে লোকটি তার

দিকে দীর্ঘক্ষণ

তাকিয়ে থেকে বলল, ঠিক

আছে ব্যগটি আপনিই নিন। আর

সাথে আরো নয় হাযার দিরহাম

নিন।

একথা শুনে দরিদ্র

লোকটি বিস্মিত হয়ে তার

দিকে তাকিয়ে রইল। তখন

লোকটি বলল, সিরিয়ার জনৈক

ব্যক্তি আমাকে দশ হাযার

দিরহাম দিয়ে বলেছিল যে, এর

মধ্য থেকে এক হাযার দিরহাম

আপনি মসজিদে ফেলে রাখবেন

এবং কেউ তা তুলে নেওয়ার পর

আহবান করতে থাকবেন। তখন

যে আপনার

আহবানে সাড়া দিবে,

আপনি তাকে সম্পূর্ণ

টাকা প্রদান করবেন। কেননা সেই

হ’ল প্রকৃত সৎ ব্যক্তি।

উপদেশ : যে আল্লাহকে ভয় করে,

তিনিই তার জন্য যথেষ্ট।

আল্লাহ বলেন,

‘যে ব্যক্তি আল্লাহকে ভয়

করে তিনি তার জন্য পথ

খুলে দেন এবং এমন উৎস

থেকে রিযিক দান করেন,

যা সে কল্পনাও করেনি।

....................®®®...................

ইন্টারনেট থেকে সংগ্রহীত

বিষয়: বিবিধ

১১১৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265521
১৫ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
ফেরারী মন লিখেছেন : আজকে ঠিক এই রকম একটা ঘটনা আমার ঘটেছে। ১৯৫ টাকার ঔষধ নিয়ে ৫০০ টাকার নোট দিয়ছি। উনি আমাকে ৮০৫ টাকা ফেরত দিচ্ছেন। আমি জানি যে ৫০০ টাকার নোট দিয়েছি এবং উনি ভুল করে ১০০০ টাকার নোট ভেবে এত টাকা ফেরত দিচ্ছেন। আমি সঙ্গে সঙ্গে টাকার ফেরত দিলাম এবং উনি আমাকে থ্যাংকস দিলেন।
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২০
209195
মদীনার আলো লিখেছেন : অনেক ধন্যবাদ
265535
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
265571
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩৪
আফরা লিখেছেন : আল্লাহর উপর ভরষা করলে এমনই হয় ।আল্লাহর অফুরন্ত ভান্ডার থেকে কখন কি ভাবে আমাদের সাহায্য করবেন আমরা জানি না ।
265590
১৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৫
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : আপনি নিজেকে প্রশ্ন করুন যে, আপনি সত্‍ কিনা। আমাকে উত্তরটা দিতে হবেনা। আমিও ঐ দলেই হয়তো।
268076
২৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৫৩
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ বলেন,

‘যে ব্যক্তি আল্লাহকে ভয়

করে তিনি তার জন্য পথ

খুলে দেন এবং এমন উৎস

থেকে রিযিক দান করেন,

যা সে কল্পনাও করেনি।
268786
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৪৮
সজল আহমেদ লিখেছেন : অনেক অনেক ভাল লেগেছে ।
আসলে এই পুরষ্কার লোকটি আল্লাহর রহমত ও স্ত্রীর সততায় পেয়ছিল।আমাদের প্রত্যেকেরই দরকার এরকম একটি সত্‍ স্ত্রীর ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File