শেষ হল আরও একটি পন্ডশ্রম- আখেরী মোনাজাত।

লিখেছেন লিখেছেন গৃহস্থের কইন্যা ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৩:৪৩ দুপুর



বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সৌজন্যে জানা গেল- আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও রহমত কামনার মধ্য দিয়ে আজ রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। এ সময় আল্লাপাকের কাছে অশেষ রহমত কামনায় আবেগাপ্লুত লাখো ধর্মপ্রান (ঘুষখোর-চোর-বাটপার-ধপ্পাবাজ-মলমপার্টি) মুসুল্লির কন্ঠে উচ্চারিত হয় ‘আমিন আমিন’ ধ্বনি।

টঙ্গীর তুরাগতীরে গত ৬০ বছরেরও বেশি সময় ধরে মাঘ মাসের এই সময় তবলিগ জামাতীদের আখেরি মোনাজাত চলছেই। তবে এ পর্যন্ত মুসলমানদের শান্তি, কল্যাণ, উন্নয়নে আল্লাপাক পজিটিভ কিছু করে দেখাতে সক্ষম হন্নি ।

বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171902
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৩
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১২
125649
গৃহস্থের কইন্যা লিখেছেন : ছাগুবান্ধব..................।
171903
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৫
প্রিন্সিপাল লিখেছেন : হে আল্লাহ! তুমি আমার জাতিকে নিজের ভুল সংশোধন করার তাওফীক দান কর। আমীন
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১০
125648
গৃহস্থের কইন্যা লিখেছেন : চর্বিত চর্বণ মোনাজাতের জাবর কেটে আর কতকাল?
171921
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪১
বেআক্কেল লিখেছেন : এই সব মোনাজাতে কাম হইব না। প্রত্যেক ব্যক্তির হাতে যদি একটা কইরা প্রতিবাদ মাখানো ইটের টুকরা থাকত। বিকাল হবার আগেই হাসিনা গান্ধি তার সাঙ্গ পাঙ্গ লইয়া এতক্ষণে মন মোহনের পাগড়ির নিচে গিয়া লুকাইত। আগে মাইর তারপর মুনাজাত। মাইরের উপর কুন কথা নাই।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২২
126564
আল সাঈদ লিখেছেন : জবাব নেই। সাবাস!
171946
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৯
মুিনর লিখেছেন : রাসুল করিম (সঃ) শুধু মুনাজাতের মাধ্যমে ইসলাম প্রচার করেন নাই। শুধু যদি দোয়া দিয়ে ইসলাম প্রচার হয়ে যেত তাহলে নবী করিম (সঃ) এর দোয়ার চাইতে অন্য কারো দোয়া দ্রুত কবুল হওয়ার কথা নয়। কিন্তু তিনি প্রথমে বদরের প্রান্তে গিয়েছেন তাঁর সাথীদেরকে নিয়ে যুদ্ধ শুরু করেছেন এরপর আল্লাহ তায়ালার নিকট সাহায্য প্রার্থনা করেছেন। এবং বালু কনা নিক্ষেপ করেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File