স্বরচিত কবিতা
লিখেছেন লিখেছেন স্বপ্নবাজ ও নষ্ট জীব ৩১ মার্চ, ২০১৪, ০২:১৪:০৮ দুপুর
পরাজয় ও জয়
কেন তোমার পরাজয়ে আমি কাঁদি
কেন তোমার জয়ে আমি হাসি।
কেন তোমাকে দেখিব বলে ছুটে যাই আমি।
তাহলে কি আমি তোমাকে ভালবাসি।
কেন আমি তোমাকে স্বপ্নে দেখি
কেন গোপনে তোমার ছবি আঁকি
কেন তোমাকে নিয়ে আমি গল্প লেখি
এই কি ভালবাসার চিহ্ন একবার বল দেখি।
কেন তোমার কথা শুনার জন্য জেগে থাকি
কেন তোমাকে নিয়ে স্বর্গে ভেসে থাকি
কেন তোমাকে নিয়ে বাসর সাজাই
কেন তোমার সাথে একা একা কথা বলি।
(সময়:২০০৮; এখন আমি তোমাকে ভালবাসি)
বিষয়: সাহিত্য
১১০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন