ঢাকা চিড়িয়াখানা ঘুরতে গেলে যা মনে রাখবেন

লিখেছেন লিখেছেন তূর্য রাসেল ৩১ মার্চ, ২০১৪, ০২:০৮:১৮ দুপুর

যারা ঢাকা চিড়িয়াখানা ঘুড়তে যাবেন তাদেরকে বলছি। চিড়িয়াখানার বাইরে অথবা ভেতরে যেখানেই যেই রেস্টুরেন্টে খাবার খান না কেন খাওয়ার আগে খাবারের দাম অবশ্যয় অবশ্যয় জিঙ্গেস করে নিবেন। এমনকি যে রেস্টুরেন্টে খাবেন সেই রেস্টুরেন্টে সার্ভিস বিল দিতে হয় কিনা তাও জিঙ্গেস করে নিবেন। না হলে আপনি রাম ধরা খাবেন। কারণ তাদের খাবারের দাম শুনলে আপনি থ হয়ে যাবেন। যেমন সাধারন একটা ক্যান এর দাম যেখানে ৩৫ টাকা আর তারা রাখে ৮০ থেকে ৯০ টাকা। পানির দাম শুনলে তো আপনি পুরাই টাস্কি খাবেন। সিঙ্গারার দাম শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। ২০ টাকা, শুধু তাই নয়- সার্ভিস বিল আপনার খাবারের বিল থেকে বেশি আসবে। এমনকি কোন কোন হোটেলে চেয়ার টেবিলের ভাড়া দিতে হয়। এক্ষেত্রে আপনি কোন প্রতিবাদ করতে পারবেন না। প্রতিবাদ করলে শেষে আপনার মানসন্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। শুধু ঢাকা চিড়িয়ানাতেই না। ঢাকার বেশিরভাগ পার্কেরই এমন অবস্থা। তবে ঢাকা চিড়িয়াখানা আর চন্দ্রিমা উদ্যানে এগুলো বেশি হয়। অতএব সাবধান.....যারা ঢাকা চিড়িয়াখানা ঘুড়তে যাবেন তাদেরকে বলছি। চিড়িয়াখানার বাইরে অথবা ভেতরে যেখানেই যেই রেস্টুরেন্টে খাবার খান না কেন খাওয়ার আগে খাবারের দাম অবশ্যয় অবশ্যয় জিঙ্গেস করে নিবেন। এমনকি যে রেস্টুরেন্টে খাবেন সেই রেস্টুরেন্টে সার্ভিস বিল দিতে হয় কিনা তাও জিঙ্গেস করে নিবেন। না হলে আপনি রাম ধরা খাবেন। কারণ তাদের খাবারের দাম শুনলে আপনি থ হয়ে যাবেন। যেমন সাধারন একটা ক্যান এর দাম যেখানে ৩৫ টাকা আর তারা রাখে ৮০ থেকে ৯০ টাকা। পানির দাম শুনলে তো আপনি পুরাই টাস্কি খাবেন। সিঙ্গারার দাম শুনলে আপনি আরো আশ্চর্য হবেন। ২০ টাকা, শুধু তাই নয়- সার্ভিস বিল আপনার খাবারের বিল থেকে বেশি আসবে। এমনকি কোন কোন হোটেলে চেয়ার টেবিলের ভাড়া দিতে হয়। এক্ষেত্রে আপনি কোন প্রতিবাদ করতে পারবেন না। প্রতিবাদ করলে শেষে আপনার মানসন্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। শুধু ঢাকা চিড়িয়ানাতেই না। ঢাকার বেশিরভাগ পার্কেরই এমন অবস্থা। তবে ঢাকা চিড়িয়াখানা আর চন্দ্রিমা উদ্যানে এগুলো বেশি হয়। অতএব সাবধান.....

বিষয়: বিবিধ

১৩৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200785
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:০২
গোলাম মাওলা লিখেছেন : আমি একবার পুরা ধরা খাইছি রে ভাই। একটা ক্যান ৬০ টাকা
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৪
150540
তূর্য রাসেল লিখেছেন : হুমমমম...আমি অনেককেই ধরা খেতে দেখেছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File