ছড়াঅংশ
লিখেছেন লিখেছেন কেএইচমাহাবুব ০৬ জুন, ২০১৪, ০৫:৫৩:১৮ বিকাল
কোকিলের কুহু কুহু ডাকে সকাল যে হল ,
বধুয়া …বধুয়া উঠ , দরজাটি খোল ।
আমি এসেছি আজ তোমায় নিতে,
বুকভরা ভালবাসা আজ তোমায় দিতে।
নিশিতে একা একা ঘুম যে আসেনা ,
তোমার মতো আর যে কেউ ভালো বাসেনা ।
তুমি আমায় তোমার ঐ বুকে জড়াও ,
ভালবাসার গাঁথা মালা গলায় গরাও ।
সে মালা যাবেনা কভু ছিড়ে ,
থাকবো দুজনে আমরা সুখের নীড়ে ।
কেটে যাবে সুখে দুজনের দিনটা ,
তোমার জন্য দিয়ে দেবো আমার এ জীবনটা ।
………….. সমাপ্ত……………
সাহিত্য সংসদ সাভার, ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ
তারিখঃ ১৫/০২/১৯৯৯ ইং ।
বিষয়: বিবিধ
৮৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ন
|| অসাধারন লিখছেন
ভাই
তোমার জন্য দিয়ে দেবো আমার এ জীবনটা
জীবন দিয়ে দিলে থাকলো কি তাহলে?
মন্তব্য করতে লগইন করুন