শেষ হল আরও একটি পন্ডশ্রম- আখেরী মোনাজাত।
লিখেছেন লিখেছেন গৃহস্থের কইন্যা ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৫৩:৪৩ দুপুর
বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সৌজন্যে জানা গেল- আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও রহমত কামনার মধ্য দিয়ে আজ রোববার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। এ সময় আল্লাপাকের কাছে অশেষ রহমত কামনায় আবেগাপ্লুত লাখো ধর্মপ্রান (ঘুষখোর-চোর-বাটপার-ধপ্পাবাজ-মলমপার্টি) মুসুল্লির কন্ঠে উচ্চারিত হয় ‘আমিন আমিন’ ধ্বনি।
টঙ্গীর তুরাগতীরে গত ৬০ বছরেরও বেশি সময় ধরে মাঘ মাসের এই সময় তবলিগ জামাতীদের আখেরি মোনাজাত চলছেই। তবে এ পর্যন্ত মুসলমানদের শান্তি, কল্যাণ, উন্নয়নে আল্লাপাক পজিটিভ কিছু করে দেখাতে সক্ষম হন্নি ।
বিষয়: বিবিধ
১৫৩৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন