স্বরচিত কবিতা

লিখেছেন লিখেছেন স্বপ্নবাজ ও নষ্ট জীব ৩১ মার্চ, ২০১৪, ০৪:৩৭:১৬ বিকাল

“কবি ও কবিত্ব”

কবি সাহিত্যিক কেন লেখে

তা আমি জানি না।

আমার মনের সকল কথা কবিতায়

লেখে রাখি , তা না হলে আমার চলে না।

আমি লিখেছি আমার সকল কথা

লিখেছি না দেখা হৃদয়ের সকল ব্যথা।

কবি সাহিত্যিকর মত আমি খুঁজিনি ছন্দ

আমি শুধু মিটিয়েছি মনের আনন্দ ।

আমি তো কবি হতে কবিতা লেখিনি

আমি তো ছন্দের জন্য পথে পথে হাঁটিনি

যখন যা মনে এসেছে , তাই লেখেছি আমি,

যদি এমনিই হয় কবিত্বই,তবে কবি আমি।

বিষয়: সাহিত্য

১৩৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200878
৩১ মার্চ ২০১৪ বিকাল ০৫:৩০
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
201709
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৯
স্বপ্নবাজ ও নষ্ট জীব লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File