কবিতা / সরষে ফুল
লিখেছেন লিখেছেন কেএইচমাহাবুব ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৪৬:১৮ সকাল
আজ আর যাওয়া হয়না ক্ষেতে
বসাও হয়না বন্ধুরা আসন পেতে
সরষে ফুল ও ভাসেনা চোখের পাতায়,
খেলেছি কতো খেলা মাঠে তাতে
কখনো বিকাল পেরিয়ে সন্ধ্যা রাতে
আজ তা-দেখি ফেইজ বুকের পাতায় ।
অনেক গুলো ফুল এক সাথে জড়িয়ে
সরষে গাছের আঁশ গুলো ভরিয়ে
বানিয়েছি ফুলের ছোট্ট কতো বল ,
আজ সে সব একেবারে গেছি ভুলে
এসে আমরা আধুনিকের এই কুলে
সে সব আজ শুধু এই যে মিথ্যে ছল ।
********* সমাপ্ত **********
তারিখ : ২৮-০১-২০১৪ ইং ।
আজ আর যাওয়া হয়না ক্ষেতে
বসাও হয়না বন্ধুরা আসন পেতে
সরষে ফুল ও ভাসেনা চোখের পাতায়,
খেলেছি কতো খেলা মাঠে তাতে
কখনো বিকাল পেরিয়ে সন্ধ্যা রাতে
আজ তা-দেখি ফেইজ বুকের পাতায় ।
অনেক গুলো ফুল এক সাথে জড়িয়ে
সরষে গাছের আঁশ গুলো ভরিয়ে
বানিয়েছি ফুলের ছোট্ট কতো বল ,
আজ সে সব একেবারে গেছি ভুলে
এসে আমরা আধুনিকের এই কুলে
সে সব আজ শুধু এই যে মিথ্যে ছল ।
********* সমাপ্ত **********
তারিখ : ২৮-০১-২০১৪ ইং ।
বিষয়: সাহিত্য
১৬৪৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন