প্রাণের বইমেলা
লিখেছেন লিখেছেন কেএইচমাহাবুব ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪১:২৩ দুপুর
বই মেলায় যাবো কি ?
হারাই যদি লোকের ভীরে,
যে বই দরকার পাবো কি ?
প্রকাশনীর ছোট্ট নীড়ে ।
বন্ধু হারালে পাবো কি ?
যে ছিল আমার সাথে ,
পথের শেষ পাবো কি ?
বিকাল শেষে সন্ধ্যা রাতে ।
গাড়ি খুঁজে পাবো কি ?
যে পথে যাবো আসবো
গিয়ে সেথায় খাবো কি ?
যা খেতে ভালো বাসবো ।
******* সমাপ্ত ********
তারিখ : ২৪-০১-২০১৪ ইং ।
সাহিত্য সংসদ ,সাভার, ঢাকা-১৩৪৪ ।
ই-মেইল :
বিষয়: সাহিত্য
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন